Ajker Patrika

টিম ভয়েজার্স

বরেন্দ্র থেকে মহাকাশ জয়ের স্বপ্ন পাঁচ তরুণের চোখে

 রিমন রহমান, রাজশাহী
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ‘টিম ভয়েজার্স’। ছবি: সংগৃহীত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ‘টিম ভয়েজার্স’। ছবি: সংগৃহীত

দুই বছর আগেই তাঁরা নিজেদের কল্পনা করেছিলেন বিশ্বমঞ্চে। কিন্তু সেই স্বপ্ন তখন বাস্তবে ধরা দেয়নি। আজ নাসার আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরের অপেক্ষায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ‘টিম ভয়েজার্স’। পাঁচ তরুণের এই স্বপ্নযাত্রা শুধু রাজশাহী নয়, পুরো দেশকে গর্বিত করেছে।

২০২৩ সালের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের শুরুটা তেমন আশাব্যঞ্জক ছিল না। দেশের সেরা ৫০টি দলের মধ্যেও জায়গা হয়নি টিম ভয়েজার্সের। হতাশা ছিল, কিন্তু তাঁরা থেমে থাকেননি। প্রথম ধাক্কার পরই তাঁরা সিদ্ধান্ত নেন, প্রজেক্টটি নতুনভাবে গড়ে তুলবেন, একদম নাসার মানদণ্ড অনুযায়ী।

নতুন উদ্যমে শুরু হয় কাজ। সারা বিশ্বের অংশগ্রহণে ২০২৩ সালের ৬ ও ৭ অক্টোবর আয়োজিত হয় ৩৬ ঘণ্টার এক বিশাল হ্যাকাথন। ১৫২টি দেশ, ৮ হাজার ৭১৫টি দল এবং প্রায় ৫৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের রাজশাহী রিজিয়নে চ্যাম্পিয়ন হয় টিম ভয়েজার্স। টিমটি রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের। ওই সফলতার স্বীকৃতি হিসেবে নাসার পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছে টিম ভয়েজার্স। পরে গ্লোবাল নমিনেশনে উঠে আসে তাদের নাম এবং সেখানেই তারা ‘বেস্ট স্টোরিটেলিং’ ক্যাটাগরিতে গ্লোবাল উইনারের মর্যাদা পায়।

দলের সদস্যরা হলেন খালিদ সাকিব (দলনেতা), আবদুল মালেক, সাখাওয়াত হোসেন, ফাহমিদা আক্তার ও মো. আতিক। সবাই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী।

তাঁদের প্রজেক্টের নাম ‘অ্যাকুয়া এক্সপ্লোরার’, যার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে জলবায়ু পরিবর্তন এবং পানির গুরুত্ব বোঝানো হয় সহজ ও ইন্টার‍্যাকটিভভাবে। ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরা হয়, পৃথিবীর ৩৭০ কুইন্টিলিয়ন গ্যালন পানির মধ্যে মাত্র ০.০১ শতাংশ পানি নিরাপদ ও ব্যবহারের উপযোগী। কীভাবে পানি বায়ুমণ্ডল, জীববৈচিত্র্য ও জলবায়ুর সঙ্গে সম্পর্কযুক্ত, সেটিও চিত্রায়িত হয় গল্প বলার কৌশল ও গেমিং পদ্ধতিতে।

এই অসাধারণ সাফল্যের পুরস্কার হিসেবে নাসার আমন্ত্রণে আগামী ৪ জুন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের গোডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে আয়োজিত গ্লোবাল উইনার্স সেলিব্রেশনে অংশ নেবে টিম ভয়েজার্স। ২৫ মে দলটির যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার কথা।

দলনেতা খালিদ সাকিব বলেন, ‘২০২৩ সালে যখন দেখলাম, সেরা ৫০ দলের মধ্যেও আমরা নেই। সে কারণে আমাদের ভার্চুয়ালি অংশ নিতে হবে। তখন ভীষণ খারাপ লেগেছিল। কিন্তু আমরা মনোবল হারাইনি। ধাপে ধাপে প্রজেক্টটিকে এমনভাবে সাজিয়েছি, যাতে তা নাসার মূল চাহিদা পূরণ করে। শেষ পর্যন্ত সেই প্রচেষ্টারই ফল আমরা পেয়েছি।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খালিদ সাকিব বলেন, ‘ভ্রমণের সকল খরচ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বহন করছে। তাদের সহায়তা ছাড়া এই সাফল্য অর্জন সম্ভব হতো না।’

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান সাবিনা ইয়াসমিন বলেন, ‘বিশ্বের ১৫২টি দেশের ৮ হাজার ৭১৫টি দল এবং প্রায় ৫৮ হাজার প্রতিযোগীর ৫ হাজার ৫৫৬টি প্রজেক্ট জমা পড়েছিল। এমন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া সত্যিই গর্বের। নাসা আমাদের শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। সফরে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করবে। তারা বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের সঙ্গে মতবিনিময় করবে। এটা তাদের আরও বড় হওয়ার স্বপ্ন দেখাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

নূর ধান-২: এক চালেই হবে ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি তেহারি

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত