শিক্ষা ডেস্ক
ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের এক বছর পূর্তি উদযাপন করা হয়েছে। ২৯ জুলাই, মঙ্গলবার ঢাকায় ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং শামসুল আলম লিটন। এ ছাড়া ছিলেন ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ক্যাম্পাসের ফ্যাকাল্টি অব বিজনেস ম্যানেজমেন্টের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিবারেল আর্টসের ডিন অধ্যাপক ড. বিজয় প্রসাদ বড়ুয়া, শিক্ষার্থী আহনাফ ফাতেহ হোসেন ও মাসফিয়া রহমান রুহি। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিভার্সিটির প্রোভোস্ট চ্যান জো জিম।
আলোচনার শুরুতে জুলাই গণঅভ্যূত্থান এবং সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধস্তের ঘঠনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেন, ‘তরুণরা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করলেও, তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব যাদের হাতে, তারা কতটা তা পালন করেছে—এখন সেটাই বড় প্রশ্ন। রাজনৈতিক সংস্কৃতিতে এখনো কোনো পরিবর্তন আসেনি।’
শামসুল আলম লিটন বলেন, ‘শিক্ষার্থীরা এখন প্রতিরোধ করতে জানে। গণতন্ত্র, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে তারা আবারও রাস্তায় নামবে।’
অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী বলেন, ‘বাংলাদেশ এখন পরিবর্তনের পথে যাত্রা শুরু করেছে। এই পথ কতটা দীর্ঘ হবে, সেটাই দেখার বিষয়।’
অধ্যাপক বিজয় প্রসাদ বড়ুয়া বলেন, ‘নৈতিকতা ও মানুষের প্রতি ভালোবাসা ছাড়া বড় কোনো লক্ষ্য অর্জন সম্ভব নয়। শিক্ষার্থীদের সেই লক্ষ্য অর্জনে সব বাধা মোকাবিলা করতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রোভোস্ট চ্যান জো জিম বলেন, ‘জুলাই আন্দোলনের স্বপ্ন ও দেশের ভবিষ্যৎ বিনির্মাণে বিশ্বাস হারালে চলবে না। এই ত্যাগ ভুলে না গিয়ে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে একসঙ্গে এগিয়ে যেতে হবে।’
আলোচনা সভা শেষে চব্বিশের জুলাই গণঅভ্যূত্থানকে কেন্দ্র করে একটি চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।
ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের এক বছর পূর্তি উদযাপন করা হয়েছে। ২৯ জুলাই, মঙ্গলবার ঢাকায় ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং শামসুল আলম লিটন। এ ছাড়া ছিলেন ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ক্যাম্পাসের ফ্যাকাল্টি অব বিজনেস ম্যানেজমেন্টের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিবারেল আর্টসের ডিন অধ্যাপক ড. বিজয় প্রসাদ বড়ুয়া, শিক্ষার্থী আহনাফ ফাতেহ হোসেন ও মাসফিয়া রহমান রুহি। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিভার্সিটির প্রোভোস্ট চ্যান জো জিম।
আলোচনার শুরুতে জুলাই গণঅভ্যূত্থান এবং সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধস্তের ঘঠনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেন, ‘তরুণরা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করলেও, তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব যাদের হাতে, তারা কতটা তা পালন করেছে—এখন সেটাই বড় প্রশ্ন। রাজনৈতিক সংস্কৃতিতে এখনো কোনো পরিবর্তন আসেনি।’
শামসুল আলম লিটন বলেন, ‘শিক্ষার্থীরা এখন প্রতিরোধ করতে জানে। গণতন্ত্র, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে তারা আবারও রাস্তায় নামবে।’
অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী বলেন, ‘বাংলাদেশ এখন পরিবর্তনের পথে যাত্রা শুরু করেছে। এই পথ কতটা দীর্ঘ হবে, সেটাই দেখার বিষয়।’
অধ্যাপক বিজয় প্রসাদ বড়ুয়া বলেন, ‘নৈতিকতা ও মানুষের প্রতি ভালোবাসা ছাড়া বড় কোনো লক্ষ্য অর্জন সম্ভব নয়। শিক্ষার্থীদের সেই লক্ষ্য অর্জনে সব বাধা মোকাবিলা করতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রোভোস্ট চ্যান জো জিম বলেন, ‘জুলাই আন্দোলনের স্বপ্ন ও দেশের ভবিষ্যৎ বিনির্মাণে বিশ্বাস হারালে চলবে না। এই ত্যাগ ভুলে না গিয়ে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে একসঙ্গে এগিয়ে যেতে হবে।’
আলোচনা সভা শেষে চব্বিশের জুলাই গণঅভ্যূত্থানকে কেন্দ্র করে একটি চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।
প্রাথমিকের পর মাদ্রাসার ইবতেদায়ি পর্যায় এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ডিসেম্বরের শেষে এ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারে। মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রের তথ্য অনুযায়ী, মোট ছয়টি বিষয়ে পাঁচটি পত্রে এবারের বৃত্তি পরীক্ষা আয়োজিত হবে।
১ ঘণ্টা আগেপাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নের’ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২ জন শিক্ষক। তারা অবিলম্বে শিক্ষকদের মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তারকৃতদের মুক্তি ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে।
৯ ঘণ্টা আগেপার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও ই-লার্নিংয়ের সুযোগ দিতে আগামী ছয় মাসের মধ্যে এই অঞ্চলের ১০০টি বিদ্যালয়ে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এই উদ্যোগকে শিক্ষাক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা
১৪ ঘণ্টা আগেদেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস- ২০২৫’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গত ৫ আগস্ট ঢাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়
১ দিন আগে