Ajker Patrika

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী ‘জব উৎসব’

ফিচার ডেস্ক
জব উৎসব ২০২৪ পরিদর্শন করছেন শিক্ষকেরা। ছবি: সংগৃহীত
জব উৎসব ২০২৪ পরিদর্শন করছেন শিক্ষকেরা। ছবি: সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে গত ২৯ ও ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘জব উৎসব ২০২৪’। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল দেশের ১৩০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।

প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আখতার। বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নূরুজ্জআমান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম এবং মাইক্রোসফটের (বাংলাদেশ, ভুটান, নেপাল) ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার।

এই জব উৎসবে চাকরিপ্রার্থীদের জন্য ছিল বিভিন্ন কার্যক্রম। অংশগ্রহণকারীদের পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে ছিল লিডারস টক সেশন। সেখানে শিল্প খাতের শীর্ষ ব্যক্তিরা শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। এ ছাড়া চাকরির বাজারের নতুন ট্রেন্ড নিয়ে আলোচনা করার জন্য তিনটি বিশেষ মাস্টারক্লাস সেশন, চাকরিপ্রার্থীদের গ্রুমিং সেশনের মাধ্যমে প্রস্তুত করার পাশাপাশি ছিল রিজুম ড্রপ এবং অন-স্পট ইন্টারভিউর সুযোগ।

উদ্বোধনী অনুষ্ঠানে খালেদা আখতার বলেন, ‘এটি শুধু চাকরির মেলা নয়; বরং শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে প্রবেশের একটি দারুণ সুযোগ।’ তিনি শিক্ষার্থীদের এই সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন। মাহবুব উল হক মজুমদার বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সব সময় সচেষ্ট। এই উৎসব শিক্ষার্থীদের চাকরি খুঁজে পাওয়ার পাশাপাশি তাদের চাকরির বাজারের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে।’

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিয়েছে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এখানে শিক্ষার্থীরা দক্ষতা বাড়িয়ে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

শিশুদের জন্য বিনা মূল্যে টাইফয়েডের টিকা, যেভাবে রেজিস্ট্রেশন করবেন

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত