চবি সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর (জোবরা) মধ্যে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা সংশোধনের সময় তিন দিন বাড়িয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত করেছে নির্বাচন কমিশন।
তবে চূড়ান্ত তালিকা পূর্বনির্ধারিত সময়েই প্রকাশ করা হবে। এ ছাড়া এক হল থেকে অন্য হলে আসনপ্রাপ্ত শিক্ষার্থীরা হল পরিবর্তনও করতে পারবেন।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক ড. মনির উদ্দিন। এ ছাড়া নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে দুটি আলাদা বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।
ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ তারিখ ছিল ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। তবে কমিশনের সিদ্ধান্তে এটি ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা সাড়ে ৩টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
অন্যদিকে হল পরিবর্তনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো শিক্ষার্থী যদি তাঁর সংযুক্ত হলের বাইরে অন্য কোনো হলে আসন বরাদ্দপ্রাপ্ত হয়ে থাকেন, তবে শুধু সে হলের প্রভোস্টের প্রত্যয়ন নিয়ে বিভাগীয় সভাপতি/পরিচালকের কাছে জমা দিলে তাঁকে সংশ্লিষ্ট হলের সংযুক্ত ছাত্রছাত্রী হিসেবে গণ্য করে বিভাগীয় সভাপতি/পরিচালক ভোটার তালিকা সংশোধন করতে পারবেন।
জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার ড. মনির উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষের ঘটনার কারণে শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা এটি করেছি। কেননা, আমাদের অনেক শিক্ষার্থী এখনো আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন। তাই আমরা খসড়া ভোটার তালিকা সংশোধনের সময় বাড়িয়েছি। কিন্তু চূড়ান্ত তালিকা ১১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ভোটার তালিকায় বেশ কিছু অসংগতি রয়েছে। আমরা সেগুলো সংশোধন করে সংশ্লিষ্ট বিভাগে পাঠাচ্ছি।’
উল্লেখ্য, তফসিল অনুযায়ী ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর এবং ১২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর (জোবরা) মধ্যে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা সংশোধনের সময় তিন দিন বাড়িয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত করেছে নির্বাচন কমিশন।
তবে চূড়ান্ত তালিকা পূর্বনির্ধারিত সময়েই প্রকাশ করা হবে। এ ছাড়া এক হল থেকে অন্য হলে আসনপ্রাপ্ত শিক্ষার্থীরা হল পরিবর্তনও করতে পারবেন।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক ড. মনির উদ্দিন। এ ছাড়া নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে দুটি আলাদা বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।
ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ তারিখ ছিল ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। তবে কমিশনের সিদ্ধান্তে এটি ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা সাড়ে ৩টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
অন্যদিকে হল পরিবর্তনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো শিক্ষার্থী যদি তাঁর সংযুক্ত হলের বাইরে অন্য কোনো হলে আসন বরাদ্দপ্রাপ্ত হয়ে থাকেন, তবে শুধু সে হলের প্রভোস্টের প্রত্যয়ন নিয়ে বিভাগীয় সভাপতি/পরিচালকের কাছে জমা দিলে তাঁকে সংশ্লিষ্ট হলের সংযুক্ত ছাত্রছাত্রী হিসেবে গণ্য করে বিভাগীয় সভাপতি/পরিচালক ভোটার তালিকা সংশোধন করতে পারবেন।
জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার ড. মনির উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষের ঘটনার কারণে শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা এটি করেছি। কেননা, আমাদের অনেক শিক্ষার্থী এখনো আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন। তাই আমরা খসড়া ভোটার তালিকা সংশোধনের সময় বাড়িয়েছি। কিন্তু চূড়ান্ত তালিকা ১১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ভোটার তালিকায় বেশ কিছু অসংগতি রয়েছে। আমরা সেগুলো সংশোধন করে সংশ্লিষ্ট বিভাগে পাঠাচ্ছি।’
উল্লেখ্য, তফসিল অনুযায়ী ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর এবং ১২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গণতান্ত্রিক ছাত্রসংসদ-সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে নিজের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছেন আরেক প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার।
১০ ঘণ্টা আগেঘটনাবহুল প্রচার পর্ব শেষের দিকে। আর কয়েক দিন পরই (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ছাত্রসংগঠনগুলো সংবাদ সম্মেলন, অনলাইন প্রচার ও জনসংযোগসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ভোটারদের আকৃষ্ট করতে। প্রচারের এ পর্যায়ে এসে চলছে নারী ভোটারদের মন জয়ে দৌড়ঝাঁপ। বিশেষ করে...
১ দিন আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত) সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক
১ দিন আগেরাশিয়ায় ওপেন ডোর স্কলারশিপ-২০২৬-এর জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তিটির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির বিশ্ববিদ্যালয়গুলো থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
২ দিন আগে