সানজিদা জান্নাত পিংকি
যাতায়াতের ভোগান্তি দূর করতে দীর্ঘদিন ধরে বাসের আবেদন জানিয়ে আসছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা। তবে প্রতিষ্ঠার ২৫ বছর পেরিয়ে গেলেও তাঁরা পাচ্ছেন না নিজস্ব পরিবহনে যাতায়াতের সুযোগ।
এদিকে সম্প্রতি শিক্ষক ও কর্মকর্তাদের জন্য সোয়া কোটি টাকার বেশি দামে দুটি নতুন শীতাতপনিয়ন্ত্রিত বাসের ব্যবস্থা করা হয়েছে। ৫২ আসনবিশিষ্ট বাস দুটি ৩ জুন ক্যাম্পাসে পৌঁছানোর পর শুরু হয় নানান আলোচনা-সমালোচনা।
গণ বিশ্ববিদ্যালয়ে মানিকগঞ্জ, চন্দ্রা ও ঢাকার অনেক শিক্ষার্থী রয়েছেন। পরিবহন সুবিধা না থাকায় তাঁদের যাতায়াতে বিভিন্ন দুর্ভোগে পড়তে হয়। এসব রুটের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বাসের জন্য দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাঁদের সে দাবি গ্রাহ্য করা হয়নি।
২০২২ সালের ৩০ অক্টোবর মানিকগঞ্জ ও চন্দ্রা রুটে দুটি বাস চালুর সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আগ্রহীদের কাছ থেকে তথ্য আহ্বান করা হয়। মানিকগঞ্জ, চন্দ্রা ও ঢাকা রুটের শিক্ষার্থীরা তাতে আবেদন করেন। এ ছাড়া বেশ কিছু শিক্ষক-কর্মকর্তাও এসব রুটে বাসের জন্য আবেদন করেন। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন পর্যন্ত।
কোনো ধরনের উদ্যোগ না নিয়ে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের। তাই গণ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে, নির্দিষ্ট রুটগুলোতে দ্রুত বাসসেবা চালু করা হোক।
লেখক: শিক্ষার্থী, গণ বিশ্ববিদ্যালয়
যাতায়াতের ভোগান্তি দূর করতে দীর্ঘদিন ধরে বাসের আবেদন জানিয়ে আসছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা। তবে প্রতিষ্ঠার ২৫ বছর পেরিয়ে গেলেও তাঁরা পাচ্ছেন না নিজস্ব পরিবহনে যাতায়াতের সুযোগ।
এদিকে সম্প্রতি শিক্ষক ও কর্মকর্তাদের জন্য সোয়া কোটি টাকার বেশি দামে দুটি নতুন শীতাতপনিয়ন্ত্রিত বাসের ব্যবস্থা করা হয়েছে। ৫২ আসনবিশিষ্ট বাস দুটি ৩ জুন ক্যাম্পাসে পৌঁছানোর পর শুরু হয় নানান আলোচনা-সমালোচনা।
গণ বিশ্ববিদ্যালয়ে মানিকগঞ্জ, চন্দ্রা ও ঢাকার অনেক শিক্ষার্থী রয়েছেন। পরিবহন সুবিধা না থাকায় তাঁদের যাতায়াতে বিভিন্ন দুর্ভোগে পড়তে হয়। এসব রুটের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বাসের জন্য দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাঁদের সে দাবি গ্রাহ্য করা হয়নি।
২০২২ সালের ৩০ অক্টোবর মানিকগঞ্জ ও চন্দ্রা রুটে দুটি বাস চালুর সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আগ্রহীদের কাছ থেকে তথ্য আহ্বান করা হয়। মানিকগঞ্জ, চন্দ্রা ও ঢাকা রুটের শিক্ষার্থীরা তাতে আবেদন করেন। এ ছাড়া বেশ কিছু শিক্ষক-কর্মকর্তাও এসব রুটে বাসের জন্য আবেদন করেন। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন পর্যন্ত।
কোনো ধরনের উদ্যোগ না নিয়ে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের। তাই গণ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে, নির্দিষ্ট রুটগুলোতে দ্রুত বাসসেবা চালু করা হোক।
লেখক: শিক্ষার্থী, গণ বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক পর্যায়ের বেসরকারি কলেজগুলোর গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হতে সংশ্লিষ্ট ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক। তবে চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও আইনজীবীদের জন্য তা শিথিল করা হয়েছে। ফলে এমবিবিএস চিকিৎসক, বিএসসি ইঞ্জিনিয়ার ও আইনজীবীরা
৪ ঘণ্টা আগেথাইল্যান্ডে চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১৪ ঘণ্টা আগেবর্তমান যুগ প্রযুক্তি ও জ্ঞানের যুগ। একাডেমিক ডিগ্রি যতটা গুরুত্বপূর্ণ, বাস্তব জীবনে টিকে থাকতে ততটাই প্রয়োজন বাস্তবভিত্তিক দক্ষতা। বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন এখন সময়ের চাহিদা। এ পরিস্থিতিতে চাকরির বাজারে প্রতিযোগিতা যেমন বাড়ছে, তেমনি উদ্যোক্তা হওয়ার সুযোগও তৈরি হচ্ছে।
১৪ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা অর্জনের জায়গা নয়, এটি জীবনের বৃহত্তর পাঠশালা। পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি এখানে শেখার আছে নেতৃত্বের দক্ষতা, আত্ম-উন্নয়নের কৌশল এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি।
৩ দিন আগে