বিজ্ঞপ্তি
‘বৈশাখে হবে উৎসব, উৎসবে হবে নাটক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইইউবি থিয়েটারের উদ্যোগে ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘আইইউবি থিয়েটার বৈশাখী নাট্যোৎসব ২০২৫’। এই উৎসবে আইইউবি থিয়েটার ছাড়াও জাহাঙ্গীরনগর থিয়েটার, তীরন্দাজ রেপার্টরি, বটতলা থিয়েটারসহ মোট চারটি নাট্যদল তাদের প্রযোজনা মঞ্চস্থ করেছে।
১৩ এপ্রিল সন্ধ্যায় আইইউবি প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক ম. তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. বখতিয়ার আহমেদ ও আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন রাজু। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইউবি থিয়েটারের সমন্বয়ক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক মমতাজ পারভিন।
উদ্বোধনী পর্ব শেষে মঞ্চস্থ হয় আইইউবি থিয়েটারের ২৩তম প্রযোজনা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কাব্যনাটক ‘তাসের দেশ’। নাটকটির নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। এতে আইইউবির শিক্ষার্থী মো. বাসিতুল্লাহ খান, সৌহার্দ্য পাল, মো. তৌহিদুল ইসলাম অঙ্কুর, আব্দুল্লাহ আল মাহিন সিয়াম, জেবা তাহসিন, আনিকা বুশরা শশী, আনিকা ফাইরুজ, সামিয়া রেজা মাইশা, নুজহাত তাবাসসুম, মোছা. সাদিয়া আফরিন অর্ণা, এস এম সাকিল আমিন, সাদিয়া ইসলাম মৌ, সামি বিনতে খায়ের নূহিন, কিরণ সরকার জুঁই ও সুকন্যা সালসাবিল খান অভিনয় করেন। রিশাদ হাসান প্রমিত এতে আবহসংগীত পরিচালনা করেন। নাটকটি প্রযোজনা করেন মো. আশরাফুল করিম চৌধুরীর, সৌহার্দ্য পাল, মো. বাসিতুল্লাহ খান ও মো. তৌহিদুল ইসলাম অঙ্কুর।
নাটকটির প্রথম প্রদর্শনীতে উপস্থিত দর্শকরা আবহসংগীত ও মঞ্চসজ্জার প্রশংসা করে বলেন, এটি ছিল নিবিড় যত্ন ও শৈল্পিকতায় পূর্ণ এক শক্তিশালী উপস্থাপনা। ১৯ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে ‘তাসের দেশ’-এর দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
১৩ এপ্রিল বিকালে উৎসবের দ্বিতীয় নাটক হিসেবে জাহাঙ্গীরনগর থিয়েটার মঞ্চস্থ করে তাদের ১১৩তম প্রযোজনা ‘দ্বিতীয় মৃত্যুর আগে’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মাহফুজ ইসলাম মেঘ।
পরের দিন অর্থাৎ ১৪ এপ্রিল উৎসবের প্রথম প্রযোজনা ছিল তীরন্দাজ রেপার্টরির নাটক ‘কণ্ঠনালীতে সূর্য’। এটির রচয়িতা মোহিত চট্টোপাধ্যায় ও নির্দেশনা দিয়েছেন দীপক সুমন। একই দিন বিকেলে উৎসবের সর্বশেষ পরিবেশনা ছিল বটতলা থিয়েটারের বহুল প্রশংসিত নাটক ‘খনা’। নাটকটি রচনা করেছেন শামীনা লুৎফা নিত্রা ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।
নববর্ষের প্রথম দিনের সূর্যাস্তের মধ্য দিয়ে আইইউবি থিয়েটারের বৈশাখী নাট্যোৎসব ১৪৩২-এর পর্দা নামে। সমাপ্তি ঘোষণা করে আইইউবি থিয়েটারের সমন্বয়ক মমতাজ পারভিন বলেন, ‘এই উৎসব কোনো সাময়িক আয়োজন ছিল না, এটি ছিল অনুভূতির দীর্ঘস্থায়ী প্রতিধ্বনি। মঞ্চে আলো নিভে গেছে ঠিকই, কিন্তু সংলাপ এখনো বাতাসে ভেসে বেড়ায়। প্রতিটি চরিত্র যেন রয়ে গেছে আমাদের ভেতরে—একেকটা হাসি, একেকটা কান্না, একেকটা নীরবতা হয়ে।’
‘বৈশাখে হবে উৎসব, উৎসবে হবে নাটক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইইউবি থিয়েটারের উদ্যোগে ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘আইইউবি থিয়েটার বৈশাখী নাট্যোৎসব ২০২৫’। এই উৎসবে আইইউবি থিয়েটার ছাড়াও জাহাঙ্গীরনগর থিয়েটার, তীরন্দাজ রেপার্টরি, বটতলা থিয়েটারসহ মোট চারটি নাট্যদল তাদের প্রযোজনা মঞ্চস্থ করেছে।
১৩ এপ্রিল সন্ধ্যায় আইইউবি প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক ম. তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. বখতিয়ার আহমেদ ও আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন রাজু। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইউবি থিয়েটারের সমন্বয়ক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক মমতাজ পারভিন।
উদ্বোধনী পর্ব শেষে মঞ্চস্থ হয় আইইউবি থিয়েটারের ২৩তম প্রযোজনা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কাব্যনাটক ‘তাসের দেশ’। নাটকটির নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। এতে আইইউবির শিক্ষার্থী মো. বাসিতুল্লাহ খান, সৌহার্দ্য পাল, মো. তৌহিদুল ইসলাম অঙ্কুর, আব্দুল্লাহ আল মাহিন সিয়াম, জেবা তাহসিন, আনিকা বুশরা শশী, আনিকা ফাইরুজ, সামিয়া রেজা মাইশা, নুজহাত তাবাসসুম, মোছা. সাদিয়া আফরিন অর্ণা, এস এম সাকিল আমিন, সাদিয়া ইসলাম মৌ, সামি বিনতে খায়ের নূহিন, কিরণ সরকার জুঁই ও সুকন্যা সালসাবিল খান অভিনয় করেন। রিশাদ হাসান প্রমিত এতে আবহসংগীত পরিচালনা করেন। নাটকটি প্রযোজনা করেন মো. আশরাফুল করিম চৌধুরীর, সৌহার্দ্য পাল, মো. বাসিতুল্লাহ খান ও মো. তৌহিদুল ইসলাম অঙ্কুর।
নাটকটির প্রথম প্রদর্শনীতে উপস্থিত দর্শকরা আবহসংগীত ও মঞ্চসজ্জার প্রশংসা করে বলেন, এটি ছিল নিবিড় যত্ন ও শৈল্পিকতায় পূর্ণ এক শক্তিশালী উপস্থাপনা। ১৯ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে ‘তাসের দেশ’-এর দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
১৩ এপ্রিল বিকালে উৎসবের দ্বিতীয় নাটক হিসেবে জাহাঙ্গীরনগর থিয়েটার মঞ্চস্থ করে তাদের ১১৩তম প্রযোজনা ‘দ্বিতীয় মৃত্যুর আগে’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মাহফুজ ইসলাম মেঘ।
পরের দিন অর্থাৎ ১৪ এপ্রিল উৎসবের প্রথম প্রযোজনা ছিল তীরন্দাজ রেপার্টরির নাটক ‘কণ্ঠনালীতে সূর্য’। এটির রচয়িতা মোহিত চট্টোপাধ্যায় ও নির্দেশনা দিয়েছেন দীপক সুমন। একই দিন বিকেলে উৎসবের সর্বশেষ পরিবেশনা ছিল বটতলা থিয়েটারের বহুল প্রশংসিত নাটক ‘খনা’। নাটকটি রচনা করেছেন শামীনা লুৎফা নিত্রা ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।
নববর্ষের প্রথম দিনের সূর্যাস্তের মধ্য দিয়ে আইইউবি থিয়েটারের বৈশাখী নাট্যোৎসব ১৪৩২-এর পর্দা নামে। সমাপ্তি ঘোষণা করে আইইউবি থিয়েটারের সমন্বয়ক মমতাজ পারভিন বলেন, ‘এই উৎসব কোনো সাময়িক আয়োজন ছিল না, এটি ছিল অনুভূতির দীর্ঘস্থায়ী প্রতিধ্বনি। মঞ্চে আলো নিভে গেছে ঠিকই, কিন্তু সংলাপ এখনো বাতাসে ভেসে বেড়ায়। প্রতিটি চরিত্র যেন রয়ে গেছে আমাদের ভেতরে—একেকটা হাসি, একেকটা কান্না, একেকটা নীরবতা হয়ে।’
বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা অর্জনের জায়গা নয়, এটি জীবনের বৃহত্তর পাঠশালা। পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি এখানে শেখার আছে নেতৃত্বের দক্ষতা, আত্ম-উন্নয়নের কৌশল এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি।
২ দিন আগেইউরোপের দেশ সুইডেন। দেশটির মেরিন জেট পাওয়ার কোম্পানির টেস্ট অ্যান্ড ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন প্রবাসী বাংলাদেশি মুহাম্মদ শাকিরুল্লাহ। সুইডেনে বাংলাদেশিদের ক্যারিয়ার গড়ার সম্ভাবনা...
২ দিন আগেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার (২৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-১) সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
২ দিন আগেএই তালিকায় সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম সারিতে না থাকলেও বাংলাদেশের সরকারি ও বেসরকারি ২৪টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
২ দিন আগে