নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগে ‘মুট কোর্ট’ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সুপ্রিম কোর্টের বিচারপতি আহমেদ সোহেল এই মুট কোর্ট উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি আহমেদ সোহেল বলেন, মুট প্রতিযোগিতা বিশ্বব্যাপী সমাদৃত। তা ছাড়া একজন আইনের শিক্ষার্থীর জন্য মুট কোর্ট রুম অপরিহার্য। এটি শুধু তাঁর একাডেমিক ক্ষেত্রে ভালো কাজে দেয় না, দেশে-বিদেশে প্রতিষ্ঠিত আইনবিদ হতেও সহায়তা করে।
গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, মানুষের রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন আইনের শিক্ষার্থীরা। তাঁদের দ্বারা সমাজ ও রাষ্ট্র যেমন উপকৃত হবে, তেমনি হবে গোটা বিশ্ব। শিক্ষার্থীদের জন্য লিগ্যাল এডুকেশন প্রয়োজন, যেটা প্রকৃত অর্থে মানুষের কাজে লাগবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, ‘মানুষ প্রতি মুহূর্তে নিজেকে বিচারের মুখোমুখি দাঁড় করাচ্ছে। একটা কাজ করার পর পরবর্তী কাজ কী হবে, সেটার জন্যও মানুষের নিজেকে বিচার করতে হয়।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ বলেন, ‘মানুষের জন্য আইনকে সহজবোধ্য করে তুলতে হবে। তবেই আইনের সঠিক ব্যবহার হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, গ্রিন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ক্যাপ্টেন (বিএন) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন (এলপিআর), আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. আরিফুজ্জামানসহ আরও অনেকে।
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগে ‘মুট কোর্ট’ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সুপ্রিম কোর্টের বিচারপতি আহমেদ সোহেল এই মুট কোর্ট উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি আহমেদ সোহেল বলেন, মুট প্রতিযোগিতা বিশ্বব্যাপী সমাদৃত। তা ছাড়া একজন আইনের শিক্ষার্থীর জন্য মুট কোর্ট রুম অপরিহার্য। এটি শুধু তাঁর একাডেমিক ক্ষেত্রে ভালো কাজে দেয় না, দেশে-বিদেশে প্রতিষ্ঠিত আইনবিদ হতেও সহায়তা করে।
গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, মানুষের রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন আইনের শিক্ষার্থীরা। তাঁদের দ্বারা সমাজ ও রাষ্ট্র যেমন উপকৃত হবে, তেমনি হবে গোটা বিশ্ব। শিক্ষার্থীদের জন্য লিগ্যাল এডুকেশন প্রয়োজন, যেটা প্রকৃত অর্থে মানুষের কাজে লাগবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, ‘মানুষ প্রতি মুহূর্তে নিজেকে বিচারের মুখোমুখি দাঁড় করাচ্ছে। একটা কাজ করার পর পরবর্তী কাজ কী হবে, সেটার জন্যও মানুষের নিজেকে বিচার করতে হয়।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ বলেন, ‘মানুষের জন্য আইনকে সহজবোধ্য করে তুলতে হবে। তবেই আইনের সঠিক ব্যবহার হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, গ্রিন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ক্যাপ্টেন (বিএন) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন (এলপিআর), আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. আরিফুজ্জামানসহ আরও অনেকে।
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে নতুন শিক্ষাক্রম বিস্তরণ (ডেসিমিনেশন অব নিউ কারিকুলাম) স্কিম নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন স্থগিত করে অন্তর্বর্তী সরকার। পরে এই স্কিম সংশোধন করে মাউশি বাস্তবায়নের উদ্যোগ নিলেও বাস্তবে
৮ ঘণ্টা আগেএসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
২ দিন আগেপ্রতিদিনই আমাদের জীবনে ইতিবাচক -নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা প্রায়ই নেতিবাচক ঘটনাগুলোতেই বেশি মনোযোগ দিই। ভালো যে অনেক কিছুই ঘটছে, তা হয়তো টেরই পাই না। দিন শেষে আমরা ক্লান্ত, অভিযোগে ভরা, হতাশ। অথচ এ মানসিকতার বদল আনতে পারে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস...
২ দিন আগেইতালিতে ইউনিভার্সিটি অব মিলান ডিএসইউ স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
২ দিন আগে