Ajker Patrika

এক যুগে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সুদীপ চাকমা
এক যুগে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২০১২ সালের ১৪ এপ্রিল কিছু স্বপ্নবাজ তরুণ ও কয়েকজন অভিজ্ঞ শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টায় ‘বউ’ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’-এর যাত্রা শুরু হয়। এরপর থেকে সংগঠনটি মননশীল সংস্কৃতিচর্চার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে।

প্রায় এক যুগে সংগঠনটি মঞ্চস্থ করেছে বেশ কিছু নাটক। এসব নাটকের মধ্যে আছে বউ, দালাল, স্ট্যাচু অব ডেমোক্রেসি, কবর, চৌরাস্তা, খ্যাতির বিড়ম্বনা, বেহুলা ভাসান, ইনডেমনিটি ও ১৯৭১, একুশের একাল সেকাল, দিনবদলের পালা, পাগল পাগল বদ্ধপাগল, রুপু, রক্তক্ষরণ, ইকুইটি, একুশ এবং অতঃপর ও একুশ আমার অহংকার শিরোনামের নাটক। এ ছাড়া সংগঠনটি উল্লুকের দেশে ও ফ্রি ভিসার ফাঁদে নামে দুটি পথনাটক এবং ফাঁসির দাবি নিয়ে এসেছি ও বাঙালির স্বাধীনতা নামে দুটি নৃত্যনাট্য প্রযোজনা করেছে। নাটক মঞ্চায়ন ছাড়া সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের নিয়মিত আন্তবিভাগ নাট্য প্রতিযোগিতা এবং আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে। ২০১৯ ও ২৩ সালে সংগঠনটি দুটি আন্তবিশ্ববিদ্যালয় নাট্য উৎসবের আয়োজন করেছিল।

বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার বাইরে সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অসুস্থ শিক্ষার্থীদের।

সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য শান্ত চন্দ্র চক্রবর্তী বলেন, ‘প্রথম দিকে আমরা শুধু বিভাগভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোয় নাটক মঞ্চায়ন করতাম। পরে বেশ কিছু শিক্ষার্থী মিলে এই সংগঠন গঠন করার উদ্যোগ নিই। সংগঠন পরিচালনা ও নাট্যশিল্পীদের প্রশিক্ষণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অনেক সংস্কৃতিমনা শিক্ষকের সহযোগিতা পেয়েছি।’

সংগঠনটির বর্তমান সভাপতি গুলশান পারভীন সুইটি। তিনি বলেন, ‘যাত্রার শুরু থেকে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ও সৃজনশীল কাজ করে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত