মুসাররাত আবির, ঢাকা
যদি দেশের কলেজপর্যায়ের পুরোনো ক্লাবগুলোর একটি তালিকা তৈরি করতে বলা হয়, তাহলে নটর ডেম বিজনেস ক্লাবের নাম সেই তালিকায় অবধারিত। ‘কারবারই অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তি’ প্রতিপাদ্য সামনে রেখে ১৯৭৩ সালে তৎকালীন ছাত্র উপদেষ্টা ও সমাজকল্যাণ বিভাগের শিক্ষক ফাদার স্টিফেন গোমেজ, সিএসসি ও সাবেক অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন ডি কস্তা, সিএসসির পৃষ্ঠপোষকতা ও সাবেক শিক্ষক মো. নুরুন্নবীর চেষ্টায় শুরু হয়েছিল এই নটর ডেম বিজনেস ক্লাব।
ক্লাবটির বর্তমান সভাপতি ইব্রাহিম আনোয়ার জানান, মূলত ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান, সমসাময়িক ব্যবসা ও অর্থনীতিসংক্রান্ত জ্ঞানে দীক্ষিত করাই এই ক্লাবের মূল উদ্দেশ্য।
নতুন সদস্য সংগ্রহ
প্রতিবছর প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের মাঝে ক্লাবের ফরম বিতরণ করা হয়। এরপর সেই ফরম অনুযায়ী পরিচিতি সভা ও আনুষ্ঠানিকভাবে নবীনবরণের মাধ্যমে সবাইকে ক্লাব সদস্য হিসেবে গ্রহণ করা হয়। এই সাধারণ সভায় মূলত ক্লাবের বার্ষিক কার্যক্রম সম্পর্কে নতুনদের ধারণা দেওয়া হয়।
কার্যক্রম
এই ক্লাব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, দূরদর্শিতা, লেখালেখি, ব্যবস্থাপনাসংক্রান্ত নানা দক্ষতা অর্জন করতে পারে। শুধু তা-ই নয়, অর্জিত দক্ষতা কাজে লাগানোর জন্য বিভিন্ন উদ্ভূত পরিস্থিতি ও প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়ে থাকে। নিজেদের কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে নানাবিধ দক্ষতা অর্জন ও উদ্যোগী হিসেবে গড়ে তোলাও নটর ডেম বিজনেস ক্লাবের অন্যতম উদ্দেশ্য।
বিজনেস ক্লাবটি প্রতিবছর বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন করে। প্রতিটি কর্মশালাই শিক্ষার্থীদের মাঝে আলোড়ন ও নতুন কিছু করার মানসিকতা সৃষ্টি করে।
শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞান যাচাইয়ে বিভিন্ন কুইজ, কলেজের অভ্যন্তরে নানান প্রতিযোগিতার আয়োজন করা হয়। ব্যবহারিক ও বাস্তবিক অভিজ্ঞতা লাভের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ক্লাব সদস্যদের জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করে।
২০১৫ সাল থেকে দেশের কলেজপর্যায়ে প্রথম ‘বিজনেস ফেস্ট’ আয়োজনের কৃতিত্ব নটর ডেম বিজনেস ক্লাবের। যার অষ্টম আসর ১৩ থেকে ১৬ নভেম্বর অনলাইনে এবং ১৭ ও ১৮ নভেম্বর কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ১০০টির বেশি প্রতিষ্ঠান থেকে ৩ হাজারের বেশি অংশগ্রহণকারীর পদচারণে মুখর ছিল ক্যাম্পাস।
যদি দেশের কলেজপর্যায়ের পুরোনো ক্লাবগুলোর একটি তালিকা তৈরি করতে বলা হয়, তাহলে নটর ডেম বিজনেস ক্লাবের নাম সেই তালিকায় অবধারিত। ‘কারবারই অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তি’ প্রতিপাদ্য সামনে রেখে ১৯৭৩ সালে তৎকালীন ছাত্র উপদেষ্টা ও সমাজকল্যাণ বিভাগের শিক্ষক ফাদার স্টিফেন গোমেজ, সিএসসি ও সাবেক অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন ডি কস্তা, সিএসসির পৃষ্ঠপোষকতা ও সাবেক শিক্ষক মো. নুরুন্নবীর চেষ্টায় শুরু হয়েছিল এই নটর ডেম বিজনেস ক্লাব।
ক্লাবটির বর্তমান সভাপতি ইব্রাহিম আনোয়ার জানান, মূলত ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান, সমসাময়িক ব্যবসা ও অর্থনীতিসংক্রান্ত জ্ঞানে দীক্ষিত করাই এই ক্লাবের মূল উদ্দেশ্য।
নতুন সদস্য সংগ্রহ
প্রতিবছর প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের মাঝে ক্লাবের ফরম বিতরণ করা হয়। এরপর সেই ফরম অনুযায়ী পরিচিতি সভা ও আনুষ্ঠানিকভাবে নবীনবরণের মাধ্যমে সবাইকে ক্লাব সদস্য হিসেবে গ্রহণ করা হয়। এই সাধারণ সভায় মূলত ক্লাবের বার্ষিক কার্যক্রম সম্পর্কে নতুনদের ধারণা দেওয়া হয়।
কার্যক্রম
এই ক্লাব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, দূরদর্শিতা, লেখালেখি, ব্যবস্থাপনাসংক্রান্ত নানা দক্ষতা অর্জন করতে পারে। শুধু তা-ই নয়, অর্জিত দক্ষতা কাজে লাগানোর জন্য বিভিন্ন উদ্ভূত পরিস্থিতি ও প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়ে থাকে। নিজেদের কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে নানাবিধ দক্ষতা অর্জন ও উদ্যোগী হিসেবে গড়ে তোলাও নটর ডেম বিজনেস ক্লাবের অন্যতম উদ্দেশ্য।
বিজনেস ক্লাবটি প্রতিবছর বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন করে। প্রতিটি কর্মশালাই শিক্ষার্থীদের মাঝে আলোড়ন ও নতুন কিছু করার মানসিকতা সৃষ্টি করে।
শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞান যাচাইয়ে বিভিন্ন কুইজ, কলেজের অভ্যন্তরে নানান প্রতিযোগিতার আয়োজন করা হয়। ব্যবহারিক ও বাস্তবিক অভিজ্ঞতা লাভের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ক্লাব সদস্যদের জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করে।
২০১৫ সাল থেকে দেশের কলেজপর্যায়ে প্রথম ‘বিজনেস ফেস্ট’ আয়োজনের কৃতিত্ব নটর ডেম বিজনেস ক্লাবের। যার অষ্টম আসর ১৩ থেকে ১৬ নভেম্বর অনলাইনে এবং ১৭ ও ১৮ নভেম্বর কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ১০০টির বেশি প্রতিষ্ঠান থেকে ৩ হাজারের বেশি অংশগ্রহণকারীর পদচারণে মুখর ছিল ক্যাম্পাস।
শিক্ষাঙ্গনের সৌন্দর্য শুধু পড়াশোনা বা গবেষণার ভেতরেই সীমাবদ্ধ নয়; এর বড় অংশ নির্ভর করে আন্তসম্পর্কের ওপর। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সমানভাবে গুরুত্বপূর্ণ সিনিয়র ও জুনিয়রদের পারস্পরিক সম্পর্ক।
৭ ঘণ্টা আগেস্নাতক প্রথম বর্ষ পরীক্ষা সামনে রেখে নতুন নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষায় নকলের যেকোনো প্রমাণ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। যদি কোনো পরীক্ষার্থী নকল করে, তবে তার আলামত এবং উত্তরপত্রে লাল কালি দিয়ে চিহ্নিত করতে হবে।
১৯ ঘণ্টা আগেএতে বলা হয়, ‘ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা সাইবার বুলিং এবং নারী প্রার্থী ও শিক্ষার্থীদের প্রতি একধরনের নারীবিদ্বেষী আচরণ দেখতে পাচ্ছি। প্রশাসনকে এসব ইস্যুতে যথাযথ পদক্ষেপ নিতে হবে এবং পুলিশের সাইবার ইউনিটের সঙ্গে যোগাযোগ করে সাইবার সিকিউরিটি সেল গঠন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি, অনেকেই নির্বাচনী
২১ ঘণ্টা আগেনির্বাচনে অংশ নেওয়া এক ছাত্রসংগঠনের উদ্দেশে আবিদুল অভিযোগ করে বলেন, ‘ডাকসুর গঠনতন্ত্রে আছে, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের আইডিওলজিকে সমন্বিত রাখা। এই স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না, তাদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম
১ দিন আগে