Ajker Patrika

বোস্টন ইউনিভার্সিটি প্রেসিডেনশিয়াল বৃত্তি

শিক্ষা ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে বোস্টন ইউনিভার্সিটি প্রেসিডেনশিয়াল বৃত্তি ২০২৫-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিভিন্ন ধরনের তহবিলযুক্ত এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। প্রতি বছর শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যে অবস্থিত বোস্টন বিশ্ববিদ্যালয় দেশটির একটি মর্যাদাপূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয়। এখানে ১৪০টির বেশি দেশের শিক্ষার্থীরা পড়ালেখা করছেন। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৪ হাজার ফ্যাকাল্টি ও ২৯ হাজার শিক্ষার্থী রয়েছেন।

সুযোগ-সুবিধা

আবেদনের পর আগ্রহী শিক্ষার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বৃত্তির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে স্নাতকের প্রতিবর্ষে শিক্ষার্থীদের ২৫ হাজার ডলার করে অর্থ দেওয়া হবে।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

স্বাস্থ্যবিজ্ঞান, যোগাযোগ, শিল্প ও বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, চারুকলা, ব্যবসা, গ্লোবাল স্টাডিজ এবং

শিক্ষা ও মানব উন্নয়ন ইত্যাদি।

আবেদনের যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই বিদেশি শিক্ষার্থী হতে হবে। SAT স্কোর ১৫০০-এর ওপরে এবং ACT স্কোর ৩৩-এর ওপরে হতে হবে। বিগত একাডেমিকে আকর্ষণীয় ফল থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

প্রার্থীদের আবেদন করতে বৈধ পাসপোর্টের কপি, মাধ্যমিক বিদ্যালয়ের সার্টিফিকেট, ইংরেজি দক্ষতা পরীক্ষার নম্বরপত্র, কাউন্সিলারের সুপারিশ, একাডেমিক রেকর্ড লাগবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর, ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত