বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ফ্যাশন স্টাডিজ বিভাগের আয়োজনে ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে ‘দ্যা গ্রেট কামব্যাক’ শীর্ষক এক ফ্যাশন শো। এতে বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থীদের সৃজনশীল কাজ তুলে ধরা হয় ফ্যাশন, নাটক ও নৃত্যের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রদর্শিত হয় জুলাই বিপ্লব, সুন্দরবন এবং সাংস্কৃতিক উপাদান; যেমন নাট্য নিবেদন, ভরতনাট্যম ও পালকি দ্বারা অনুপ্রাণিত সংগ্রহ। বিশিষ্ট মডেল সাদিয়া ইসলাম মৌয়ের উপস্থিতি, ক্লাসিক্যাল নৃত্য, লোকসংগীত আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। এতে উপস্থিত ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান, বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, শারমিন হাসান, বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, এমইউ বিগডেটা টেকনোলজি কো. লিমিটেডের ফাউন্ডার ও সিইও লুও জিয়ানজুন (মিস্টার লুইস) এবং এমইউ বিগডেটা টেকনোলজি কো. লিমিটেডের পার্টনার ও সিএমও ঝু লিনহাই (মিস্টার আয়ারনহাইড)।
ইভেন্টটি ফিলিস্তিনের ক্ষতিগ্রস্তদের প্রতি একটি গভীর আবেগপূর্ণ পারফরম্যান্সের মাধ্যমে শেষ হয়, যার পরবর্তী অংশে ছিল আশা এবং সংহতির প্রতীক হিসেবে ডিজাইনগুলো। ফ্যাশন স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়া তাসনিম পিয়ার তত্ত্বাবধানে শোটি বিইউএফটির প্রতিভা, সৃজনশীলতা এবং স্থিতিস্থাপকতা বিকাশের প্রতি প্রতিশ্রুতি প্রদর্শন করেছিল। দ্যা গ্রেট কামব্যাক শুধু একটি ফ্যাশন শো ছিল না, এটি একটি গভীর সাংস্কৃতিক, ঐক্যের এবং শিল্প পুনরুত্থানের উদ্যাপন ছিল।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ফ্যাশন স্টাডিজ বিভাগের আয়োজনে ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে ‘দ্যা গ্রেট কামব্যাক’ শীর্ষক এক ফ্যাশন শো। এতে বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থীদের সৃজনশীল কাজ তুলে ধরা হয় ফ্যাশন, নাটক ও নৃত্যের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রদর্শিত হয় জুলাই বিপ্লব, সুন্দরবন এবং সাংস্কৃতিক উপাদান; যেমন নাট্য নিবেদন, ভরতনাট্যম ও পালকি দ্বারা অনুপ্রাণিত সংগ্রহ। বিশিষ্ট মডেল সাদিয়া ইসলাম মৌয়ের উপস্থিতি, ক্লাসিক্যাল নৃত্য, লোকসংগীত আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। এতে উপস্থিত ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান, বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, শারমিন হাসান, বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, এমইউ বিগডেটা টেকনোলজি কো. লিমিটেডের ফাউন্ডার ও সিইও লুও জিয়ানজুন (মিস্টার লুইস) এবং এমইউ বিগডেটা টেকনোলজি কো. লিমিটেডের পার্টনার ও সিএমও ঝু লিনহাই (মিস্টার আয়ারনহাইড)।
ইভেন্টটি ফিলিস্তিনের ক্ষতিগ্রস্তদের প্রতি একটি গভীর আবেগপূর্ণ পারফরম্যান্সের মাধ্যমে শেষ হয়, যার পরবর্তী অংশে ছিল আশা এবং সংহতির প্রতীক হিসেবে ডিজাইনগুলো। ফ্যাশন স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়া তাসনিম পিয়ার তত্ত্বাবধানে শোটি বিইউএফটির প্রতিভা, সৃজনশীলতা এবং স্থিতিস্থাপকতা বিকাশের প্রতি প্রতিশ্রুতি প্রদর্শন করেছিল। দ্যা গ্রেট কামব্যাক শুধু একটি ফ্যাশন শো ছিল না, এটি একটি গভীর সাংস্কৃতিক, ঐক্যের এবং শিল্প পুনরুত্থানের উদ্যাপন ছিল।
২০২৫ শিক্ষাবর্ষে দেশের মাদ্রাসাগুলোর পরীক্ষা ও ফল প্রকাশের সময়সূচিতে আংশিক পরিবর্তন এনেছে সরকার। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত একটি সংশোধিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ওবারলিন কলেজের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে আন্ডারগ্র্যাজুয়েটের ছাত্র শাহরিয়ার আবরার হিমেল। চার বছরের জন্য প্রায় সাড়ে তিন কোটি টাকার শিক্ষাবৃত্তি পেয়েছেন তিনি। অনেকের ধারণা, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডারগ্র্যাড পর্যায়ে কলেজে আবেদন করতে ও স্কলারশিপ পেতে...
১১ ঘণ্টা আগেPre-listening & Prediction (গত সংখ্যার পর) ঘ। সম্ভাব্য উত্তরের সঙ্গে ট্রান্সক্রিপ্ট মেলানো আমরা এতক্ষণ প্রশ্নপত্রের বিশ্লেষণ করেছি, সম্ভাব্য উত্তর ধারণা করেছি। এবার রেকর্ডিংয়ের টেক্সট (লিখিত রূপ) এর সঙ্গে মিলিয়ে দেখি কী হয়!
১১ ঘণ্টা আগেবেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তিতে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করা যাবে না বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব (চিকিৎসা শিক্ষা-১) রাহেলা রহমত উল্লাহর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
২ দিন আগে