ইংলিশ কাপলের গল্প
লিমন হাসান ও নূরে জান্নাত মীম। দুজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা না হলেও তাঁদের দেখা হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে, শিক্ষাসংক্রান্ত কাজে। ইংরেজি পড়াতে পড়াতেই একসঙ্গে পথচলার পরিকল্পনা। এর ফলও মিলেছে। একসঙ্গে কাজ করায় তুলনামূলক কম সময়ে আগের চেয়ে অনেক ভালো সিদ্ধান্ত নিতে পারছেন তাঁরা। নিজেদের আলাদা প্রতিষ্ঠানগুলো এক জায়গায় এনে তাঁরা তৈরি করেন লিংগুয়াল একাডেমি। বিভিন্ন বয়সী প্রায় ৩০ লাখ মানুষ প্রতিদিন ইংরেজি শিখছেন এখানে। লিমন জানান, দুজনে একসঙ্গে কাজ করতে না এলে এই সাফল্য সম্ভব হতো না।
শিক্ষাজীবনের পাশাপাশি সংসার সামলাতেও লিমন ও মীম একে অন্যের প্রতিচ্ছবি! একই কলেজের শিক্ষার্থী হওয়ায় অনেক সাধারণ ঘটনাই অসাধারণ গল্প হয়ে ওঠে। সাজিয়ে-গুছিয়ে কথা বলা লিমনের সঙ্গে মীমের জীবন মিলে গেছে। অমোঘ মায়া ও শ্রদ্ধাবোধ তাঁদের সম্পর্কের মূল ভিত্তি। লিমন ও মীমের ফাগুন কাটবে বইমেলায়। দুজনের সমৃদ্ধ জীবনে ফাগুনের সময়গুলো নিজেদের মতোই সাজিয়ে নেন তাঁরা। শিক্ষার্থীরা ভালোবেসে তাঁদের ডাকেন ইংলিশ কাপল।
ম্যাথট্রনিকস ভালোবাসা
পৃথিবীতে যেদিন প্রথম বীজগণিতের সূত্র আবিষ্কৃত হয়েছিল, সেদিন থেকে আজ পর্যন্ত সব গাণিতিক সমস্যার সমাধান কি মিলেছে? কিংবা সরল অঙ্কের মান কি সব সময় শূন্য হয়? উত্তর হলো, না। সরল অঙ্কের ফলাফল মাঝে মাঝে এক, এমনকি দুইও হয়েছে। আলভী আহমেদ ও বৃষ্টি ফারজানার গল্পও তেমন।
পাহাড় আর সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থী ছিলেন দুজন। গাণিতিক সূত্রের শেষের পাতার ফলাফল মিলে যাওয়ার মতো তাঁদের সূত্রও মিলেছে।
বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ। আলভী ও বৃষ্টি তখন স্বপ্ন দেখেন একই বিন্দুকে কেন্দ্র করে বৃত্তের মতো সংসার করার। হলোও তাই। একে অপরের প্রতি আস্থা রাখেন তাঁরা। পড়াশোনার পাশাপাশি ভাগ করে নেন সংসারের দায়িত্ব। একদিকে রান্নাঘর, সংসার সামলানো, অন্যদিকে পড়ালেখা, পরীক্ষা, ল্যাব, প্রজেক্ট, অনলাইন ব্যাচ। সফলভাবে স্নাতক সম্পন্ন করার পর দেশের শিক্ষার্থীদের গণিত শেখার অভিজ্ঞতাকে থ্রিডি এনিমেটেড শিক্ষায় নতুন মাত্রা যুক্ত করতে তাঁরা দুজন মিলে তৈরি করেন অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম ম্যাথট্রনিকস। এটি আজ দুই লাখের শিক্ষার্থীর পরিবার। ছয় বছরের এই পথচলার স্মৃতি তাঁদের মনে করিয়ে দেয়—বন্ধুত্ব, ভালোবাসা ও বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক অনেক সুন্দর ও স্থায়ী হতে পারে। আসছে ফাগুনে আলভী ও বৃষ্টি ডিপার্টমেন্টের ট্যুরে সিলেটে যাচ্ছেন। পাহাড়, নদী, ঝরনা, চা-বাগানের অপূর্ব রূপে সিলেটে ফাগুন উদ্যাপন করার আনন্দের জন্য অপেক্ষা করছেন তাঁরা। ফাগুনের রঙে, ফুলে ফুলে ভরে ওঠা ক্যাম্পাসে শতব্যস্ততার মধ্যেও ঘুরতে বের হওয়াকে উপেক্ষা করতে চান না আলভী ও বৃষ্টি।
ইংলিশ কাপলের গল্প
লিমন হাসান ও নূরে জান্নাত মীম। দুজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা না হলেও তাঁদের দেখা হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে, শিক্ষাসংক্রান্ত কাজে। ইংরেজি পড়াতে পড়াতেই একসঙ্গে পথচলার পরিকল্পনা। এর ফলও মিলেছে। একসঙ্গে কাজ করায় তুলনামূলক কম সময়ে আগের চেয়ে অনেক ভালো সিদ্ধান্ত নিতে পারছেন তাঁরা। নিজেদের আলাদা প্রতিষ্ঠানগুলো এক জায়গায় এনে তাঁরা তৈরি করেন লিংগুয়াল একাডেমি। বিভিন্ন বয়সী প্রায় ৩০ লাখ মানুষ প্রতিদিন ইংরেজি শিখছেন এখানে। লিমন জানান, দুজনে একসঙ্গে কাজ করতে না এলে এই সাফল্য সম্ভব হতো না।
শিক্ষাজীবনের পাশাপাশি সংসার সামলাতেও লিমন ও মীম একে অন্যের প্রতিচ্ছবি! একই কলেজের শিক্ষার্থী হওয়ায় অনেক সাধারণ ঘটনাই অসাধারণ গল্প হয়ে ওঠে। সাজিয়ে-গুছিয়ে কথা বলা লিমনের সঙ্গে মীমের জীবন মিলে গেছে। অমোঘ মায়া ও শ্রদ্ধাবোধ তাঁদের সম্পর্কের মূল ভিত্তি। লিমন ও মীমের ফাগুন কাটবে বইমেলায়। দুজনের সমৃদ্ধ জীবনে ফাগুনের সময়গুলো নিজেদের মতোই সাজিয়ে নেন তাঁরা। শিক্ষার্থীরা ভালোবেসে তাঁদের ডাকেন ইংলিশ কাপল।
ম্যাথট্রনিকস ভালোবাসা
পৃথিবীতে যেদিন প্রথম বীজগণিতের সূত্র আবিষ্কৃত হয়েছিল, সেদিন থেকে আজ পর্যন্ত সব গাণিতিক সমস্যার সমাধান কি মিলেছে? কিংবা সরল অঙ্কের মান কি সব সময় শূন্য হয়? উত্তর হলো, না। সরল অঙ্কের ফলাফল মাঝে মাঝে এক, এমনকি দুইও হয়েছে। আলভী আহমেদ ও বৃষ্টি ফারজানার গল্পও তেমন।
পাহাড় আর সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থী ছিলেন দুজন। গাণিতিক সূত্রের শেষের পাতার ফলাফল মিলে যাওয়ার মতো তাঁদের সূত্রও মিলেছে।
বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ। আলভী ও বৃষ্টি তখন স্বপ্ন দেখেন একই বিন্দুকে কেন্দ্র করে বৃত্তের মতো সংসার করার। হলোও তাই। একে অপরের প্রতি আস্থা রাখেন তাঁরা। পড়াশোনার পাশাপাশি ভাগ করে নেন সংসারের দায়িত্ব। একদিকে রান্নাঘর, সংসার সামলানো, অন্যদিকে পড়ালেখা, পরীক্ষা, ল্যাব, প্রজেক্ট, অনলাইন ব্যাচ। সফলভাবে স্নাতক সম্পন্ন করার পর দেশের শিক্ষার্থীদের গণিত শেখার অভিজ্ঞতাকে থ্রিডি এনিমেটেড শিক্ষায় নতুন মাত্রা যুক্ত করতে তাঁরা দুজন মিলে তৈরি করেন অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম ম্যাথট্রনিকস। এটি আজ দুই লাখের শিক্ষার্থীর পরিবার। ছয় বছরের এই পথচলার স্মৃতি তাঁদের মনে করিয়ে দেয়—বন্ধুত্ব, ভালোবাসা ও বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক অনেক সুন্দর ও স্থায়ী হতে পারে। আসছে ফাগুনে আলভী ও বৃষ্টি ডিপার্টমেন্টের ট্যুরে সিলেটে যাচ্ছেন। পাহাড়, নদী, ঝরনা, চা-বাগানের অপূর্ব রূপে সিলেটে ফাগুন উদ্যাপন করার আনন্দের জন্য অপেক্ষা করছেন তাঁরা। ফাগুনের রঙে, ফুলে ফুলে ভরে ওঠা ক্যাম্পাসে শতব্যস্ততার মধ্যেও ঘুরতে বের হওয়াকে উপেক্ষা করতে চান না আলভী ও বৃষ্টি।
বর্তমান যুগ প্রযুক্তি ও জ্ঞানের যুগ। একাডেমিক ডিগ্রি যতটা গুরুত্বপূর্ণ, বাস্তব জীবনে টিকে থাকতে ততটাই প্রয়োজন বাস্তবভিত্তিক দক্ষতা। বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন এখন সময়ের চাহিদা। এ পরিস্থিতিতে চাকরির বাজারে প্রতিযোগিতা যেমন বাড়ছে, তেমনি উদ্যোক্তা হওয়ার সুযোগও তৈরি হচ্ছে।
১ মিনিট আগেবিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা অর্জনের জায়গা নয়, এটি জীবনের বৃহত্তর পাঠশালা। পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি এখানে শেখার আছে নেতৃত্বের দক্ষতা, আত্ম-উন্নয়নের কৌশল এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি।
২ দিন আগেইউরোপের দেশ সুইডেন। দেশটির মেরিন জেট পাওয়ার কোম্পানির টেস্ট অ্যান্ড ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন প্রবাসী বাংলাদেশি মুহাম্মদ শাকিরুল্লাহ। সুইডেনে বাংলাদেশিদের ক্যারিয়ার গড়ার সম্ভাবনা...
২ দিন আগেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার (২৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-১) সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
২ দিন আগে