ক্যাম্পাস ডেস্ক
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হলো সামার সেমিস্টার ২০২৫-এর নবীনবরণ অনুষ্ঠান। রোববার (২২ জুন) পূর্বাচলের আমেরিকান সিটি ক্যাম্পাসে এই আয়োজন সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের জনসংযোগ ও সাংস্কৃতিক বিভাগের ডেপুটি হেড ইয়ামামাতো কিওহেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ, টেক্সটাইল বিভাগের ডিস্টিংগুইশড অধ্যাপক ও চেয়ারম্যান ড. নিতাই চন্দ্র সূত্রধর, রেজিস্ট্রার ক্যাপ্টেন (অব.) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ এবং ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার লক্ষ্য শুধু ডিগ্রি অর্জন নয়, বরং সমাজ ও রাষ্ট্রে দায়িত্বশীল ভূমিকা পালন করাও জরুরি।’ তিনি শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় শিক্ষক কিংবা প্রশাসনের কারও সঙ্গে যোগাযোগ করতে উদ্বুদ্ধ করেন; পাশাপাশি বড় স্বপ্ন দেখার এবং প্রতিটি সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শুধু পাঠ্য জ্ঞান নয়, বরং দক্ষতা ও চারিত্রিক গুণাবলিও অর্জন করতে হবে। তাহলেই চার বছর পর একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব।’
প্রধান অতিথির বক্তব্যে ইয়ামামাতো কিওহেল বলেন, ‘একজন শিক্ষার্থীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নেটওয়ার্কিং ও ধারাবাহিকতা। ভালো একাডেমিক রেজাল্টের পাশাপাশি এগিয়ে যেতে হলে নিজের সংযোগ জগৎকে বিস্তৃত করতে হবে এবং নিয়মিত ও মনোযোগী হতে হবে।’
ড. নিতাই চন্দ্র সূত্রধর বলেন, ‘পড়াশোনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকাও জরুরি; বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। পরিশ্রম ও দৃঢ়তা ছাড়া জীবনে সফল হওয়া সম্ভব নয়।’
অনুষ্ঠানের শুরুতে রেজিস্ট্রার ক্যাপ্টেন (অব.) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন একটি নান্দনিক পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে।
আলোচনা সভা শেষে বিভিন্ন বিভাগ নবাগতদের নিয়ে পৃথক বিভাগীয় নবীনবরণ আয়োজন করে। পরে এক বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে, যেখানে পরিবেশনায় অংশ নেন গ্রিন ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সদস্যরা।
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হলো সামার সেমিস্টার ২০২৫-এর নবীনবরণ অনুষ্ঠান। রোববার (২২ জুন) পূর্বাচলের আমেরিকান সিটি ক্যাম্পাসে এই আয়োজন সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের জনসংযোগ ও সাংস্কৃতিক বিভাগের ডেপুটি হেড ইয়ামামাতো কিওহেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ, টেক্সটাইল বিভাগের ডিস্টিংগুইশড অধ্যাপক ও চেয়ারম্যান ড. নিতাই চন্দ্র সূত্রধর, রেজিস্ট্রার ক্যাপ্টেন (অব.) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ এবং ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার লক্ষ্য শুধু ডিগ্রি অর্জন নয়, বরং সমাজ ও রাষ্ট্রে দায়িত্বশীল ভূমিকা পালন করাও জরুরি।’ তিনি শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় শিক্ষক কিংবা প্রশাসনের কারও সঙ্গে যোগাযোগ করতে উদ্বুদ্ধ করেন; পাশাপাশি বড় স্বপ্ন দেখার এবং প্রতিটি সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শুধু পাঠ্য জ্ঞান নয়, বরং দক্ষতা ও চারিত্রিক গুণাবলিও অর্জন করতে হবে। তাহলেই চার বছর পর একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব।’
প্রধান অতিথির বক্তব্যে ইয়ামামাতো কিওহেল বলেন, ‘একজন শিক্ষার্থীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নেটওয়ার্কিং ও ধারাবাহিকতা। ভালো একাডেমিক রেজাল্টের পাশাপাশি এগিয়ে যেতে হলে নিজের সংযোগ জগৎকে বিস্তৃত করতে হবে এবং নিয়মিত ও মনোযোগী হতে হবে।’
ড. নিতাই চন্দ্র সূত্রধর বলেন, ‘পড়াশোনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকাও জরুরি; বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। পরিশ্রম ও দৃঢ়তা ছাড়া জীবনে সফল হওয়া সম্ভব নয়।’
অনুষ্ঠানের শুরুতে রেজিস্ট্রার ক্যাপ্টেন (অব.) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন একটি নান্দনিক পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে।
আলোচনা সভা শেষে বিভিন্ন বিভাগ নবাগতদের নিয়ে পৃথক বিভাগীয় নবীনবরণ আয়োজন করে। পরে এক বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে, যেখানে পরিবেশনায় অংশ নেন গ্রিন ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সদস্যরা।
দেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস- ২০২৫’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গত ৫ আগস্ট ঢাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়
১১ ঘণ্টা আগেপ্রেসিডেন্সি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ তাদের বাংলাদেশ স্টাডিজ কোর্সের শিক্ষার্থীদের জন্য গত ৪ আগস্ট একটি শিক্ষা সফরের আয়োজন করে। এই শিক্ষা সফরে তারা বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলা একাডেমিসহ অন্যান্য বেশ কিছু
১২ ঘণ্টা আগেডিজিটাল যুগে ঘরে বসে লেখালেখির মাধ্যমে আয় করা এখন আর স্বপ্ন নয়—বাস্তব। বরং এটি হয়ে উঠেছে একটি প্রতিষ্ঠিত ও সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ার পথ। আপনি যদি বাংলা বা ইংরেজি ভাষায় সৃজনশীল কিংবা তথ্যভিত্তিক লেখালেখিতে দক্ষ হন, তাহলে আপনার জন্য রয়েছে একাধিক অনলাইন প্ল্যাটফর্ম।
১ দিন আগেথাইল্যান্ডে চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় বৃত্তি ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
১ দিন আগে