সাব্বির হোসেন
বিশ্ববিদ্যালয়জীবন শুধু শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ থাকলে তা পূর্ণতা পায় না। এ সময়টিই হতে পারে নেতৃত্বগুণ, দক্ষতা ও উদ্ভাবনী শক্তির বিকাশের শ্রেষ্ঠ সুযোগ। এই উপলব্ধি থেকে যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম উদ্ভাবনী সংগঠন এন্ট্রাপ্রেনিউশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি)। ইএলডিসির মূল দর্শন—‘নেতৃত্ব মানেই সমস্যা সমাধানের ক্ষমতা। একজন প্রকৃত নেতা যেখানেই থাকুক, নিজেকে আলাদাভাবে প্রমাণ করবেই।’
একটি সংগঠনের সফলতা শুধু ইভেন্ট আয়োজনের মধ্যেই সীমিত নয়, বরং সেটি কতটা শিক্ষার্থীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারছে, কতজনকে নেতৃত্বের জন্য প্রস্তুত করতে পারছে; সেটিই তার প্রকৃত শক্তি। ইএলডিসি সেই শক্তির ভিত্তিতেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভবিষ্যতের সম্ভাবনার দীপ্ত আলো ছড়াচ্ছে।
‘বাবার জন্য কিনুন’—এক মানবিক উদ্যোগ থেকে যাত্রা
২০২০ সালের ৩ জুলাই। ক্যানসারে আক্রান্ত এক শিক্ষার্থীর বাবার চিকিৎসার খরচ সংগ্রহে এগিয়ে আসেন সহপাঠীরা। উদ্যোগ নেন সাতটি ক্ষুদ্র উদ্যোক্তা দল, আয়োজন করেন ব্যতিক্রমী এক মানবিক মেলা—‘বাবার জন্য কিনুন’। এই আয়োজনে অংশ নিতে গিয়ে কিছু উদ্যোক্তামনস্ক শিক্ষার্থী উপলব্ধি করেন, বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব ও উদ্যোক্তা উন্নয়নে কাজ করা কোনো সংগঠিত প্ল্যাটফর্ম নেই। সেই অভাব পূরণের ভাবনা থেকে জন্ম নেয় ইএলডিসি। প্রথম আহ্বায়ক ছিলেন মো. জহির রায়হান এবং সদস্যসচিব ছিলেন ফয়সাল আহমেদ। পরে গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হন জহির রায়হান এবং সাধারণ সম্পাদক হন মোহাম্মদ মেহেদী হাসান।
নেতৃত্ব শেখায় না, নেতৃত্ব গড়ে তোলে
বর্তমান সভাপতি শাহরিয়ার আলম সাফল্য বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই নেতৃত্বগুণ রয়েছে। প্রয়োজন শুধু একটি উপযুক্ত পরিবেশ, দিকনির্দেশনা ও বাস্তব অভিজ্ঞতা—ইএলডিসি সেই সুযোগটাই তৈরি করে দেয়। এটা কেবল একটি ক্লাব নয়, বরং রূপান্তরের একটি প্ল্যাটফর্ম।’
গত পাঁচ বছরে ক্লাবটি আয়োজন করেছে ৪৫টির বেশি সফল প্রোগ্রাম, যেখানে অংশ নেন ৬,০০০+ শিক্ষার্থী। শুধু অংশগ্রহণই নয়, এসব আয়োজনে নেতৃত্বও দিয়েছেন শিক্ষার্থীরা। গড়ে উঠেছে শক্তিশালী নেতৃত্বের একটি প্ল্যাটফর্ম।
সাতটি বিভাগে নেতৃত্বের চর্চা
ইএলডিসি কাজ করে সাতটি বিভাগে বিভক্ত হয়ে, যেখানে প্রত্যেক সদস্য হাতে-কলমে শেখার সুযোগ পান। বিভাগগুলো হলো ১. মানবসম্পদ ব্যবস্থাপনা ও নেতৃত্ব; ২. ডিজাইন; ৩. কনটেন্ট
ও উদ্ভাবনী আইডিয়া; ৪. মিডিয়া ও জনসংযোগ; ৫. পরিকল্পনা ও বাস্তবায়ন; ৬. ডিজিটাল প্রচারণা; ৭. ভবিষ্যৎ পরিকল্পনা ও বিশ্লেষণ।
জাতীয় পর্যায়ে কুবির মুখ
ইএলডিসি দেশের ৮৫টির বেশি ক্লাব ও সংগঠনের সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলেছে। শুধু গত ১০ মাসেই হয়েছে ৪১টি জাতীয় পার্টনারশিপ। ক্লাবটির সাধারণ সম্পাদক কাজী যুহায়ের আনান লাজিম বলেন, ‘এই অর্জন কেবল ইএলডিসির নয়, এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে একটি যুগান্তকারী উত্থান।’
বছরজুড়ে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, জব ফেয়ার, ক্যাম্পাস-টু-করপোরেট কানেকশন, বৃহৎ উদ্যোক্তা মেলা এবং জাতীয় নেতৃত্ব প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা জানান যুহায়ের আনান লাজিম।
বিশ্ববিদ্যালয়জীবন শুধু শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ থাকলে তা পূর্ণতা পায় না। এ সময়টিই হতে পারে নেতৃত্বগুণ, দক্ষতা ও উদ্ভাবনী শক্তির বিকাশের শ্রেষ্ঠ সুযোগ। এই উপলব্ধি থেকে যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম উদ্ভাবনী সংগঠন এন্ট্রাপ্রেনিউশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি)। ইএলডিসির মূল দর্শন—‘নেতৃত্ব মানেই সমস্যা সমাধানের ক্ষমতা। একজন প্রকৃত নেতা যেখানেই থাকুক, নিজেকে আলাদাভাবে প্রমাণ করবেই।’
একটি সংগঠনের সফলতা শুধু ইভেন্ট আয়োজনের মধ্যেই সীমিত নয়, বরং সেটি কতটা শিক্ষার্থীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারছে, কতজনকে নেতৃত্বের জন্য প্রস্তুত করতে পারছে; সেটিই তার প্রকৃত শক্তি। ইএলডিসি সেই শক্তির ভিত্তিতেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভবিষ্যতের সম্ভাবনার দীপ্ত আলো ছড়াচ্ছে।
‘বাবার জন্য কিনুন’—এক মানবিক উদ্যোগ থেকে যাত্রা
২০২০ সালের ৩ জুলাই। ক্যানসারে আক্রান্ত এক শিক্ষার্থীর বাবার চিকিৎসার খরচ সংগ্রহে এগিয়ে আসেন সহপাঠীরা। উদ্যোগ নেন সাতটি ক্ষুদ্র উদ্যোক্তা দল, আয়োজন করেন ব্যতিক্রমী এক মানবিক মেলা—‘বাবার জন্য কিনুন’। এই আয়োজনে অংশ নিতে গিয়ে কিছু উদ্যোক্তামনস্ক শিক্ষার্থী উপলব্ধি করেন, বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব ও উদ্যোক্তা উন্নয়নে কাজ করা কোনো সংগঠিত প্ল্যাটফর্ম নেই। সেই অভাব পূরণের ভাবনা থেকে জন্ম নেয় ইএলডিসি। প্রথম আহ্বায়ক ছিলেন মো. জহির রায়হান এবং সদস্যসচিব ছিলেন ফয়সাল আহমেদ। পরে গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হন জহির রায়হান এবং সাধারণ সম্পাদক হন মোহাম্মদ মেহেদী হাসান।
নেতৃত্ব শেখায় না, নেতৃত্ব গড়ে তোলে
বর্তমান সভাপতি শাহরিয়ার আলম সাফল্য বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই নেতৃত্বগুণ রয়েছে। প্রয়োজন শুধু একটি উপযুক্ত পরিবেশ, দিকনির্দেশনা ও বাস্তব অভিজ্ঞতা—ইএলডিসি সেই সুযোগটাই তৈরি করে দেয়। এটা কেবল একটি ক্লাব নয়, বরং রূপান্তরের একটি প্ল্যাটফর্ম।’
গত পাঁচ বছরে ক্লাবটি আয়োজন করেছে ৪৫টির বেশি সফল প্রোগ্রাম, যেখানে অংশ নেন ৬,০০০+ শিক্ষার্থী। শুধু অংশগ্রহণই নয়, এসব আয়োজনে নেতৃত্বও দিয়েছেন শিক্ষার্থীরা। গড়ে উঠেছে শক্তিশালী নেতৃত্বের একটি প্ল্যাটফর্ম।
সাতটি বিভাগে নেতৃত্বের চর্চা
ইএলডিসি কাজ করে সাতটি বিভাগে বিভক্ত হয়ে, যেখানে প্রত্যেক সদস্য হাতে-কলমে শেখার সুযোগ পান। বিভাগগুলো হলো ১. মানবসম্পদ ব্যবস্থাপনা ও নেতৃত্ব; ২. ডিজাইন; ৩. কনটেন্ট
ও উদ্ভাবনী আইডিয়া; ৪. মিডিয়া ও জনসংযোগ; ৫. পরিকল্পনা ও বাস্তবায়ন; ৬. ডিজিটাল প্রচারণা; ৭. ভবিষ্যৎ পরিকল্পনা ও বিশ্লেষণ।
জাতীয় পর্যায়ে কুবির মুখ
ইএলডিসি দেশের ৮৫টির বেশি ক্লাব ও সংগঠনের সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলেছে। শুধু গত ১০ মাসেই হয়েছে ৪১টি জাতীয় পার্টনারশিপ। ক্লাবটির সাধারণ সম্পাদক কাজী যুহায়ের আনান লাজিম বলেন, ‘এই অর্জন কেবল ইএলডিসির নয়, এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে একটি যুগান্তকারী উত্থান।’
বছরজুড়ে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, জব ফেয়ার, ক্যাম্পাস-টু-করপোরেট কানেকশন, বৃহৎ উদ্যোক্তা মেলা এবং জাতীয় নেতৃত্ব প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা জানান যুহায়ের আনান লাজিম।
দেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস- ২০২৫’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গত ৫ আগস্ট ঢাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়
৩ ঘণ্টা আগেপ্রেসিডেন্সি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ তাদের বাংলাদেশ স্টাডিজ কোর্সের শিক্ষার্থীদের জন্য গত ৪ আগস্ট একটি শিক্ষা সফরের আয়োজন করে। এই শিক্ষা সফরে তারা বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলা একাডেমিসহ অন্যান্য বেশ কিছু
৩ ঘণ্টা আগেডিজিটাল যুগে ঘরে বসে লেখালেখির মাধ্যমে আয় করা এখন আর স্বপ্ন নয়—বাস্তব। বরং এটি হয়ে উঠেছে একটি প্রতিষ্ঠিত ও সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ার পথ। আপনি যদি বাংলা বা ইংরেজি ভাষায় সৃজনশীল কিংবা তথ্যভিত্তিক লেখালেখিতে দক্ষ হন, তাহলে আপনার জন্য রয়েছে একাধিক অনলাইন প্ল্যাটফর্ম।
১৭ ঘণ্টা আগেথাইল্যান্ডে চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় বৃত্তি ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
১৮ ঘণ্টা আগে