নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এ সময় ঢাবি ক্যাম্পাস এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে। এ জন্য ঢাবি এলাকায় আটটি প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে।
ডাকসু নির্বাচন চলাকালে ঢাবি এলাকায় যেসব গাড়ি প্রবেশ করতে পারবে, সেগুলো হলো—শিক্ষার্থীদের বহনকারী বাস, শিক্ষকদের গাড়ি, গণমাধ্যমকর্মীদের গাড়ি, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবাকাজে নিয়োজিত পরিবহন।
আজ মঙ্গলবার দুপুরে শাহবাগ মোড়ে ঢাবি ক্যাম্পাসের প্রবেশমুখে এমন চিত্র দেখা গেছে।
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাবি ক্যাম্পাসের প্রবেশমুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা জোরদার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও ঢাবির রোভার স্কাউট, বিএনসিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্সের সদস্যরা দায়িত্ব পালন করছেন। ক্যাম্পাসের আটটি প্রবেশপথ দিয়ে জরুরি মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের বহনকারী বাস, শিক্ষকদের গাড়ি, গণমাধ্যমকর্মীদের গাড়ি, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবাকাজে নিয়োজিত পরিবহন। অ্যাম্বুলেন্স ছাড়া ঢাকা মেডিকেলমুখী যেসব রোগী এসেছে, তাদের মধ্যে অনেকে ক্যাম্পাসের ভেতর দিয়ে পায়ে হেঁটে এবং অনেকে ক্যাম্পাসের বাইরের এলাকা দিয়ে রিকশায় করে মেডিকেলে যাচ্ছে।
শাহবাগে বেলা ১১টার পর থেকে দেখা গেছে, শাহবাগ থানার সামনে যে চেকপোস্ট রয়েছে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বেশ সরব। অনুমোদিত ও জরুরি পরিবহন ছাড়াও ঢাবির যেসব শিক্ষার্থীর কাছে আইডি কার্ড রয়েছে, তাঁদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
শাহবাগে দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, অনুমোদিত গাড়ি ছাড়াও অ্যাম্বুলেন্স ও জরুরি সেবায় নিয়োজিত পরিবহনগুলো ঢুকতে দেওয়া হচ্ছে। আর যেসব শিক্ষার্থীর আইডি কার্ড রয়েছে তাঁদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
এর আগে গতকাল সোমবার বিকেলে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনের নিরাপত্তায় ২ হাজার ৯৬ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তাঁদের সঙ্গে থাকছে ডগ স্কোয়াড, সোয়াট টিম, বিশেষায়িত টিম ও সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিরাপত্তাব্যবস্থা চালু থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এ সময় ঢাবি ক্যাম্পাস এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে। এ জন্য ঢাবি এলাকায় আটটি প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে।
ডাকসু নির্বাচন চলাকালে ঢাবি এলাকায় যেসব গাড়ি প্রবেশ করতে পারবে, সেগুলো হলো—শিক্ষার্থীদের বহনকারী বাস, শিক্ষকদের গাড়ি, গণমাধ্যমকর্মীদের গাড়ি, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবাকাজে নিয়োজিত পরিবহন।
আজ মঙ্গলবার দুপুরে শাহবাগ মোড়ে ঢাবি ক্যাম্পাসের প্রবেশমুখে এমন চিত্র দেখা গেছে।
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাবি ক্যাম্পাসের প্রবেশমুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা জোরদার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও ঢাবির রোভার স্কাউট, বিএনসিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্সের সদস্যরা দায়িত্ব পালন করছেন। ক্যাম্পাসের আটটি প্রবেশপথ দিয়ে জরুরি মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের বহনকারী বাস, শিক্ষকদের গাড়ি, গণমাধ্যমকর্মীদের গাড়ি, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবাকাজে নিয়োজিত পরিবহন। অ্যাম্বুলেন্স ছাড়া ঢাকা মেডিকেলমুখী যেসব রোগী এসেছে, তাদের মধ্যে অনেকে ক্যাম্পাসের ভেতর দিয়ে পায়ে হেঁটে এবং অনেকে ক্যাম্পাসের বাইরের এলাকা দিয়ে রিকশায় করে মেডিকেলে যাচ্ছে।
শাহবাগে বেলা ১১টার পর থেকে দেখা গেছে, শাহবাগ থানার সামনে যে চেকপোস্ট রয়েছে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বেশ সরব। অনুমোদিত ও জরুরি পরিবহন ছাড়াও ঢাবির যেসব শিক্ষার্থীর কাছে আইডি কার্ড রয়েছে, তাঁদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
শাহবাগে দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, অনুমোদিত গাড়ি ছাড়াও অ্যাম্বুলেন্স ও জরুরি সেবায় নিয়োজিত পরিবহনগুলো ঢুকতে দেওয়া হচ্ছে। আর যেসব শিক্ষার্থীর আইডি কার্ড রয়েছে তাঁদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
এর আগে গতকাল সোমবার বিকেলে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনের নিরাপত্তায় ২ হাজার ৯৬ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তাঁদের সঙ্গে থাকছে ডগ স্কোয়াড, সোয়াট টিম, বিশেষায়িত টিম ও সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিরাপত্তাব্যবস্থা চালু থাকবে।
ডাকসু নির্বাচনে সচেতন শিক্ষার্থী প্যানেল মনোনীত বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী জুয়াইরিয়া আক্তার তামান্নার স্বামী ও প্রার্থীর প্রতিনিধি দেওয়ান মুহাম্মাদ তাজিমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার দিবাগত রাতে প্রেস বিবৃবিতে সংগঠনটি এই নিন্দা জানায়।
৪ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা চলছে। বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্র থেকে প্রত্যেক হল সংসদের ফলাফল...
২৩ মিনিট আগেছাত্র অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা অভিযোগ করে বলেছেন, নিয়ম ছিল প্রার্থীরা যেতে পারবে, তারা (বিএনপি ও শিবিরের প্রার্থী) গিয়েছে, কিন্তু আমাদের যেতে দেওয়া হয়নি। কেন আমাদের যেতে দেওয়া হলো না? কারণ, এই নির্বাচনে বিএনপিপন্থী ও জামায়াতপন্থী শিক্ষকদের অনেকে...
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের আইন ভাঙার অভিযোগ তুলেছেন প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি। তিনি বলেছেন, ‘এমন ঘটনাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না।’
১ ঘণ্টা আগে