নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের অপসারিত সদস্যদের পুনর্বহাল ও উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের অপসারণ ও বিচার দাবি করেছেন একদল শিক্ষার্থী ও অভিভাবক।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং অভিভাবকদের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, অবৈধভাবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামকে অবিলম্বনে অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিয়ম বহিভূতভাবে যে ট্রাস্টিদের অপসারণ করা হয়েছিল তাঁদের বোর্ডে ফিরিয়ে আনত হবে।
একই দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সোচ্চার হয়েছেন শিক্ষার্থীরা। এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, সৎ ব্যক্তিদের ট্রাস্টি বোর্ডে নিয়োগ দিতে হবে। একই সঙ্গে দুর্নীতিবাজ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামকে অপসারণ করে শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগ দিতে হবে।
খোঁজ নিয়ে জানা যায়, অধ্যাপক আতিকুল ইসলাম প্রথম মেয়াদে ২০১৬ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তাঁকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হয়। আর গত ৩ মার্চ তিনি তৃতীয় মেয়াদে নিয়োগ পান।
২০২২ সালের ১৬ আগস্ট নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ ভেঙে দিয়ে ১২ সদস্যের নতুন বোর্ড পুনর্গঠন করে সরকার। পুরোনো ট্রাস্টি বোর্ডের সাতজনকে নতুন বোর্ডে রাখা হয়নি। পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডে বাদ পড়েছিলেন বিদায়ী বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ এবং সদস্য বেনজির আহমেদ, আজিজ আল কায়সার, এম এ কাশেম, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান ও নুরুল এইচ খান।
বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের অপসারিত সদস্যদের পুনর্বহাল ও উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের অপসারণ ও বিচার দাবি করেছেন একদল শিক্ষার্থী ও অভিভাবক।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং অভিভাবকদের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, অবৈধভাবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামকে অবিলম্বনে অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিয়ম বহিভূতভাবে যে ট্রাস্টিদের অপসারণ করা হয়েছিল তাঁদের বোর্ডে ফিরিয়ে আনত হবে।
একই দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সোচ্চার হয়েছেন শিক্ষার্থীরা। এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, সৎ ব্যক্তিদের ট্রাস্টি বোর্ডে নিয়োগ দিতে হবে। একই সঙ্গে দুর্নীতিবাজ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামকে অপসারণ করে শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগ দিতে হবে।
খোঁজ নিয়ে জানা যায়, অধ্যাপক আতিকুল ইসলাম প্রথম মেয়াদে ২০১৬ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তাঁকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হয়। আর গত ৩ মার্চ তিনি তৃতীয় মেয়াদে নিয়োগ পান।
২০২২ সালের ১৬ আগস্ট নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ ভেঙে দিয়ে ১২ সদস্যের নতুন বোর্ড পুনর্গঠন করে সরকার। পুরোনো ট্রাস্টি বোর্ডের সাতজনকে নতুন বোর্ডে রাখা হয়নি। পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডে বাদ পড়েছিলেন বিদায়ী বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ এবং সদস্য বেনজির আহমেদ, আজিজ আল কায়সার, এম এ কাশেম, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান ও নুরুল এইচ খান।
এসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
১ দিন আগেপ্রতিদিনই আমাদের জীবনে ইতিবাচক -নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা প্রায়ই নেতিবাচক ঘটনাগুলোতেই বেশি মনোযোগ দিই। ভালো যে অনেক কিছুই ঘটছে, তা হয়তো টেরই পাই না। দিন শেষে আমরা ক্লান্ত, অভিযোগে ভরা, হতাশ। অথচ এ মানসিকতার বদল আনতে পারে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস...
১ দিন আগেইতালিতে ইউনিভার্সিটি অব মিলান ডিএসইউ স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
১ দিন আগেলক্ষ্মীপুর জেলার পশ্চিম শেখপুরা গ্রাম থেকে উঠে এসে হলি ক্রস কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টনে পাবলিক পলিসিতে পিএইচডি গবেষণার যাত্রা। বর্তমানে ম্যাসাচুসেটস স্টেট হাউসের ব্যস্ত করিডরে লেজিসলেটিভ ইন্টার্ন হিসেবে কাজ...
১ দিন আগে