পড়ালেখার পাশাপাশি সৃজনশীল কাজ করা সহজ নয়। বই লেখার কথা বললে তো আরও কঠিন। তবে সেই কঠিন কাজ করে দেখিয়েছেন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে তাঁদের স্বরচিত বই প্রকাশিত হয়েছে। এমনই কয়েকজন তরুণ লেখকের গল্প জানাচ্ছেন সিফাত রাব্বানী।
সিফাত রাব্বানী
ভবের হাট, (জায়েদ মালিক)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জায়েদ মালিক এবারের বইমেলায় এনেছেন ক্রাইম থ্রিলার ‘ভবের হাট’। বইটি প্রকাশ করেছে বাতিঘর প্রকাশনী। বইটির গল্পে উঠে এসেছে এক সংগঠনের রহস্য, যা ডক্টর মিহিরের জীবনকে দুর্বিষহ করে তোলে। আত্মহত্যাবিরোধী ক্যাম্পেইনের জন্য জনপ্রিয় ডক্টর নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হন। বই প্রসঙ্গে জায়েদ মালিক বলেন, ‘২০২০ সালে শখের বশে থ্রিলার লেখা শুরু করি। পরে বুঝতে পারি, সমাজের অপরাধ তুলে ধরার শক্তিশালী মাধ্যম হতে পারে এই ঘরানার লেখা।’
অন্ধকারের গোলকধাঁধায়, (রফিকুজ্জামান আকিব (শুভ্র))
খুলনা জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী রফিকুজ্জামান আকিব (শুভ্র) ছোটবেলা থেকে বইপোকা। তার কিশোর থ্রিলার ‘অন্ধকারের গোলকধাঁধায়’ প্রকাশ করেছে অন্যপ্রকাশ। বইয়ের একটি লাইন, ‘এক কণা বালির মাঝেও রহস্য লুকিয়ে থাকে! সেখানে মানুষের মধ্যে রহস্য থাকা আর বিচিত্র কি?’
আকিব বলেন, ‘করোনার সময় লেখালেখির প্রতি আগ্রহ জন্মায়। ধীরে ধীরে গল্প এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত বই প্রকাশের স্বপ্ন পূরণ হয়।’
শেষ জ্যোৎস্না, (রোকনুজ্জামান রিপন)
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের ছাত্র রোকনুজ্জামান রিপন তাঁর সায়েন্স ফিকশন এবং ক্রাইম থ্রিলার ‘শেষ জ্যোৎস্না’ প্রকাশ করেছেন। রোমান্সপ্রেমীদের জন্যও বইটিতে আকর্ষণ রয়েছে। রিপন আরও বলেন, ‘আমার দুজন ছাত্রী আছে—অধরা আর অহনা। ওদের দিয়ে আমার গল্প পড়াতাম। ওরা আমায় বলে, কেন গল্পগুলো অসমাপ্ত রেখে দিই? তাদের অনুপ্রেরণায় বইটি শেষ করলাম।’
আদি কাব্যে প্রেম, রাজনীতি ও অনুধাবন, (নীলিমা রাশেদ)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নীলিমা রাশেদ লিখেছেন কাব্যগ্রন্থ ‘আদি কাব্যে প্রেম, রাজনীতি ও অনুধাবন’। বইটি প্রকাশ করেছে রয়েল পাবলিকেশন। প্রেম, বিরহ ও অনুভূতির গল্প নিয়ে লেখা এই কাব্যগ্রন্থকে তিনি ছোট্ট জীবনযাত্রার প্রতিচ্ছবি হিসেবে দেখেন। নীলিমা বলেন, ‘আমি মূলত নিজের অনুভূতি থেকেই লিখি। বই প্রকাশের স্বপ্নপূরণে পরিবার ও বন্ধুদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
সুলতানা বিবির মাজার, (মশিউর আলম অন্তু)
ঢাকা কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মশিউর আলম অন্তু লিখেছেন কাব্যগ্রন্থ ‘সুলতানা বিবির মাজার’। বইটি প্রকাশ করেছে সূচনা প্রকাশনী। বইটিতে প্রেম, বিরহ, স্বপ্ন, সংগ্রাম আর শৈশব-কৈশোরের নানা অনুভূতির বিষয় প্রকাশ পেয়েছে।
মশিউর আলম অন্তু বলেন, ‘আমি গানপাখি ব্যান্ডের ভোকাল ছিলাম। গান লেখার একপর্যায়ে কবিতা লেখা শুরু করে দিই। লেখকদের লেখা যুগ যুগ ধরে টিকে থাকে—এই ভাবনাটাই আমার বই প্রকাশের মূল অনুপ্রেরণা দিয়েছে।’
ভবের হাট, (জায়েদ মালিক)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জায়েদ মালিক এবারের বইমেলায় এনেছেন ক্রাইম থ্রিলার ‘ভবের হাট’। বইটি প্রকাশ করেছে বাতিঘর প্রকাশনী। বইটির গল্পে উঠে এসেছে এক সংগঠনের রহস্য, যা ডক্টর মিহিরের জীবনকে দুর্বিষহ করে তোলে। আত্মহত্যাবিরোধী ক্যাম্পেইনের জন্য জনপ্রিয় ডক্টর নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হন। বই প্রসঙ্গে জায়েদ মালিক বলেন, ‘২০২০ সালে শখের বশে থ্রিলার লেখা শুরু করি। পরে বুঝতে পারি, সমাজের অপরাধ তুলে ধরার শক্তিশালী মাধ্যম হতে পারে এই ঘরানার লেখা।’
অন্ধকারের গোলকধাঁধায়, (রফিকুজ্জামান আকিব (শুভ্র))
খুলনা জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী রফিকুজ্জামান আকিব (শুভ্র) ছোটবেলা থেকে বইপোকা। তার কিশোর থ্রিলার ‘অন্ধকারের গোলকধাঁধায়’ প্রকাশ করেছে অন্যপ্রকাশ। বইয়ের একটি লাইন, ‘এক কণা বালির মাঝেও রহস্য লুকিয়ে থাকে! সেখানে মানুষের মধ্যে রহস্য থাকা আর বিচিত্র কি?’
আকিব বলেন, ‘করোনার সময় লেখালেখির প্রতি আগ্রহ জন্মায়। ধীরে ধীরে গল্প এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত বই প্রকাশের স্বপ্ন পূরণ হয়।’
শেষ জ্যোৎস্না, (রোকনুজ্জামান রিপন)
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের ছাত্র রোকনুজ্জামান রিপন তাঁর সায়েন্স ফিকশন এবং ক্রাইম থ্রিলার ‘শেষ জ্যোৎস্না’ প্রকাশ করেছেন। রোমান্সপ্রেমীদের জন্যও বইটিতে আকর্ষণ রয়েছে। রিপন আরও বলেন, ‘আমার দুজন ছাত্রী আছে—অধরা আর অহনা। ওদের দিয়ে আমার গল্প পড়াতাম। ওরা আমায় বলে, কেন গল্পগুলো অসমাপ্ত রেখে দিই? তাদের অনুপ্রেরণায় বইটি শেষ করলাম।’
আদি কাব্যে প্রেম, রাজনীতি ও অনুধাবন, (নীলিমা রাশেদ)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নীলিমা রাশেদ লিখেছেন কাব্যগ্রন্থ ‘আদি কাব্যে প্রেম, রাজনীতি ও অনুধাবন’। বইটি প্রকাশ করেছে রয়েল পাবলিকেশন। প্রেম, বিরহ ও অনুভূতির গল্প নিয়ে লেখা এই কাব্যগ্রন্থকে তিনি ছোট্ট জীবনযাত্রার প্রতিচ্ছবি হিসেবে দেখেন। নীলিমা বলেন, ‘আমি মূলত নিজের অনুভূতি থেকেই লিখি। বই প্রকাশের স্বপ্নপূরণে পরিবার ও বন্ধুদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
সুলতানা বিবির মাজার, (মশিউর আলম অন্তু)
ঢাকা কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মশিউর আলম অন্তু লিখেছেন কাব্যগ্রন্থ ‘সুলতানা বিবির মাজার’। বইটি প্রকাশ করেছে সূচনা প্রকাশনী। বইটিতে প্রেম, বিরহ, স্বপ্ন, সংগ্রাম আর শৈশব-কৈশোরের নানা অনুভূতির বিষয় প্রকাশ পেয়েছে।
মশিউর আলম অন্তু বলেন, ‘আমি গানপাখি ব্যান্ডের ভোকাল ছিলাম। গান লেখার একপর্যায়ে কবিতা লেখা শুরু করে দিই। লেখকদের লেখা যুগ যুগ ধরে টিকে থাকে—এই ভাবনাটাই আমার বই প্রকাশের মূল অনুপ্রেরণা দিয়েছে।’
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে নতুন শিক্ষাক্রম বিস্তরণ (ডেসিমিনেশন অব নিউ কারিকুলাম) স্কিম নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন স্থগিত করে অন্তর্বর্তী সরকার। পরে এই স্কিম সংশোধন করে মাউশি বাস্তবায়নের উদ্যোগ নিলেও বাস্তবে
২ ঘণ্টা আগেএসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
২ দিন আগেপ্রতিদিনই আমাদের জীবনে ইতিবাচক -নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা প্রায়ই নেতিবাচক ঘটনাগুলোতেই বেশি মনোযোগ দিই। ভালো যে অনেক কিছুই ঘটছে, তা হয়তো টেরই পাই না। দিন শেষে আমরা ক্লান্ত, অভিযোগে ভরা, হতাশ। অথচ এ মানসিকতার বদল আনতে পারে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস...
২ দিন আগেইতালিতে ইউনিভার্সিটি অব মিলান ডিএসইউ স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
২ দিন আগে