‘পুরানো সেই দিনের কথা/ভুলবি কি রে হায়/ও সে চোখের দেখা/প্রাণের কথা-সে কি ভোলা যায়?’ রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান সাবেক শিক্ষার্থীদের কণ্ঠে মুখরিত ছিল ঢাকার দক্ষিণ পূর্বাচলে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজের পুনর্মিলনী অনুষ্ঠান। গতকাল শুক্রবার ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের মধ্যে হাসি, আনন্দ, স্মৃতিচারণ, আড্ডা ও কোলাহলে মুখর হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পুরোনো বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগ-আপ্লুত হন। চলে পরস্পরের কুশল বিনিময়।
‘টাইম মার্চেস অন বাট মেমোরিজ স্টে’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে গতকাল সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে কেক কেটে পুনর্মিলনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল অতিথিদের আলোচনা ও সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ। দ্বিতীয় পর্বে ছিল ফটোসেশন, স্পোর্টস, র্যাফেল ড্রসহ বিভিন্ন জমকালো আয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের রেজিস্ট্রার-ব্রিগেডিয়ার জেনারেল মো. জামাল হোসেন ও কোষাধ্যক্ষ মো. হাসান কাওসার। অতিথি ছিলেন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এএমএম হামিদুর রহমান ও তৌহিদা ইয়াসমিন হুমায়রা। বিভাগের উপদেষ্টা সাইদুর রহমানের স্বাগত বক্তব্য দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে তিনি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তুলে ধরেন। সাবেকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন মোকাম্মল হোসেন নবীন।
দিনব্যাপী আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের পাশাপাশি অনুষ্ঠানের সমাপনী পর্বে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে মঞ্চ মাতিয়ে তোলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নয়ন সাঈদ জীবন ও তাঁর ব্যান্ড রোমিও ব্রাদার্স। এ ছাড়া র্যাফেল ড্র, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন জমকালো আয়োজন ও প্রায় ২০০ শিক্ষার্থীর সমাগমে পুনর্মিলনী আয়োজন হয়ে উঠেছিল প্রাণবন্ত।
ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজের বিভাগীয় প্রধান সাদাত হাসানের কৃতজ্ঞতা জ্ঞাপনসূচক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘোষিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোকাম্মেল হোসেন নবীন।
‘পুরানো সেই দিনের কথা/ভুলবি কি রে হায়/ও সে চোখের দেখা/প্রাণের কথা-সে কি ভোলা যায়?’ রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান সাবেক শিক্ষার্থীদের কণ্ঠে মুখরিত ছিল ঢাকার দক্ষিণ পূর্বাচলে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজের পুনর্মিলনী অনুষ্ঠান। গতকাল শুক্রবার ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের মধ্যে হাসি, আনন্দ, স্মৃতিচারণ, আড্ডা ও কোলাহলে মুখর হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পুরোনো বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগ-আপ্লুত হন। চলে পরস্পরের কুশল বিনিময়।
‘টাইম মার্চেস অন বাট মেমোরিজ স্টে’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে গতকাল সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে কেক কেটে পুনর্মিলনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল অতিথিদের আলোচনা ও সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ। দ্বিতীয় পর্বে ছিল ফটোসেশন, স্পোর্টস, র্যাফেল ড্রসহ বিভিন্ন জমকালো আয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের রেজিস্ট্রার-ব্রিগেডিয়ার জেনারেল মো. জামাল হোসেন ও কোষাধ্যক্ষ মো. হাসান কাওসার। অতিথি ছিলেন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এএমএম হামিদুর রহমান ও তৌহিদা ইয়াসমিন হুমায়রা। বিভাগের উপদেষ্টা সাইদুর রহমানের স্বাগত বক্তব্য দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে তিনি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তুলে ধরেন। সাবেকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন মোকাম্মল হোসেন নবীন।
দিনব্যাপী আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের পাশাপাশি অনুষ্ঠানের সমাপনী পর্বে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে মঞ্চ মাতিয়ে তোলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নয়ন সাঈদ জীবন ও তাঁর ব্যান্ড রোমিও ব্রাদার্স। এ ছাড়া র্যাফেল ড্র, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন জমকালো আয়োজন ও প্রায় ২০০ শিক্ষার্থীর সমাগমে পুনর্মিলনী আয়োজন হয়ে উঠেছিল প্রাণবন্ত।
ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজের বিভাগীয় প্রধান সাদাত হাসানের কৃতজ্ঞতা জ্ঞাপনসূচক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘোষিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোকাম্মেল হোসেন নবীন।
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে নতুন শিক্ষাক্রম বিস্তরণ (ডেসিমিনেশন অব নিউ কারিকুলাম) স্কিম নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন স্থগিত করে অন্তর্বর্তী সরকার। পরে এই স্কিম সংশোধন করে মাউশি বাস্তবায়নের উদ্যোগ নিলেও বাস্তবে
২ ঘণ্টা আগেএসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
২ দিন আগেপ্রতিদিনই আমাদের জীবনে ইতিবাচক -নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা প্রায়ই নেতিবাচক ঘটনাগুলোতেই বেশি মনোযোগ দিই। ভালো যে অনেক কিছুই ঘটছে, তা হয়তো টেরই পাই না। দিন শেষে আমরা ক্লান্ত, অভিযোগে ভরা, হতাশ। অথচ এ মানসিকতার বদল আনতে পারে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস...
২ দিন আগেইতালিতে ইউনিভার্সিটি অব মিলান ডিএসইউ স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
২ দিন আগে