নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন আগামী ৯ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম উদ্দিন।
তফসিল অনুযায়ী, সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনের দিনই ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে আগামী ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে। এরপর ১১ আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। মনোনয়নপত্র বিতরণ চলবে ১২ থেকে ১৮ আগস্ট, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়ন জমার শেষ তারিখ ১৯ আগস্ট। প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট।
ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরেও মোট ৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো—
১. কার্জন হল—ভোট দেবেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা।
২. শারীরিক শিক্ষা কেন্দ্র—ভোট দেবেন জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা।
৩. টিএসসি—ভোট দেবেন রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব—ভোট দেবেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা।
৫. সিনেট ভবন—ভোট দেবেন স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা।
৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র—ভোট দেবেন সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন আগামী ৯ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম উদ্দিন।
তফসিল অনুযায়ী, সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনের দিনই ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে আগামী ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে। এরপর ১১ আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। মনোনয়নপত্র বিতরণ চলবে ১২ থেকে ১৮ আগস্ট, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়ন জমার শেষ তারিখ ১৯ আগস্ট। প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট।
ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরেও মোট ৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো—
১. কার্জন হল—ভোট দেবেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা।
২. শারীরিক শিক্ষা কেন্দ্র—ভোট দেবেন জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা।
৩. টিএসসি—ভোট দেবেন রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব—ভোট দেবেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা।
৫. সিনেট ভবন—ভোট দেবেন স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা।
৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র—ভোট দেবেন সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা।
বিশ্বমঞ্চে উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে বাংলাদেশের মেধাবী কিশোরেরা। এর অনন্য এক উদাহরণ হিসেবে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) অংশ নিয়ে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ দল। ব্রোঞ্জজয়ী তিন শিক্ষার্থী হলো—সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের আরিজ আনাস, মাস্টারম
১ দিন আগেবিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৫ সালে বড় সাফল্য পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মার্স রোভার টিম’। গত ২৩-২৭ জুলাই তুরস্কের আনাতোলিয়ায় এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
১ দিন আগেপথের দুই ধারে দাঁড়িয়ে থাকা প্রাচীন দালানগুলো যেন সেদিন হঠাৎ প্রাণ ফিরে পেয়েছিল। ধুলো মাখা জানালা, খসে পড়া দেয়াল, পোড়া ইটের গায়ে তুলির আঁচড় পড়ে ছিল। অতীতের গল্প যেন ফিরে এসেছে রঙে, রেখায়, অনুভবে। বলছি ঐতিহাসিক পানাম নগরের কথা।
১ দিন আগেন্যাশনাল তাইওয়ান বিশ্ববিদ্যালয় বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে
১ দিন আগে