নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন আগামী ৯ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম উদ্দিন।
তফসিল অনুযায়ী, সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনের দিনই ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে আগামী ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে। এরপর ১১ আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। মনোনয়নপত্র বিতরণ চলবে ১২ থেকে ১৮ আগস্ট, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়ন জমার শেষ তারিখ ১৯ আগস্ট। প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট।
ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরেও মোট ৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো—
১. কার্জন হল—ভোট দেবেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা।
২. শারীরিক শিক্ষা কেন্দ্র—ভোট দেবেন জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা।
৩. টিএসসি—ভোট দেবেন রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব—ভোট দেবেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা।
৫. সিনেট ভবন—ভোট দেবেন স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা।
৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র—ভোট দেবেন সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন আগামী ৯ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম উদ্দিন।
তফসিল অনুযায়ী, সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনের দিনই ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে আগামী ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে। এরপর ১১ আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। মনোনয়নপত্র বিতরণ চলবে ১২ থেকে ১৮ আগস্ট, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়ন জমার শেষ তারিখ ১৯ আগস্ট। প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট।
ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরেও মোট ৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো—
১. কার্জন হল—ভোট দেবেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা।
২. শারীরিক শিক্ষা কেন্দ্র—ভোট দেবেন জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা।
৩. টিএসসি—ভোট দেবেন রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব—ভোট দেবেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা।
৫. সিনেট ভবন—ভোট দেবেন স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা।
৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র—ভোট দেবেন সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা।
তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, জয়-পরাজয় যাই হোক না কেন, তাদের অধিকার ও স্বার্থরক্ষায় লড়াই অব্যাহত রাখব। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে অনিয়ম শিক্ষার্থীদের প্রত্যাশিত ভোটাধিকারকে ব্যাহত করেছে। তবু আমরা আন্দোলন-সংগ্রামের পথেই আছি।’
২ ঘণ্টা আগেশিক্ষার্থীদের অংশগ্রহণে ইতিমধ্যেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ভোটাধিকার প্রয়োগ করতে পারায় তারা উচ্ছ্বসিত। এবারের নির্বাচনে ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন।
৫ ঘণ্টা আগেভর্তি পরীক্ষা যেকোনো শিক্ষার্থীর জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শুধু পড়াশোনার দক্ষতার ভিত্তিতে নয়, ধৈর্য, মনোবল এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্য অর্জন করতে পারে।
৯ ঘণ্টা আগেপ্রায় ১১৪ কোটি টাকা ব্যয়ের একটি স্কিমে প্রশিক্ষণেই খরচ ধরা হয়েছে ৫৬ কোটি টাকার বেশি। অর্থাৎ স্কিমে মোট ব্যয়ের অর্ধেকই খরচ হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরকে (ডিআইএ) ডিজিটালাইজড করার অংশ হিসেবে এই স্কিমের প্রস্তাব করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে