চবি সংবাদদাতা
অর্থ মন্ত্রণালয়ের জারি করা সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে সোমবার (১ জুলাই) থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
রোববার (৩০ জুন) পূর্বনির্ধারিত নির্দেশনা অনুযায়ী পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এ সময় প্রতিটি বিভাগেই পরীক্ষা ছাড়া সব রকম ক্লাস নেওয়া থেকে বিরত থাকতে দেখা যায় শিক্ষকদের। সেই সঙ্গে সোমবার থেকে সব ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
‘বৈষম্যমূলক’ প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে ক্লাস, পরীক্ষা, দাপ্তরিক কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ বলেন, ‘শিক্ষকেরা যদি সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করেন, তাহলে কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা হওয়া সম্ভব নয়। তবে বিশ্ববিদ্যালয় থেকে অফিশিয়ালি ক্লাস-পরীক্ষা বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’
এদিকে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কর্মবিরতি পালন করেন। এ সময় বক্তারা প্রত্যয় স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়কে বাদ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, বৈষম্যমূলক এ স্কিমের কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে যে অস্থিরতা তৈরি হচ্ছে, তা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি।
আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে আগামী ১, ২ ও ৩ জুলাই পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেন অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ।
অন্যদিকে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রণীতব্য অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করতে দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতিকেও।
উল্লেখ্য, গত ২০ মে সর্বজনীন পেনশন স্কিম-সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহার এবং আগের পেনশন স্কিম চালু রাখার দাবিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
এরই ধারাবাহিকতায় ২৬ জুন বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে একযোগে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এরপর ২৮ মে দুই ঘণ্টা এবং ২৫-২৭ জুন তিন দিন সারা দেশে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের জারি করা সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে সোমবার (১ জুলাই) থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
রোববার (৩০ জুন) পূর্বনির্ধারিত নির্দেশনা অনুযায়ী পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এ সময় প্রতিটি বিভাগেই পরীক্ষা ছাড়া সব রকম ক্লাস নেওয়া থেকে বিরত থাকতে দেখা যায় শিক্ষকদের। সেই সঙ্গে সোমবার থেকে সব ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
‘বৈষম্যমূলক’ প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে ক্লাস, পরীক্ষা, দাপ্তরিক কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ বলেন, ‘শিক্ষকেরা যদি সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করেন, তাহলে কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা হওয়া সম্ভব নয়। তবে বিশ্ববিদ্যালয় থেকে অফিশিয়ালি ক্লাস-পরীক্ষা বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’
এদিকে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কর্মবিরতি পালন করেন। এ সময় বক্তারা প্রত্যয় স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়কে বাদ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, বৈষম্যমূলক এ স্কিমের কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে যে অস্থিরতা তৈরি হচ্ছে, তা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি।
আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে আগামী ১, ২ ও ৩ জুলাই পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেন অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ।
অন্যদিকে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রণীতব্য অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করতে দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতিকেও।
উল্লেখ্য, গত ২০ মে সর্বজনীন পেনশন স্কিম-সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহার এবং আগের পেনশন স্কিম চালু রাখার দাবিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
এরই ধারাবাহিকতায় ২৬ জুন বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে একযোগে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এরপর ২৮ মে দুই ঘণ্টা এবং ২৫-২৭ জুন তিন দিন সারা দেশে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক পর্যায়ের বেসরকারি কলেজগুলোর গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হতে সংশ্লিষ্ট ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক। তবে চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও আইনজীবীদের জন্য তা শিথিল করা হয়েছে। ফলে এমবিবিএস চিকিৎসক, বিএসসি ইঞ্জিনিয়ার ও আইনজীবীরা
৭ ঘণ্টা আগেথাইল্যান্ডে চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১৮ ঘণ্টা আগেবর্তমান যুগ প্রযুক্তি ও জ্ঞানের যুগ। একাডেমিক ডিগ্রি যতটা গুরুত্বপূর্ণ, বাস্তব জীবনে টিকে থাকতে ততটাই প্রয়োজন বাস্তবভিত্তিক দক্ষতা। বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন এখন সময়ের চাহিদা। এ পরিস্থিতিতে চাকরির বাজারে প্রতিযোগিতা যেমন বাড়ছে, তেমনি উদ্যোক্তা হওয়ার সুযোগও তৈরি হচ্ছে।
১৮ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা অর্জনের জায়গা নয়, এটি জীবনের বৃহত্তর পাঠশালা। পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি এখানে শেখার আছে নেতৃত্বের দক্ষতা, আত্ম-উন্নয়নের কৌশল এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি।
৩ দিন আগে