Ajker Patrika

বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যকেন্দ্র চাই

ফাইজা তাসনিম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ১২
বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যকেন্দ্র চাই

বিশ্ববিদ্যালয় বরাবরই শিক্ষার্থীদের কাছে একটি স্বপ্নের জায়গা। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। এর একটি কারণ হতে পারে, কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের চেয়ে সংখ্যা বাড়ানোতে বেশি মনোযোগী।

বিশ্ববিদ্যালয় হওয়া চাই প্রথমত গবেষণার আঁতুড়ঘর। দ্বিতীয়ত, মুক্ত জ্ঞানচর্চার জায়গা। বিশ্ববিদ্যালয় অন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ব্যতিক্রম।

কারণ, এখানে গবেষণা হয়, নতুন জ্ঞান তৈরি হয়। গৎবাঁধা মুখস্থবিদ্যা এখানে চলে না। এমন বিশ্ববিদ্যালয় চাই, যেখানে শুধু পড়াশোনা নয়, যেখানে জীবনে টিকে থাকতে যা যা শেখা প্রয়োজন, তার সবকিছু শেখানো হবে। যেখানে রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষার্থীবান্ধব পরিবেশ থাকবে। সর্বোপরি শিক্ষার্থীরা থাকবেন নিরাপদ। এমন বিশ্ববিদ্যালয় চাই, যেখানে শিক্ষার্থীরা তাঁদের সব প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।

মৌলিক প্রয়োজনগুলো, যেমন পর্যাপ্ত শিক্ষক, মানসম্মত আবাসন, খাবার, নিত্যপ্রয়োজনীয় শিক্ষা উপকরণ—এসবের সংকট থাকবে না।

তা ছাড়া আরেকটি বিষয় না বললেই নয়, তা হলো মানসিক স্বাস্থ্যকেন্দ্র রাখা। যেখানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে নিয়মিত। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত থাকেন। আর আমাদের দেশে শিক্ষার্থীদের আত্মহত্যার হারও কম নয়। তাই এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া জরুরি।

ফাইজা তাসনিম,শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

প্রায় ৭ লাখ টাকার ধার শোধ না করায় এসপি থেকে অতিরিক্ত এসপি হলেন নিহার রঞ্জন হাওলাদার

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত