Ajker Patrika

ডিপ্লোমা শেষ করা শিক্ষার্থীরা সব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিপ্লোমা শেষ করা শিক্ষার্থীরা সব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী

ডিপ্লোমা শেষ করা শিক্ষার্থীরা এখনো সব বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় গ্রহণের সুযোগ পাচ্ছেন না। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য কিছু আসন রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন নাখোশ ছিলেন এইসব শিক্ষার্থীরা। তবে শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, ডিপ্লোমা শেষে সব বিশ্ববিদ্যালয়ে যেন পড়া যায় সেই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

আজ রোববার রাজধানীর আইডিবি ভবনে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘ডিপ্লোমা প্রকৌশলীদের হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। ডিপ্লোমা শেষে শিক্ষার্থীদের সব পথ যেন খুলে যায় সরকার সেই কাজ করছে। শুধু একটি বিশ্ববিদ্যালয় নয় ডিপ্লোমা শেষে সব বিশ্ববিদ্যালয়ে যেন পড়া যায় সেই ব্যবস্থা করা হবে।’ 

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু কারিগরি শিক্ষা ব্যবস্থার ওপর জোর দিয়েছেন। তিনি চেয়েছেন আমাদের দেশে যেন কলোনিয়াল শিক্ষা ব্যবস্থা না থাকে।’ 

অনুষ্ঠানে আইডিবি সভাপতি একেএমএ হামিদ বলেন, ‘জাতির পিতা শেখ মুজিব চেয়েছিলেন একক সত্তার জাতি প্রতিষ্ঠা করার। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করার প্রয়োজন। যা শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান জাতি গঠন করতে চেয়েছিলেন।’ 

বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংগঠনের সভাপতি মো. খবির হোসেন। ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন প্রমুখ বক্তব্য রাখেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত