Ajker Patrika

সশরীরে পরীক্ষা দিতে পারবেন ইবি শিক্ষার্থীরা 

প্রতিনিধি, ইসলামী বিশ্ববিদ্যালয়
সশরীরে পরীক্ষা দিতে পারবেন ইবি শিক্ষার্থীরা 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আটকে থাকা বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা অগ্রাধিকার ভিত্তিতে বিভাগগুলো সশরীরে নিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমি কাউন্সিলে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যে সকল শিক্ষার্থীরা আবাসিক সুবিধা না নিয়ে পরীক্ষা দিতে ইচ্ছুক বিভাগসমূহ শুধুমাত্র তাঁদের পরীক্ষা গ্রহণ করতে পারবে। 

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন। 

রেজিস্ট্রার বলেন, করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। অনলাইনে শিক্ষা কার্যক্রম চললেও পরীক্ষা স্থগিত ছিল। ছাত্রছাত্রীদের জীবন থেকে অনেকগুলো সময় চলে গেছে। তাই মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিবেচনায় ইবি প্রশাসন সশরীরে পরীক্ষা নেওয়ার অনুমোদন দিয়েছে। 

রেজিস্ট্রার আরও বলেন, আগামী ১২ সেপ্টেম্বরের পর থেকে বিভাগীয় পরীক্ষাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে বিভাগগুলো সশরীরে নিতে পারবে। যেসব বিভাগ প্রস্তুত থাকায় তারা চাইলে ১২ সেপ্টেম্বরের পর থেকে পরীক্ষা শুরু করতে পারবে।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে বিভাগগুলো পরীক্ষা গ্রহণ করতে পারবে। বিভাগুলো পরীক্ষার সকল নিয়ম-বিধি মেনে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের ব্যবস্থা করবে। যেসব বিভাগের টার্মিনাল পরীক্ষাসমূহ শেষ হয়ে গেছে সেসব বিভাগ চাইলে অন্যান্য ব্যাচের পরীক্ষা গ্রহণ করতে পারবে। একই দিনে কোন বিভাগ একটি ব্যাচের বেশি পরীক্ষা গ্রহণ করতে পারবে না।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, অধিকাংশ শিক্ষার্থী যেকোনো উপায়ে পরীক্ষা দিয়ে শিক্ষাজীবনের ইতি টানতে চায়। তাই প্রশাসন অনলাইন ও অফলাইন দুইভাবেই পরীক্ষা নেওয়ার অনুমোদন দিয়েছে। বিভাগ চাইলে যেকোনো উপায়ে পরীক্ষা কার্যক্রম চালাতে পারবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত