Ajker Patrika

১৬ অক্টোবর থেকে চলবে চবির শাটল ট্রেন

চবি প্রতিনিধি
১৬ অক্টোবর থেকে চলবে চবির শাটল ট্রেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘ ৬৭৭ দিন পর আগামী ১৬ অক্টোবর থেকে প্রাথমিকভাবে দুইটি ট্রেন শহর থেকে ক্যাম্পাসে আসা যাওয়া করবে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।

এস এম মনিরুল হাসান বলেন, আমরা রেলওয়েকে চিঠি দিয়েছি। ১৬ অক্টোবর থেকে সীমিত পরিসরে সকালে দুটি ট্রেন চলবে। সকালে বটতলী থেকে ৮টা ও ৮টা ৪৫ মিনিটে দুটি ছাড়বে। দুপুরে দেড়টা ও আড়াইটায় বিশ্ববিদ্যালয় থেকে দুটি ছাড়বে।’

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে গত বছর ১৮ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেনও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত