Ajker Patrika

অনাবাসিক শিক্ষার্থীদের দখলে হলের বিভিন্ন রুম

ইসলামি বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি
অনাবাসিক শিক্ষার্থীদের দখলে হলের বিভিন্ন রুম

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত ৯ অক্টোবর ইসলামি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলেছে। বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক শিক্ষার্থীদের এক ডোজ টিকা গ্রহণ ও বৈধ ছাত্র হওয়ার ভিত্তিতে হলে থাকতে দেওয়া হচ্ছে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হল খোলার প্রথম দিনেই এই নিয়মটা মানা হয়। কিন্তু পরের দিন থেকে ছেলেদের প্রায় প্রতিটি হলেই অনাবাসিক শিক্ষার্থীরা আগেই কক্ষে থাকা শুরু করেছে। ফলে বৈধ আবাসিক শিক্ষার্থীদের আবাসন সংকট দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ছেলেদের প্রতিটি হলে অনাবাসিক শিক্ষার্থীরা অবস্থান করছে। এসব শিক্ষার্থীদের অধিকাংশই ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত। 

এ বিষয়ে হলে থাকা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এর মধ্যেই মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে এমন শিক্ষার্থীরাও হলে থাকা শুরু করেছেন। 

আবাসিক শিক্ষার্থীরা বলেন, 'এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি একটু কঠোর হতো। তাহলে শিক্ষাজীবন শেষ হওয়ার পরও শিক্ষার্থীরা হলে অবস্থান করত না।' 

এ বিষয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌকীর মাহফুজ বলেন, 'বিশ্ববিদ্যালয়ের হলে অবশ্যই সাধারণ ছাত্ররা থাকবে। এ ক্ষেত্রে প্রশাসন সিদ্ধান্ত নেবে, কারা বৈধ ছাত্র হিসেবে হলে থাকবে, আর কারা হলে থাকবে না।' 

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. রেবা মণ্ডল এ বিষয়ে বলেন, 'হলে হাউস টিউটরদের মাধ্যমে বিভিন্ন ফ্লোর নিয়মিত পরিদর্শন করা হবে। বর্তমানে এটি বেশি করা হবে। এই ধারাবাহিকতায় অছাত্রদের হলে না রাখার বিষয়টিও নিশ্চিত করা হবে।'      

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত