মো. আশিকুর রহমান
পৃথিবীতে গত কয়েক দশক ধরে যেভাবে পরিবর্তন সাধিত হয়েছে, তা কল্পনাতীত। আগামী কয়েক দশকেও এমন অভূতপূর্ব পরিবর্তন সাধিত হবে। সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে হলে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ ও জাতীয়ভাবে স্মার্ট বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজেকে প্রস্তুত করতে হবে।
মানসিকতার পরিবর্তন করতে হবে
শিক্ষার্থীদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা বদ্ধমূল হয়ে জমে গেছে। অধিকাংশ শিক্ষার্থীকে অবজেকটিভ হচ্ছে পাস করে একটা চাকরি করতে হবে। তারা কখনো চিন্তা করবে না চাকরি ছাড়াও আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি। যারা পড়াশোনা করছে, সবাই তো চাকরি পাবে না। অনেককেই দেখা যাবে, কদিন আগেও বেকার ছিল, এখন আউটসোর্সিং করে কোটি টাকা কামাচ্ছে, ১০০-২০০ জনকে কর্মসংস্থান দিয়েছে। চাকরিই কেন করতে হবে? আমার স্বপ্নটা বড় থাকা উচিত।
চাকরিপ্রাপ্তিই জীবনের সব নয়
আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী একটা ভুল ধারণা নিয়ে আগাচ্ছে। চাকরি পেতেই হবে। চাকরি পেলে জীবন সফল, চাকরি না পেলে জীবন ব্যর্থ, তাকে দিয়ে কিছুই হবে না—এই ধারণা উল্লেখযোগ্যসংখ্যক অভিভাবকের মধ্যে চেপে বসেছে। সন্তান জিপিএ-৫ পেলে বিশাল সন্তুষ্টি। ৫-এর জায়গায় ৪.৯ পেলে অভিভাবকদের বক্তব্য হচ্ছে, ‘তোকে দিয়ে কিচ্ছু হবে না। তুই তো পাঁচ পাস নাই।’ এভাবে আমাদের কোমলমতি বাচ্চাদের মেন্টালিটি, মোরালিটি, স্বপ্নকে নষ্ট করে দিচ্ছি। আমরা তাকে শিখিয়ে দিলাম, তাকে দিয়ে কিছুই হবে না। বারবার এটা বলতে বলতে বাচ্চারা বিশ্বাস করতে শুরু করবে, তাকে দিয়ে কিছুই হবে না। এভাবে নিজের ছেলেমেয়েদের কনফিডেন্স লেভেলটা আমরা ধ্বংস করে দিচ্ছি। এই কনফিডেন্স লেভেলটা যদি সাসটেইন করতে পারা না যায়, তাহলে আমাদের ছেলেমেয়েরা কিছুই করতে পারবে না। কাজেই কনফিডেন্স বিল্ডআপ করতে হবে।
সার্টিফিকেট-নির্ভর পড়াশোনা নয়
আমাদের ছেলেমেয়েরা মনে করে সার্টিফিকেট থাকলেই চাকরি পাওয়া যাবে। চাকরির জন্য একটা সার্টিফিকেট দরকার, একজন মামা দরকার, আর ঘুষ দেওয়ার জন্য টাকা দরকার। আমাদের ছেলেমেয়েদের এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে। বিল গেটসের সার্টিফিকেট ছিল না, মার্ক জাকারবার্গের সার্টিফিকেট ছিল না, নিউটনের সার্টিফিকেট ছিল না। কাজেই আমাদের ছেলেমেয়েদের বিশ্বাস করতে হবে, সার্টিফিকেট একটা কাগজ ভিন্ন কিছু নয়। সার্টিফিকেট আমাকে একটা রিকগনিশন দিচ্ছে। আমরা বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করি, রিকগনিশন হিসেবে একটা ক্রেস্ট দেয়। তেমনি একজন শিক্ষার্থী চার বছর পড়াশোনা করেছে, এ জন্য তাকে রিকগনিশন হিসেবে একটা সার্টিফিকেট দেওয়া হয়। এটা কারও ক্যাপাবিলিটিকে ইন্ডিকেট করে না।
বর্তমান যুগে সার্টিফিকেট-সর্বস্ব ডিগ্রি দিয়ে টেকা যাবে না। তাকে ক্রিয়েটিভ হতে হবে, স্মার্ট হতে হবে। আমাদের ছেলেমেয়েরা যেন সার্টিফিকেটের জন্য পড়াশোনা না করে। জানার জন্য পড়াশোনা করুক, উদ্ভাবনের জন্য পড়াশোনা করুক, আগামীর প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের খাপ খাওয়াতে পড়াশোনা করুক, সময়োপযোগী দক্ষতা অর্জনে পড়াশোনা করুক।
ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়
অনুলিখন: মো. আশিকুর রহমান
পৃথিবীতে গত কয়েক দশক ধরে যেভাবে পরিবর্তন সাধিত হয়েছে, তা কল্পনাতীত। আগামী কয়েক দশকেও এমন অভূতপূর্ব পরিবর্তন সাধিত হবে। সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে হলে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ ও জাতীয়ভাবে স্মার্ট বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজেকে প্রস্তুত করতে হবে।
মানসিকতার পরিবর্তন করতে হবে
শিক্ষার্থীদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা বদ্ধমূল হয়ে জমে গেছে। অধিকাংশ শিক্ষার্থীকে অবজেকটিভ হচ্ছে পাস করে একটা চাকরি করতে হবে। তারা কখনো চিন্তা করবে না চাকরি ছাড়াও আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি। যারা পড়াশোনা করছে, সবাই তো চাকরি পাবে না। অনেককেই দেখা যাবে, কদিন আগেও বেকার ছিল, এখন আউটসোর্সিং করে কোটি টাকা কামাচ্ছে, ১০০-২০০ জনকে কর্মসংস্থান দিয়েছে। চাকরিই কেন করতে হবে? আমার স্বপ্নটা বড় থাকা উচিত।
চাকরিপ্রাপ্তিই জীবনের সব নয়
আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী একটা ভুল ধারণা নিয়ে আগাচ্ছে। চাকরি পেতেই হবে। চাকরি পেলে জীবন সফল, চাকরি না পেলে জীবন ব্যর্থ, তাকে দিয়ে কিছুই হবে না—এই ধারণা উল্লেখযোগ্যসংখ্যক অভিভাবকের মধ্যে চেপে বসেছে। সন্তান জিপিএ-৫ পেলে বিশাল সন্তুষ্টি। ৫-এর জায়গায় ৪.৯ পেলে অভিভাবকদের বক্তব্য হচ্ছে, ‘তোকে দিয়ে কিচ্ছু হবে না। তুই তো পাঁচ পাস নাই।’ এভাবে আমাদের কোমলমতি বাচ্চাদের মেন্টালিটি, মোরালিটি, স্বপ্নকে নষ্ট করে দিচ্ছি। আমরা তাকে শিখিয়ে দিলাম, তাকে দিয়ে কিছুই হবে না। বারবার এটা বলতে বলতে বাচ্চারা বিশ্বাস করতে শুরু করবে, তাকে দিয়ে কিছুই হবে না। এভাবে নিজের ছেলেমেয়েদের কনফিডেন্স লেভেলটা আমরা ধ্বংস করে দিচ্ছি। এই কনফিডেন্স লেভেলটা যদি সাসটেইন করতে পারা না যায়, তাহলে আমাদের ছেলেমেয়েরা কিছুই করতে পারবে না। কাজেই কনফিডেন্স বিল্ডআপ করতে হবে।
সার্টিফিকেট-নির্ভর পড়াশোনা নয়
আমাদের ছেলেমেয়েরা মনে করে সার্টিফিকেট থাকলেই চাকরি পাওয়া যাবে। চাকরির জন্য একটা সার্টিফিকেট দরকার, একজন মামা দরকার, আর ঘুষ দেওয়ার জন্য টাকা দরকার। আমাদের ছেলেমেয়েদের এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে। বিল গেটসের সার্টিফিকেট ছিল না, মার্ক জাকারবার্গের সার্টিফিকেট ছিল না, নিউটনের সার্টিফিকেট ছিল না। কাজেই আমাদের ছেলেমেয়েদের বিশ্বাস করতে হবে, সার্টিফিকেট একটা কাগজ ভিন্ন কিছু নয়। সার্টিফিকেট আমাকে একটা রিকগনিশন দিচ্ছে। আমরা বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করি, রিকগনিশন হিসেবে একটা ক্রেস্ট দেয়। তেমনি একজন শিক্ষার্থী চার বছর পড়াশোনা করেছে, এ জন্য তাকে রিকগনিশন হিসেবে একটা সার্টিফিকেট দেওয়া হয়। এটা কারও ক্যাপাবিলিটিকে ইন্ডিকেট করে না।
বর্তমান যুগে সার্টিফিকেট-সর্বস্ব ডিগ্রি দিয়ে টেকা যাবে না। তাকে ক্রিয়েটিভ হতে হবে, স্মার্ট হতে হবে। আমাদের ছেলেমেয়েরা যেন সার্টিফিকেটের জন্য পড়াশোনা না করে। জানার জন্য পড়াশোনা করুক, উদ্ভাবনের জন্য পড়াশোনা করুক, আগামীর প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের খাপ খাওয়াতে পড়াশোনা করুক, সময়োপযোগী দক্ষতা অর্জনে পড়াশোনা করুক।
ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়
অনুলিখন: মো. আশিকুর রহমান
সৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় বৃত্তি ২০২৫-এর জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবেন।
২ ঘণ্টা আগেএকটা সময় ছিল, যখন ‘পাঠশালা’ শব্দটির মানেই ছিল একটি নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে শিক্ষকের মুখনিঃসৃত জ্ঞান শ্রবণ করা। সময়ের পরিক্রমায় সেই ধারণা বদলেছে। শুধু বদলানো নয়, ২১০০ শতকের প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষা গ্রহণের সংজ্ঞাই যেন পাল্টে গেছে।
২ ঘণ্টা আগেবছরের প্রতিটি দিনই হয়তো মায়ের জন্য, কিন্তু মে মাসের এই বিশেষ দিনে আমরা একটু থেমে যাই, একটু গভীরভাবে ভাবি এই মানুষের কথা, যাঁর ভালোবাসা নিঃশর্ত, যাঁর আত্মত্যাগ সীমাহীন। ১১ মে বিশ্বজুড়ে উদ্যাপিত হচ্ছে মা দিবস—শ্রদ্ধা আর ভালোবাসায় মাকে স্মরণ করার এক অনন্য দিন। আধুনিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া...
৩ ঘণ্টা আগেতামিরুল মিল্লাতে পড়াশোনা করেছেন সাদ আল আমিন। মাদ্রাসায় পড়ুয়া এই শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা নক্স কলেজে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে। প্রায় ৩ কোটি টাকার বৃত্তি পেয়েছেন তিনি। তাঁর এই পথচলার পেছনে রয়েছে সৃজনশীলতা, সমাজসচেতনতা ও অদম্য স্বপ্ন। বিদেশে উচ্চশিক্ষার...
৩ ঘণ্টা আগে