Ajker Patrika

রোমানিয়ার ট্রান্সিলভানিয়া বিশ্ববিদ্যালয় বৃত্তি

শিক্ষা ডেস্ক
রোমানিয়ার ট্রান্সিলভানিয়া বিশ্ববিদ্যালয় বৃত্তি

রোমানিয়ার ট্রান্সিলভানিয়া বিশ্ববিদ্যালয় বৃত্তি ২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তির জন্য বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

ভর্তি ফি ও একাডেমিক ফিসহ অন্যান্য ফি এই বৃত্তির আওতায় কাভার করবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বিনা মূল্যে থাকার ব্যবস্থা রয়েছে। এমনকি ছুটির দিনেও শিক্ষার্থীদের হলে থাকার সুযোগ রয়েছে। এ ছাড়া প্রতিবছর মাসিক ৮০০ রোমানিয়ান লিউ (বাংলাদেশি টাকায় ২১ হাজার ১৪৯ টাকা) দেওয়া হবে।

বৃত্তির উদ্দেশ্য

ট্রান্সিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আকৃষ্ট করা। আন্তর্জাতিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করা। এ ছাড়া বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের একটি দল প্রতিষ্ঠা করা।

বৃত্তির মেয়াদকাল

স্নাতকে বৃত্তির মেয়াদ থাকবে ৩–৬ বছর, স্নাতকোত্তরের দেড় থেকে ২ বছর ও পিএইচডি ডিগ্রির বৃত্তির মেয়াদ থাকবে ৩–৪ বছর।

অধ্যয়নের বিষয়সমূহ

পণ্য নকশা ও পরিবেশ অনুষদ, তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদ, যন্ত্রকৌশল অনুষদ, প্রযুক্তিগত প্রকৌশল ও শিল্প ব্যবস্থাপনা অনুষদ, বন প্রকৌশল অনুষদ, পদার্থবিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, আইন অনুষদ, শারীরিক শিক্ষা ও পর্বত ক্রীড়া অনুষদ, গণিত ও কম্পিউটার বিজ্ঞান অনুষদ, মেডিসিন অনুষদ ও সংগীত অনুষদ।

প্রয়োজনীয় কাগজপত্র

অনলাইন আবেদনপত্র, পাসপোর্টের স্ক্যান কপি, একাডেমিক ট্রান্সক্রিপ্টের স্ক্যান করা কপি, এক পৃষ্ঠার প্রেরণাপত্র, আপডেট করা জীবনবৃত্তান্ত বা সিভি ও সুপারিশের তিনটি চিঠি।

আবেদনের যোগ্যতা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের নাগরিকেরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে কোনো ধরনের ফি লাগবে না। তবে আবেদনপত্রে যেসব তথ্য জানতে চাওয়া হয়েছে, সেগুলো যথাযথভাবে পূরণ করতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৫ এপ্রিল, ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

চাল রপ্তানিতে নতুন শর্ত দিল ভারত, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে

মামুনুরের খোঁজ মেলেনি ৫ দিনেও, ক্লু নেই সিসিটিভি ফুটেজে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত