Ajker Patrika

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

শিক্ষা ডেস্ক
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনার জন্য পছন্দের তালিকার শীর্ষে যুক্তরাজ্য। প্রতিবছর হাজারো শিক্ষার্থী দেশটিতে পড়তে যান। দেশটিতে পড়তে যাওয়া বেশির ভাগ শিক্ষার্থীর প্রথম পছন্দ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এখানে ভর্তি হওয়া কঠিন হলেও অসম্ভব নয়। মোটামুটি একাডেমিক রেজাল্ট ও ভর্তি-নির্ধারিত বিষয়ে ভালো জ্ঞান এবং ইংরেজিতে দক্ষ হলে সহজে অক্সফোর্ডে ভর্তি হওয়া যায়।

যুক্তরাজ্যে রিচ অক্সফোর্ড আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ ২০২৫-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় দেশটিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন।

সুযোগ-সুবিধা: রিচ অক্সফোর্ড আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ ২০২৫-এর জন্য নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বেশ কিছু সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। যেমন: ডিগ্রি শেষ না হওয়া পর্যন্ত ফি মওকুফ করা হবে। প্রতিবছর দেশে ঘুরতে যাওয়ার বিমান টিকিটের ব্যবস্থা থাকবে। এ ছাড়া জীবনযাত্রার সব ধরনের খরচ এ বৃত্তির আওতায় থাকবে।

অধ্যয়নের বিষয়সমূহ: প্রত্নতত্ত্ব ও নৃতত্ত্ব, জৈব রসায়ন, জীববিদ্যা, বায়োমেডিকেল সায়েন্স, রসায়ন, শাস্ত্রীয় প্রত্নতত্ত্ব ও প্রাচীন ইতিহাস, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ফিলোসফি, অর্থনীতি ও ব্যবস্থাপনা, ইংরেজি ভাষা ও সাহিত্য, চারুকলা, ভূগোল, ইতিহাস ও রাজনীতি, আইন (আইনশাস্ত্র), পদার্থবিজ্ঞান, গণিত, আধুনিক ভাষা এবং ভাষাবিজ্ঞান, সংগীত ইত্যাদি।

আবেদনযোগ্য দেশের তালিকা: আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, আর্জেন্টিনা, আর্মেনিয়া, আজারবাইজান, বাংলাদেশ, বেলারুশ, ভুটান, ব্রাজিল, কম্বোডিয়া, ক্যামেরুন, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, আইভরি কোস্ট, কিউবা, জিবুতি, ইকুয়েডর, মিসর, ঘানা, হাইতি, হন্ডুরাস, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কেনিয়া, কসোভো, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মেক্সিকো, নেপাল, নাইজেরিয়া ও জিম্বাবুয়ে।

আবেদনের যোগ্যতা: উল্লিখিত দেশ ছাড়াও আরও নির্দিষ্ট কয়েকটি দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই সর্বোচ্চ একাডেমিক যোগ্যতার অধিকারী হতে হবে। তুলনামূলক কম জিপিএর শিক্ষার্থীদের আবেদনে নিরুৎসাহিত করা হয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত