শিক্ষা ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ আয়োজন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেছে কর্তৃপক্ষ। আগামী ১৩ জুলাই এ সভা অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউটের পরিচালককে এ বিষয়ে জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন চিঠিতে স্বাক্ষর করেছেন।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১৩ জুলাই (রোববার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
চিঠিতে প্রতিটি বিভাগ/ইনস্টিটিউটের নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে অনার্সের ২ জন ও মাস্টার্সের ১ জন শ্রেণি প্রতিনিধিকে (সিআর) মনোনীত করে ওই সভায় উপস্থিত থাকার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউটের পরিচালকদের অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, গতকাল সোমবার ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে শিক্ষার্থীদের বিভিন্ন বাস রুট কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রিটার্নিং কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
গত ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনের একটি টাইমলাইন প্রকাশ করে। সেই টাইমলাইন অনুসারেই নির্বাচন আয়োজনের কার্যক্রম এগিয়ে চলছে। কর্তৃপক্ষ বলছে, ঢাবি প্রশাসন সকল অংশীজনের সহযোগিতায় এবং সকল পক্ষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ আয়োজন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেছে কর্তৃপক্ষ। আগামী ১৩ জুলাই এ সভা অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউটের পরিচালককে এ বিষয়ে জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন চিঠিতে স্বাক্ষর করেছেন।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১৩ জুলাই (রোববার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
চিঠিতে প্রতিটি বিভাগ/ইনস্টিটিউটের নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে অনার্সের ২ জন ও মাস্টার্সের ১ জন শ্রেণি প্রতিনিধিকে (সিআর) মনোনীত করে ওই সভায় উপস্থিত থাকার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউটের পরিচালকদের অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, গতকাল সোমবার ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে শিক্ষার্থীদের বিভিন্ন বাস রুট কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রিটার্নিং কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
গত ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনের একটি টাইমলাইন প্রকাশ করে। সেই টাইমলাইন অনুসারেই নির্বাচন আয়োজনের কার্যক্রম এগিয়ে চলছে। কর্তৃপক্ষ বলছে, ঢাবি প্রশাসন সকল অংশীজনের সহযোগিতায় এবং সকল পক্ষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৭৩ হাজার ৬১৬ জন এবং ছাত্র ৬৫ হাজার ৪১৬ জন।
৮ মিনিট আগেচলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর গড় পাশের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৮৩ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৪ দশমিক ৯৫ শতাংশ।
১৯ মিনিট আগেমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশিত হবে। এর মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়া ১৯ লাখ পরীক্ষার্থীর অপেক্ষার প্রহরও ফুরোচ্ছে।
৫ ঘণ্টা আগেইতালি শুধু রোমান সাম্রাজ্য, লিওনার্দো দ্য ভিঞ্চি কিংবা ভেনিসের জলপথের জন্যই বিখ্যাত নয়; বর্তমানে এটি হয়ে উঠেছে উচ্চশিক্ষাপ্রত্যাশীদের জন্য এক অনন্য আকর্ষণ। শতাব্দীপ্রাচীন বিশ্ববিদ্যালয়, বিশ্বমানের গবেষণার সুযোগ, ইউরোপিয়ান জীবনধারার অভিজ্ঞতা—সব মিলিয়ে ইতালি এখন শুধু পর্যটনের নয়, শিক্ষারও এক স্বপ্নরাজ
৬ ঘণ্টা আগে