Ajker Patrika

রাবিতে আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন শুরু রোববার

রাবি প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ২১: ২২
রাবিতে আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন শুরু রোববার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পঞ্চম আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন শুরু হবে আগামীকাল রোববার। দুদিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক। সম্মেলনে দেশ ও বিদেশের ৪০টি প্রবন্ধ পাঠ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ এ সম্মেলনের আয়োজন করেছে।

আজ শনিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান বলেন, ‘বর্তমান যুগ হলো তথ্যপ্রযুক্তির। এখন পৃথিবীতে চতুর্থ শিল্প বিপ্লব চলছে। এ সময়ে ফোকলোর বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। সেটি জানানোই হলো আমাদের সম্মেলনের প্রধান উদ্দেশে। ফোকলোর শুধু পুরাতন জিনিসপত্র নয় বরং চিকিৎসাবিদ্যা, খাদ্য নিরাপত্তা, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ছাড়া এসডিজির লক্ষ্যমাত্রাগুলো অর্জনে ফোকলোর অনন্য ভূমিকা রাখবে। মূলত আন্তর্জাতিক এ সম্মেলনে এসব বিষয়ে আলোচনা হবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফোকলোর বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম ও রতন কুমার।

আগামীকাল রোববার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য আসাদ মান্নান, বাংলা একাডেমির পরিচালক মুহম্মদ নূরুল হুদা ও বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান।

পরে বেলা ১১টায় অনুষ্ঠিত অধিবেশনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কেশব সিগদেল, ভারতের ইন্দিরা গান্ধী ট্রাইবাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রীহরি কে আর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিপ্লব চক্রবর্তী, পশ্চিমবঙ্গের এসটি পল কলেজের অধ্যাপক এস কে মকবুল ইসলাম, রাবির ফোকলোর বিভাগের পিএইচডি শিক্ষার্থী ড্যামন জোসেফ মোন্টক্ল্যার। অধিবেশনে সভাপতিত্ব করবেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক মুহম্মদ আব্দুল জলিল।

পরদিন সোমবার (২১ নভেম্বর) সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক রবিউল ইসলাম, ফোকলোর বিভাগের অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক অপূর্ব কুমার রায়। অধিবেশনে সভাপতিত্ব করবেন সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক ইলিয়াছ হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্কর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত