প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়
রাজধানীর কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটের পরীক্ষা দিলেন রাজধানীর একটি কলেজের শিক্ষার্থী। আজ শনিবার সকাল ১১টায় তিনি পরীক্ষায় অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. এস এম মাসুম বাকী বিল্লাহ, সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক, প্রক্টর অফিসের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (প্রধান সহকারী) মো. কুমের আলী ও শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আদালতের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা দিয়েছেন ওই শিক্ষার্থী।
নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু ও শেষ করেছে বলে জানায় পরিদর্শক হিসেবে থাকা কুমের আলী।
তবে ওই শিক্ষার্থীর নাম ও পরিচয় প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এই শিক্ষার্থীর পরিচয় জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘তার একটি ব্যক্তিগত জীবন আছে। এটি প্রকাশ না করা ভালো। সে কোন অভিযোগে অভিযুক্ত এটি আমাদের দেখার বিষয় না। আমাদের কাছে আদালতের রায় এসেছিল, আর আমরা দুজন শিক্ষক ও একজন কর্মকর্তা পাঠিয়ে সেই শিক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করেছি।’
গোলাম রাব্বানী বলেন, আমাদের ভর্তি-ইচ্ছু একজন শিক্ষার্থী রাজধানীর কেরানীগঞ্জ কারাগারে ছিল। তার আবেদনের ভিত্তিতে তার পরীক্ষা নেওয়ার জন্য প্রক্টরিয়াল টিমের একজন সদস্যসহ দু'জন শিক্ষকের একটি টিম কারাগারে পাঠিয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি।
রাজধানীর কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটের পরীক্ষা দিলেন রাজধানীর একটি কলেজের শিক্ষার্থী। আজ শনিবার সকাল ১১টায় তিনি পরীক্ষায় অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. এস এম মাসুম বাকী বিল্লাহ, সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক, প্রক্টর অফিসের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (প্রধান সহকারী) মো. কুমের আলী ও শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আদালতের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা দিয়েছেন ওই শিক্ষার্থী।
নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু ও শেষ করেছে বলে জানায় পরিদর্শক হিসেবে থাকা কুমের আলী।
তবে ওই শিক্ষার্থীর নাম ও পরিচয় প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এই শিক্ষার্থীর পরিচয় জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘তার একটি ব্যক্তিগত জীবন আছে। এটি প্রকাশ না করা ভালো। সে কোন অভিযোগে অভিযুক্ত এটি আমাদের দেখার বিষয় না। আমাদের কাছে আদালতের রায় এসেছিল, আর আমরা দুজন শিক্ষক ও একজন কর্মকর্তা পাঠিয়ে সেই শিক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করেছি।’
গোলাম রাব্বানী বলেন, আমাদের ভর্তি-ইচ্ছু একজন শিক্ষার্থী রাজধানীর কেরানীগঞ্জ কারাগারে ছিল। তার আবেদনের ভিত্তিতে তার পরীক্ষা নেওয়ার জন্য প্রক্টরিয়াল টিমের একজন সদস্যসহ দু'জন শিক্ষকের একটি টিম কারাগারে পাঠিয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি।
ওমানের সুলতান সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য, ফুল ফান্ডেড বা সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপের ঘোষণা দিয়েছে। এই স্কলারশিপের অধীনে শিক্ষার্থীরা ‘ওমানি প্রোগ্রাম ফর কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক কো-অপারেশন’-এর আওতায় বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন।
১৬ ঘণ্টা আগেমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন (eSIF পূরণের মাধ্যমে) কার্যক্রম শুরু হয়েছে। গত ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
২০ ঘণ্টা আগেবিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিআইমান) কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
১ দিন আগেইতালির ইউনিভার্সিটি অব পিসা স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
২ দিন আগে