Ajker Patrika

আবারও স্থগিত প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আবারও স্থগিত প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষা

করোনাভাইরাসের সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দ্বিতীয় দফায় স্থগিত করা হয়েছে। আগামী ১২ আগস্ট ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও এ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। 

মঙ্গলবার ভর্তি কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিডের সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় চুয়েট, কুয়েট ও রুয়েটের আগামী ১২ আগস্ট ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১ সমন্বিত ভর্তি পরীক্ষা (শিক্ষাবর্ষ: ২০২০-২১) স্থগিত করা হলো। ভর্তি পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীকালে সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (https://admissionckruet.ac.bd) এবং চুয়েট, কুয়েট ও রুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 

এ বছর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নিয়ে প্রথমবারের মতো প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা রয়েছে। 

পূর্বে তিনটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ১২ আগস্ট নির্ধারণ করা হয়েছিল। তার আগে গত ১২ জুন এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত