Ajker Patrika

কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

শিক্ষা ডেস্ক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস বৃত্তি ২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সৌদি আরবের এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত। নির্বাচিত শিক্ষার্থীরা বৃত্তিটির আওতায় মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়টি সৌদি আরবের দাহরান শহরে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান, প্রকৌশল এবং ব্যবসা ও ব্যবস্থাপনা প্রোগ্রামগুলো সর্বাধিক সমাদৃত। কিউএস বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে বিশ্ববিদ্যালয়টি প্রথম স্থানে রয়েছে।

সুযোগ-সুবিধা

বৃত্তিটির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হবে। জীবনযাত্রার খরচ মেটানোর জন্য মাসিক ভাতা দেওয়া হবে। বিনা মূল্যে সজ্জিত শীতাতপ নিয়ন্ত্রিত আবাসনের ব্যবস্থা থাকবে। পাওয়া যাবে জরুরি চিকিৎসাসেবা। এ ছাড়া থাকছে বিনা মূল্যের পাঠ্যপুস্তক ও ভর্তুকিযুক্ত খাবারের ব্যবস্থা।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

হিসাববিজ্ঞান, মহাকাশ প্রকৌশল, ফলিত পরিসংখ্যান, স্থাপত্য প্রকৌশল, ব্যবসায় প্রশাসন, রাসায়নিক প্রকৌশল, নগর ও অঞ্চল পরিকল্পনা, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, নির্মাণ প্রকৌশল ও ব্যবস্থাপনা, বৈদ্যুতিক প্রকৌশল, পরিবেশ বিজ্ঞান, ইন্ডাস্ট্রিয়াল ও সিস্টেম ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান ও প্রকৌশল, গাণিতিক বিজ্ঞান।

আবেদনের যোগ্যতা

স্নাতকোত্তরের জন্য আবেদন করতে প্রার্থীদের ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতকে সিজিপিএ ৪-এর মধ্যে ৩ থাকতে হবে। একইভাবে পিএইচডির জন্য আবেদন করতে চার বছর মেয়াদি স্নাতকের পর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পিএইচডির জন্যও স্নাতকোত্তরে সিজিপিএ ৪-এর মধ্যে ৩ থাকতে হবে। কম্পিউটার কাজের দক্ষতা থাকতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

জাতীয় পরিচয়পত্রের কপি, অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট, ট্রান্সক্রিপ্টে গৃহীত সব কোর্সের নাম ও গ্রেড থাকতে হবে, তিনটি সুপারিশপত্র, উদ্দেশ্য বিবৃতি, পাসপোর্ট সাইজের ছবি ও সিভি জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই, ২০২৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত