Ajker Patrika

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা: ইউনিভার্সিটি অব আর্টস লন্ডনে ৫০ হাজার পাউন্ডের বৃত্তি

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা: ইউনিভার্সিটি অব আর্টস লন্ডনে ৫০ হাজার পাউন্ডের বৃত্তি

অন্তর্ভুক্ত প্রোগ্রাম
ইউএএল ইন্টারন্যাশনাল পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ অ্যান্ড অ্যাকোমোডেশন অ্যাওয়ার্ডের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হবে। বৃত্তির আওতায় শিক্ষার্থীরা ১ থেকে ২ বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

  • কোনো টিউশন ফি লাগবে না। পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করা হবে। 
  • উপবৃত্তি হিসেবে ৫০ হাজার পাউন্ড দেওয়া হবে।
  • আবাসন-সুবিধা দেওয়া হবে।

যোগ্যতার মানদণ্ড

  • স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
  • যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন এমন কেউ আবেদন করতে পারবেন না।
  • ইংরেজি দক্ষতার প্রমাণ প্রদর্শন করতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ স্কোর পেতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র 

  • আবেদনকারীর পাসপোর্ট।
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
  • পার্সোনাল স্টেটমেন্ট।
  • দুটি রেফারেন্স লেটার।
  • জীবনবৃত্তান্ত (সিভি)।
  • ইংরেজি দক্ষতার সনদ।

আবেদনের প্রক্রিয়া
শিক্ষার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। একবার অফার লেটার পেয়ে গেলে, তা অ্যাপ্লিকেশন পোর্টাল আপডেট করা হবে। এরপর আপনাকে বৃত্তির জন্য আবেদনপত্র অন্তর্ভুক্ত করতে হবে। আবেদন জমা দেওয়ার পর আপনি সফল হয়েছেন কি না, সে বিষয়ে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি ই-মেইল পাঠানো হবে। যুক্তরাজ্যে উচ্চশিক্ষা অর্জনে আগ্রহী শিক্ষার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আবেদনের শেষ সময় ৫ জুলাই, ২০২৪

সূত্র: ইউএএলের ওয়েবসাইট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত