প্রতিনিধি
চবি: চলমান কোভিড পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দুই মাস পেছান হয়েছে। আগামী ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। পরিবর্তিত তারিখ অনুযায়ী পরীক্ষাগুলো ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে।
আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্ত হয়। তবে তারিখ পরিবর্তন করা হলেও ভর্তি পরীক্ষার অন্যান্য বিষয় আগের মতোই থাকবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়া।
অধ্যাপক ভূঁইয়া বলেন, করোনা পরিস্থিতি ও অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করায় আমরাও ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছি। নতুন তারিখ অনুযায়ী আমাদের পরীক্ষাগুলো হবে ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত। তবে কোন ইউনিটের পরীক্ষা কবে হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।
চবির ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৭ জন।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৬৮ হাজার ১০৬ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ৫৬ জন। ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৪২ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী। ফলে ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বেন ৩৫ জন। ‘সি’ ইউনিটে ৪৪১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৩ হাজার ৯১৮ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনে লড়বেন ৩২ জন। ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫৪ হাজার ২৪৯টি। সম্মিলিত এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৭ জন।
এছাড়া দুইটি উপ-ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ হাজার ২০টি। ফলে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বেন ১৬ জন। একইভাবে ‘ডি১’ উপ ইউনিটে ৩০টি আসনের বিপরীতে ২ হাজার ৯০২ জন প্রার্থী আবেদন করেছেন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়বেন ৯৭ জন।
চবি: চলমান কোভিড পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দুই মাস পেছান হয়েছে। আগামী ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। পরিবর্তিত তারিখ অনুযায়ী পরীক্ষাগুলো ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে।
আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্ত হয়। তবে তারিখ পরিবর্তন করা হলেও ভর্তি পরীক্ষার অন্যান্য বিষয় আগের মতোই থাকবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়া।
অধ্যাপক ভূঁইয়া বলেন, করোনা পরিস্থিতি ও অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করায় আমরাও ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছি। নতুন তারিখ অনুযায়ী আমাদের পরীক্ষাগুলো হবে ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত। তবে কোন ইউনিটের পরীক্ষা কবে হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।
চবির ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৭ জন।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৬৮ হাজার ১০৬ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ৫৬ জন। ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৪২ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী। ফলে ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বেন ৩৫ জন। ‘সি’ ইউনিটে ৪৪১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৩ হাজার ৯১৮ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনে লড়বেন ৩২ জন। ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫৪ হাজার ২৪৯টি। সম্মিলিত এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৭ জন।
এছাড়া দুইটি উপ-ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ হাজার ২০টি। ফলে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বেন ১৬ জন। একইভাবে ‘ডি১’ উপ ইউনিটে ৩০টি আসনের বিপরীতে ২ হাজার ৯০২ জন প্রার্থী আবেদন করেছেন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়বেন ৯৭ জন।
দীর্ঘ পাঁচ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে আবারও সরগরম হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গত ২৯ জুলাই তফসিল ঘোষণার পর সোমবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এদিন বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
৮ ঘণ্টা আগেনির্বাচনী হাওয়া বইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে ক্যাম্পাস। ডাকসু নির্বাচনে মনোয়নয়নপত্র সংগ্রহের শেষ দিন গতকাল সোমবার দলে দলে গিয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ভোটে লড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা।
১৭ ঘণ্টা আগেশেখ তাসনিম আফরোজ ইমিকে সহসভাপতি (ভিপি) ও মেঘমল্লার বসুকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।
২০ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ঢাবি ক্যাম্পাসে সরব হয়ে উঠেছে ছাত্রসংগঠন ও শিক্ষার্থীরা। মনোনয়নপত্র সংগ্রহ ও প্যানেল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী উত্তেজনা দিন দিন বাড়ছে। নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না— সে প্রশ্ন থাকলেও শিক্ষার্থী ও সংগঠনগুলোর মধ্যে এখন মূল
২১ ঘণ্টা আগে