তাসনুভা চৌধুরী
⬤ সব সময় প্রতিটি শব্দের বানান নির্ভুলভাবে লিখে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। শব্দের বানান নিয়ে কোনো সন্দেহ হলে, সে ক্ষেত্রে শব্দটি এড়িয়ে যাবে এবং এর বদলে নিশ্চিত থাকা কোনো সমার্থক শব্দ ব্যবহার করবে।
⬤ একই পৃষ্ঠায় দুটি প্রশ্ন লেখার ক্ষেত্রে উভয় প্রশ্নের মাঝে কিছু জায়গা ফাঁকা রাখতে হবে। এতে পরীক্ষকের পড়তে ও বুঝতে সুবিধা হয়। পাশাপাশি খাতার উপস্থাপনও দৃষ্টিনন্দন হয়ে ওঠে।
⬤ লেখার সময় প্রতিটি অক্ষর স্পষ্ট করে লিখতে হবে যেন সহজেই পড়া যায়। হাতের লেখা যথাসাধ্য সুন্দর রাখতে হবে।
⬤ খাতার একটি পৃষ্ঠায় একেবারে শেষ পর্যন্ত না লিখে নিচের দিকে এক ইঞ্চির মতো জায়গা ফাঁকা রাখা উচিত।
⬤ বাংলায় লিখিত উত্তরের ক্ষেত্রে ‘১নং প্রশ্নের উত্তর’ এবং ইংরেজিতে লিখিত উত্তরের ক্ষেত্রে ‘Answer to the question no. 1’ লিখবে।
⬤ ভুল করে যদি কোনো পৃষ্ঠা রেখে পরের পৃষ্ঠায় লিখে ফেল, তাহলে ফাঁকা পৃষ্ঠার নিচ দিকের ডান পাশে Please turn over এর সংক্ষিপ্ত রূপ (pto.) লিখে দিতে হবে।
⬤ মার্জিনের ওপর রাফ করা ঠিক নয়।
⬤ উত্তর দেওয়ার ক্ষেত্রে ‘ভূমিকা, প্রসঙ্গ ও উপসংহার’—আলাদা প্যারা করে লিখুন।
⬤ চিত্র সব সময় পেনসিল দিয়ে আঁকা উচিত।
⬤ প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় নির্ধারণ করে রাখা ভালো। এর মধ্য দিয়ে সময় নিয়ে ঠান্ডা মাথায় লেখা সহজ হবে এবং খাতায় অহেতুক কাটাকাটি করার সম্ভাবনাও কমে যাবে। আর কোনো শব্দ নিতান্তই কাটতে হলে, সে ক্ষেত্রে এক দাগে কেটে দিতে হবে।
⬤ লেখার সময় লাইন আঁকাবাঁকা না হওয়াই ভালো। পাশাপাশি লেখার সময় অক্ষরের আকার পুরো খাতায় সমান রাখা উচিত। কোনো পৃষ্ঠায় বড়, আবার কোনো পৃষ্ঠায় ছোট আকারের লেখা দেখতে মোটেও ভালো লাগবে না।
⬤ লেখার সময় প্রতিটি শব্দ ও লাইনের মাঝে সমপরিমাণ জায়গা ফাঁকা রাখতে হবে। তাহলে খাতার উপস্থাপন সুন্দর হয়।
⬤ সব সময় প্রতিটি শব্দের বানান নির্ভুলভাবে লিখে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। শব্দের বানান নিয়ে কোনো সন্দেহ হলে, সে ক্ষেত্রে শব্দটি এড়িয়ে যাবে এবং এর বদলে নিশ্চিত থাকা কোনো সমার্থক শব্দ ব্যবহার করবে।
⬤ একই পৃষ্ঠায় দুটি প্রশ্ন লেখার ক্ষেত্রে উভয় প্রশ্নের মাঝে কিছু জায়গা ফাঁকা রাখতে হবে। এতে পরীক্ষকের পড়তে ও বুঝতে সুবিধা হয়। পাশাপাশি খাতার উপস্থাপনও দৃষ্টিনন্দন হয়ে ওঠে।
⬤ লেখার সময় প্রতিটি অক্ষর স্পষ্ট করে লিখতে হবে যেন সহজেই পড়া যায়। হাতের লেখা যথাসাধ্য সুন্দর রাখতে হবে।
⬤ খাতার একটি পৃষ্ঠায় একেবারে শেষ পর্যন্ত না লিখে নিচের দিকে এক ইঞ্চির মতো জায়গা ফাঁকা রাখা উচিত।
⬤ বাংলায় লিখিত উত্তরের ক্ষেত্রে ‘১নং প্রশ্নের উত্তর’ এবং ইংরেজিতে লিখিত উত্তরের ক্ষেত্রে ‘Answer to the question no. 1’ লিখবে।
⬤ ভুল করে যদি কোনো পৃষ্ঠা রেখে পরের পৃষ্ঠায় লিখে ফেল, তাহলে ফাঁকা পৃষ্ঠার নিচ দিকের ডান পাশে Please turn over এর সংক্ষিপ্ত রূপ (pto.) লিখে দিতে হবে।
⬤ মার্জিনের ওপর রাফ করা ঠিক নয়।
⬤ উত্তর দেওয়ার ক্ষেত্রে ‘ভূমিকা, প্রসঙ্গ ও উপসংহার’—আলাদা প্যারা করে লিখুন।
⬤ চিত্র সব সময় পেনসিল দিয়ে আঁকা উচিত।
⬤ প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় নির্ধারণ করে রাখা ভালো। এর মধ্য দিয়ে সময় নিয়ে ঠান্ডা মাথায় লেখা সহজ হবে এবং খাতায় অহেতুক কাটাকাটি করার সম্ভাবনাও কমে যাবে। আর কোনো শব্দ নিতান্তই কাটতে হলে, সে ক্ষেত্রে এক দাগে কেটে দিতে হবে।
⬤ লেখার সময় লাইন আঁকাবাঁকা না হওয়াই ভালো। পাশাপাশি লেখার সময় অক্ষরের আকার পুরো খাতায় সমান রাখা উচিত। কোনো পৃষ্ঠায় বড়, আবার কোনো পৃষ্ঠায় ছোট আকারের লেখা দেখতে মোটেও ভালো লাগবে না।
⬤ লেখার সময় প্রতিটি শব্দ ও লাইনের মাঝে সমপরিমাণ জায়গা ফাঁকা রাখতে হবে। তাহলে খাতার উপস্থাপন সুন্দর হয়।
বাড়ি ভাড়া নিয়ে পাঠদান পরিচালনা করা ১৬টি বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সাময়িক অনুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে না পারায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) এই ব্যবস্থা নিতে বলা হয়েছে।
৬ ঘণ্টা আগেভালো কাজের চর্চা মানুষের মধ্যে তৈরি করে সুখানুভূতি। আর সেটিই জীবনের পাথেয়। এমন বার্তা নিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করল পাঠকবন্ধু। শুক্রবার (২ মে) বিকেল ৪টায় বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় আনন্দ আয়োজন।
৮ ঘণ্টা আগেলেখার জগতে যাঁরা প্রথম পা রাখেন, তাঁদের প্রথম প্রশ্নই থাকে, ভালো লেখে কীভাবে—তো এই প্রশ্নের উত্তর খোঁজেন অনেকে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে পাঠকবন্ধু। সংগঠনটি আয়োজন করেছে 'ভালো ফিচার লিখতে হলে' শীর্ষক অনলাইন কর্মশালার। ১ মে গুগল মিটে আয়োজিত এই
৮ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘আনন্দ ভ্রমণ ২০২৫’। শিক্ষার্থী, শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
৮ ঘণ্টা আগে