Ajker Patrika

৪৩তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল প্রস্তুত, প্রকাশ যেকোনো সময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬: ১৬
৪৩তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল প্রস্তুত, প্রকাশ যেকোনো সময়

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল তৈরির কাজ শেষ হয়েছে। ফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি শেষ। যেকোনো সময় ফল প্রকাশ করা হতে পারে বলে বাংলাদেশের সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে কমিশনের সভা শেষে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা। 

তবে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন এ বিষয়ে কোনো কথা বলেননি।

২০২০ সালে প্রকাশিত ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জনের নিয়োগ দেওয়া হবে। এ উপলক্ষ্যে গত বছর ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। 

উল্লেখ্য, দেশের আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় এই প্রিলিমিনারি পরীক্ষা। এই বিসিএসে আবেদনকারীর সংখ্যা ছিল ৪ লাখ ৪২ হাজার ৮৩২। বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড ছিল এটি। এই বিসিএসে অনুপস্থিত ছিলেন ১ লাখ ২১ হাজার ২৬০ জন। বিসিএসে সংখ্যার হিসাবে সর্বোচ্চ অনুপস্থিতির রেকর্ড এটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত