Ajker Patrika

অক্টোবরের মধ্যেই খুলবে সব বিশ্ববিদ্যালয়  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৫: ০৪
অক্টোবরের মধ্যেই খুলবে সব বিশ্ববিদ্যালয়  

চলতি মাসের মধ্যে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে মন্ত্রিসভাকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভা বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে অনির্ধারিত আলোচনা হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।

সভা শেষে এক ব্রিফিংয়ে আনোয়ারুল বলেন, সভায় আলোচনা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থা নিয়ে। ইউনিভার্সিটিগুলো খুলতে কেন দেরি হচ্ছে সে বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন, বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী চলে। শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করছেন এই মাসের মধ্যে সবগুলো বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘একটা প্র্যাকটিক্যাল প্রবলেম হলো ম্যানেজমেন্ট। হলগুলোর অবস্থা তো খুবই খারাপ। দুই বছর যেহেতু বন্ধ ছিল। সুতরাং হলগুলো খুলে রিনোভেট করে ছাত্রছাত্রীদের জিনিসপত্র বা বিছানাপত্র কতটুকু ব্যবহার উপযোগী আছে সেগুলো দেখতে হবে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটাই অন্যতম বড় একটা কারণ ইউনিভার্সিটিগুলো খুলতে।’

স্কুল-কলেজ খুলে দিয়ে পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে জানিয়ে আনোয়ারুল বলেন, শিক্ষামন্ত্রী নিশ্চিত করেছেন পরীক্ষা নিতে কোনো অসুবিধা হবে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত