ইলিয়াস শান্ত, ঢাকা
রাজধানীর সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কার্যক্রমের অংশ হিসেবে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপনের দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আজ রোববার (১৮ মে) বিকেলে এ আল্টিমেটাম শেষ হচ্ছে। সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে, ‘শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার আগেই এ প্রশাসনের ঘোষণা আসতে পারে।’
এর আগে, গতকাল শনিবার (১৭ মে) বিকেল ৪টায় ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটের সামনে সংবাদ সম্মেলনে এই আল্টিমেটামসহ ৫ দফা দাবি তুলে ধরেন সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের পক্ষে যৌথভাবে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের সদস্য ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রী জাফরিন আক্তার এবং ঢাকা কলেজের ছাত্র তানজিমুল আবিদ।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো: রোববারের মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে; অন্তর্বর্তী প্রশাসকের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সেশনজট নিরসনসহ সামগ্রিক বিষয় নিয়ে অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে; ভুতুড়ে ফলের সমাধান, বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফি আদায় বন্ধসহ যাবতীয় অসঙ্গতিগুলো স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে; অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে হবে; আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’-এর রূপরেখা এবং লোগো/মনোগ্রাম প্রকাশ করতে হবে; আগামী এক মাসের অর্থাৎ আগামী ১৬ জুনের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ দিতে হবে।
লিখিত বক্তব্যে সাত কলেজ শিক্ষার্থীরা বলেন, ‘রোববারের মধ্যে যদি অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে সোমবার (১৯ মে) থেকে আমরা আবার মাঠের কর্মসূচিতে যেতে বাধ্য হবো। এ কর্মসূচি কেমন হবে, সেটা পরিস্থিতি বিবেচনায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব। একই সঙ্গে আমরা বাকি দাবিগুলোর বিষয়েও নজর রাখবো। আমাদের যদি আবার মাঠে নামতে হয়, তাহলে এবার নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ নিয়েই ক্যাম্পাসে ফিরবো। এজন্য সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির পরিবর্তে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো কর্মসূচিগুলো আমরা বেছে নেব।’
শিক্ষার্থীদের আল্টিমেটামের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন সংক্রান্ত ইউজিসির প্রস্তাবনা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঊর্ধ্বতন মন্ত্রণালয়ে (প্রধান উপদেষ্টার কার্যালয়) পাঠানো হয়েছে। এ প্রশাসনের প্রজ্ঞাপন আজ রোববার বা আগামীকাল সোমবার বিকেলের মধ্যে প্রকাশিত হবে।’
অন্তর্বর্তী প্রশাসন ও প্রশাসকের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে এ কর্মকর্তা বলেন, ‘প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি সরকারি আদেশ (জিও) জারি করা হবে। আরেকটি জিও হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে। এখানে দুটি বিষয় রয়েছে—প্রথমত অধ্যাপক এ কে এম ইলিয়াসকে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে (চুক্তিভিত্তিক) নিয়োগ দেওয়া হবে। এটা জনপ্রশাসন মন্ত্রণালয় দেবে। আর দ্বিতীয়টি হলো, তিনি ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় তাকে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক হিসেবে নিয়োগ দেবে।’
এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি ‘সাত কলেজ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় সাময়িক ব্যবস্থাসংক্রান্ত’ শিরোনামে একটি অন্তর্বর্তী প্রশাসনের প্রস্তাব করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
ইউজিসির এ প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আবার ইউজিসি থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ প্রশাসনের প্রশাসক হিসেবে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসকে চূড়ান্ত করে ইউজিসি। এর মধ্যে গত ৩১ মার্চ অধ্যাপক ইলিয়াসের চাকরির বয়সসীমা শেষ হয়ে যাওয়ায় তিনি অবসরে চলে যান। ফলে তাকে আবার চাকরিতে ফিরিয়ে এ প্রশাসনের প্রধান করতে চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দেয়।
অন্তর্বর্তী প্রশাসনের পর আসছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের লোগো–মডেল
ইউজিসি চেয়ারম্যান ও বিশেষজ্ঞ কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম এ ফায়েজ আজকের পত্রিকা'কে বলেছেন, ‘সবগুলো কাজ ধাপে ধাপে এগিয়ে চলেছে। ইউজিসি সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নাম প্রস্তাব করেছে। এর মধ্যে সাত কলেজের ঢাবি অধিভুক্তি বাতিল হয়ে যাওয়ায় অন্তর্বর্তী প্রশাসন নিয়েও আমাদের কাজ করতে হয়েছে। এ ছাড়া লোগো এবং মডেলের কাজ প্রায় চূড়ান্ত। অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসকও চূড়ান্ত করা হয়েছে। সরকার এ প্রশাসনের অনুমোদন দিলে বাকি কাজগুলো ধাপে ধাপে দৃশ্যমান হবে।’
আরও খবর পড়ুন:
রাজধানীর সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কার্যক্রমের অংশ হিসেবে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপনের দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আজ রোববার (১৮ মে) বিকেলে এ আল্টিমেটাম শেষ হচ্ছে। সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে, ‘শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার আগেই এ প্রশাসনের ঘোষণা আসতে পারে।’
এর আগে, গতকাল শনিবার (১৭ মে) বিকেল ৪টায় ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটের সামনে সংবাদ সম্মেলনে এই আল্টিমেটামসহ ৫ দফা দাবি তুলে ধরেন সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের পক্ষে যৌথভাবে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের সদস্য ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রী জাফরিন আক্তার এবং ঢাকা কলেজের ছাত্র তানজিমুল আবিদ।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো: রোববারের মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে; অন্তর্বর্তী প্রশাসকের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সেশনজট নিরসনসহ সামগ্রিক বিষয় নিয়ে অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে; ভুতুড়ে ফলের সমাধান, বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফি আদায় বন্ধসহ যাবতীয় অসঙ্গতিগুলো স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে; অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে হবে; আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’-এর রূপরেখা এবং লোগো/মনোগ্রাম প্রকাশ করতে হবে; আগামী এক মাসের অর্থাৎ আগামী ১৬ জুনের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ দিতে হবে।
লিখিত বক্তব্যে সাত কলেজ শিক্ষার্থীরা বলেন, ‘রোববারের মধ্যে যদি অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে সোমবার (১৯ মে) থেকে আমরা আবার মাঠের কর্মসূচিতে যেতে বাধ্য হবো। এ কর্মসূচি কেমন হবে, সেটা পরিস্থিতি বিবেচনায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব। একই সঙ্গে আমরা বাকি দাবিগুলোর বিষয়েও নজর রাখবো। আমাদের যদি আবার মাঠে নামতে হয়, তাহলে এবার নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ নিয়েই ক্যাম্পাসে ফিরবো। এজন্য সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির পরিবর্তে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো কর্মসূচিগুলো আমরা বেছে নেব।’
শিক্ষার্থীদের আল্টিমেটামের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন সংক্রান্ত ইউজিসির প্রস্তাবনা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঊর্ধ্বতন মন্ত্রণালয়ে (প্রধান উপদেষ্টার কার্যালয়) পাঠানো হয়েছে। এ প্রশাসনের প্রজ্ঞাপন আজ রোববার বা আগামীকাল সোমবার বিকেলের মধ্যে প্রকাশিত হবে।’
অন্তর্বর্তী প্রশাসন ও প্রশাসকের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে এ কর্মকর্তা বলেন, ‘প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি সরকারি আদেশ (জিও) জারি করা হবে। আরেকটি জিও হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে। এখানে দুটি বিষয় রয়েছে—প্রথমত অধ্যাপক এ কে এম ইলিয়াসকে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে (চুক্তিভিত্তিক) নিয়োগ দেওয়া হবে। এটা জনপ্রশাসন মন্ত্রণালয় দেবে। আর দ্বিতীয়টি হলো, তিনি ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় তাকে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক হিসেবে নিয়োগ দেবে।’
এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি ‘সাত কলেজ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় সাময়িক ব্যবস্থাসংক্রান্ত’ শিরোনামে একটি অন্তর্বর্তী প্রশাসনের প্রস্তাব করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
ইউজিসির এ প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আবার ইউজিসি থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ প্রশাসনের প্রশাসক হিসেবে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসকে চূড়ান্ত করে ইউজিসি। এর মধ্যে গত ৩১ মার্চ অধ্যাপক ইলিয়াসের চাকরির বয়সসীমা শেষ হয়ে যাওয়ায় তিনি অবসরে চলে যান। ফলে তাকে আবার চাকরিতে ফিরিয়ে এ প্রশাসনের প্রধান করতে চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দেয়।
অন্তর্বর্তী প্রশাসনের পর আসছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের লোগো–মডেল
ইউজিসি চেয়ারম্যান ও বিশেষজ্ঞ কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম এ ফায়েজ আজকের পত্রিকা'কে বলেছেন, ‘সবগুলো কাজ ধাপে ধাপে এগিয়ে চলেছে। ইউজিসি সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নাম প্রস্তাব করেছে। এর মধ্যে সাত কলেজের ঢাবি অধিভুক্তি বাতিল হয়ে যাওয়ায় অন্তর্বর্তী প্রশাসন নিয়েও আমাদের কাজ করতে হয়েছে। এ ছাড়া লোগো এবং মডেলের কাজ প্রায় চূড়ান্ত। অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসকও চূড়ান্ত করা হয়েছে। সরকার এ প্রশাসনের অনুমোদন দিলে বাকি কাজগুলো ধাপে ধাপে দৃশ্যমান হবে।’
আরও খবর পড়ুন:
মালয়েশিয়ার সরকারি এমটিসিপি বৃত্তি ২০২৫-২৬-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তিতে অর্থায়ন করবে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
৯ ঘণ্টা আগেচারপাশে শুধুই উচ্ছ্বাস, গর্ব ও আবেগের এক মোহময় মেলবন্ধন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ হাজার ৩০০ একরের সবুজ পাহাড়ঘেরা ক্যাম্পাস যেন পরিণত হয়েছিল আনন্দ-উৎসবে। হাজারো শিক্ষার্থীর পরনে কালো গাউন ও মাথায় টুপি, বুকভরা স্বপ্ন আর চোখে আগামীর প্রত্যাশা।
১০ ঘণ্টা আগেদুই বছর আগেই তাঁরা নিজেদের কল্পনা করেছিলেন বিশ্বমঞ্চে। কিন্তু সেই স্বপ্ন তখন বাস্তবে ধরা দেয়নি। আজ নাসার আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরের অপেক্ষায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ‘টিম ভয়েজার্স’। পাঁচ তরুণের এই স্বপ্নযাত্রা শুধু রাজশাহী নয়, পুরো দেশকে গর্বিত করেছে।
১০ ঘণ্টা আগেছোট একটি গ্রাম কুশলপুর। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। সেই গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়—সুব্রত খাজাঞ্চী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অজপাড়াগাঁয়ের স্কুলটি এবার দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি...
১০ ঘণ্টা আগে