Ajker Patrika

জবিতে ২৫ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু

জবি প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৫: ৩৯
জবিতে ২৫ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৫ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঈদের পর ৮ মে থেকে ক্লাস-পরীক্ষা চালুসহ দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে কদর, মে দিবস, জুমাআতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। এ ছাড়া ২৮ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগীয় অফিস এবং প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। 

এদিকে ৫ মে বৃহস্পতিবার হওয়ায় একবারে ৮ মে থেকেই সব একাডেমিক ও দাপ্তরিক কাজ শুরু করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত