প্রতিনিধি, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনাস ফারুক। এক বছরের বেশি সময় ধরে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া নামক দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন।
কৃষক বাবার দিনাজপুরের স্বপ্নবাজ ছেলে আনাস। শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়াশোনা করে পরিবারের হাল ধরার এক বুক আশা নিয়ে আছেন আনাস। ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে বাবাও হাফ ছেড়েছিলেন। কিন্তু সব স্বপ্নই তাঁর ফিকে হতে যাচ্ছে।
আনাসের শরীরে রক্তশূন্যতা দেখা দেওয়ায় এ পর্যন্ত ৩৯ ব্যাগ রক্ত (এ পজিটিভ) তাঁর শরীরে দেওয়া হয়েছে। এ দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে তার উন্নত চিকিৎসায় ৩০ লাখ টাকা প্রয়োজন।
আনাস জানান, করোনার শুরুতে তাঁর শরীরে এ রোগ ধরা পড়ে। শরীরে নিয়মিত রক্ত না দিলে মাথা ঘোরা, দুর্বল ভাব, ঠোঁট, জিহ্বা, চোখের মণি এবং কণ্ঠনালীতে রক্ত জমাট বাঁধে। আবার রক্ত দিলেও কিছুদিনের মধ্যে তা ড্যামেজ হয়ে যায়।
চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসক বলেছেন, আনাসের মেরুদণ্ডের হাড় ট্রান্সফার করা প্রয়োজন। এ জন্য চিকিৎসা বাবদ ২০ লাখ টাকা খরচ হবে।
কিন্তু এত টাকা জোগাড় করতে না পেরে আনাস স্থানীয় হোমিও চিকিৎসা করাচ্ছেন। মেরুদণ্ডের হাড় ট্রান্সফার, ঋণ থেকে মুক্তি, চিকিৎসা ব্যয়, ওষুধপত্র কেনা ও ভারত যাতায়াতসহ সব মিলিয়ে এখন ৩০ লাখ টাকা প্রয়োজন আনাসের।
আনাসকে সহায়তা করতে বিভিন্ন মাধ্যমে যে কেউ এগিয়ে আসতে পারবেন তাঁর চিকিৎসায়। আনাসকে সহযোগিতা করতে পারেন-হিসাব নম্বর (মো. আনাস ফারুক) ০২০০০১৬৩৫৩৩২৬, অগ্রণী ব্যাংক লিমিটেড, মালদহ পট্টি শাখা, দিনাজপুর। বিকাশ (পার্সোনাল) ০১৭৮৩-২০০২৮৫ এবং রকেট (পার্সোনাল) ০১৭৮৩-২০০২৮৫৫।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনাস ফারুক। এক বছরের বেশি সময় ধরে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া নামক দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন।
কৃষক বাবার দিনাজপুরের স্বপ্নবাজ ছেলে আনাস। শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়াশোনা করে পরিবারের হাল ধরার এক বুক আশা নিয়ে আছেন আনাস। ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে বাবাও হাফ ছেড়েছিলেন। কিন্তু সব স্বপ্নই তাঁর ফিকে হতে যাচ্ছে।
আনাসের শরীরে রক্তশূন্যতা দেখা দেওয়ায় এ পর্যন্ত ৩৯ ব্যাগ রক্ত (এ পজিটিভ) তাঁর শরীরে দেওয়া হয়েছে। এ দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে তার উন্নত চিকিৎসায় ৩০ লাখ টাকা প্রয়োজন।
আনাস জানান, করোনার শুরুতে তাঁর শরীরে এ রোগ ধরা পড়ে। শরীরে নিয়মিত রক্ত না দিলে মাথা ঘোরা, দুর্বল ভাব, ঠোঁট, জিহ্বা, চোখের মণি এবং কণ্ঠনালীতে রক্ত জমাট বাঁধে। আবার রক্ত দিলেও কিছুদিনের মধ্যে তা ড্যামেজ হয়ে যায়।
চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসক বলেছেন, আনাসের মেরুদণ্ডের হাড় ট্রান্সফার করা প্রয়োজন। এ জন্য চিকিৎসা বাবদ ২০ লাখ টাকা খরচ হবে।
কিন্তু এত টাকা জোগাড় করতে না পেরে আনাস স্থানীয় হোমিও চিকিৎসা করাচ্ছেন। মেরুদণ্ডের হাড় ট্রান্সফার, ঋণ থেকে মুক্তি, চিকিৎসা ব্যয়, ওষুধপত্র কেনা ও ভারত যাতায়াতসহ সব মিলিয়ে এখন ৩০ লাখ টাকা প্রয়োজন আনাসের।
আনাসকে সহায়তা করতে বিভিন্ন মাধ্যমে যে কেউ এগিয়ে আসতে পারবেন তাঁর চিকিৎসায়। আনাসকে সহযোগিতা করতে পারেন-হিসাব নম্বর (মো. আনাস ফারুক) ০২০০০১৬৩৫৩৩২৬, অগ্রণী ব্যাংক লিমিটেড, মালদহ পট্টি শাখা, দিনাজপুর। বিকাশ (পার্সোনাল) ০১৭৮৩-২০০২৮৫ এবং রকেট (পার্সোনাল) ০১৭৮৩-২০০২৮৫৫।
বিশ্ববিদ্যালয়জীবন শুধু পড়াশোনা নয়, এটি স্বপ্ন গড়ে তোলার, লক্ষ্য নির্ধারণের এবং ক্যারিয়ার তৈরির এক গুরুত্বপূর্ণ সময়। প্রত্যেক শিক্ষার্থী নিজেকে প্রস্তুত করেন ভবিষ্যতের জন্য। তাঁদের মনে এমন পরিকল্পনা থাকতে পারে—আমি কী হব, আমি কী করব, আমি কী করতে চাই এবং...
১২ ঘণ্টা আগেমনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আরিয়েত্তি। বয়স সবে ৯ বছর। এ ছোট্ট বয়সেই রোবট বানিয়ে তাঁর অর্জনের ঝুলিতে পুরেছে গোল্ড মেডেল। শুধু কি তা-ই? সে লিখেছে গল্পের বই, শিখেছে প্রোগ্রামিং!
১৩ ঘণ্টা আগেদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৮ জন শিক্ষার্থী অর্জন করেছেন মর্যাদাপূর্ণ মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫। জাতিসংঘের ইউনাইটেড নেশনস একাডেমিক ইমপ্যাক্ট (ইউএনএআই) এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্কের...
১৪ ঘণ্টা আগেশিক্ষাজীবন শুধু পরীক্ষার খাতা ভরাট করার জন্য নয়। এটি আসলে ভবিষ্যৎ-জীবনের প্রস্তুতির সময়। একজন শিক্ষার্থীর বড় কাজ শুধু বই মুখস্থ করা নয়; বরং এমন শেখার কৌশল আয়ত্ত করা, যা দ্রুত, গভীর ও দীর্ঘস্থায়ীভাবে জ্ঞান অর্জনে সাহায্য করে।
১৫ ঘণ্টা আগে