Ajker Patrika

রাবিতে সশরীরে ক্লাস বন্ধের অনুরোধ শিক্ষক সমিতির

রাবি প্রতিনিধি
রাবিতে সশরীরে ক্লাস বন্ধের অনুরোধ শিক্ষক সমিতির

করোনা সংক্রমণ এড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সশরীরের ক্লাস বন্ধ করে অনলাইনে নেওয়ার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। 

এ ছাড়া স্মারকলিপিতে হল, ক্যাম্পাসে অবস্থিত সব ধরনের দোকানপাটে করোনার বিধিনিষেধ কঠোরভাবে পালনের উদ্যোগ গ্রহণ, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে করোনার চিকিৎসার সুব্যবস্থা করা, বিশেষ করে প্রয়োজনীয় সংখ্যক অক্সিজেন সিলিন্ডার নিশ্চিত করার পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। 

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, দেশে গত কিছুদিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার হার বৃদ্ধি পাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে প্রায় চল্লিশ হাজার মানুষের সমাগম ঘটে। বিভিন্ন বিভাগে ইতিমধ্যে নতুন বর্ষের ক্লাসও শুরু হয়েছে। এর পাশাপাশি অনেক বিভাগে পরীক্ষাও চলছে। করোনাভাইরাসের প্রকোপ আবার বৃদ্ধি পেলেও অনেকের মধ্যেই এখনো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অনীহা লক্ষণীয়। এ অবস্থায় করোনা সংক্রমণ এড়াতে সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত