Ajker Patrika

ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বাড়ানোর উপায়

ইয়াছির আরাফাত
ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বাড়ানোর উপায়

ইউটিউব কিংবা টেলিভিশন খুললেই দেখতে পাওয়া যায়, তোমার বয়সী ছেলেমেয়েরা অনর্গল ইংরেজিতে কথা বলছে। অন্যদিকে শ্রেণিকক্ষে কোনো কিছু ইংরেজিতে উপস্থাপন করতে বললে মাথা নিচু করে থাকতে হয় তোমাকে। চলো জেনে নিই, ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বাড়ানোর কিছু পরামর্শ। 

  • প্রথমে নিজের মাতৃভাষায় যোগাযোগ দক্ষতা উন্নীত করতে হবে। কথা বলার জড়তা দূর করতে হবে। যখন তোমার মধ্যে মাতৃভাষায় যোগাযোগ দক্ষতা বাড়বে, ঠিক তখনই অন্য ভাষায় যোগাযোগ দক্ষতা বাড়াতে পারবে।
  • করপোরেট জীবনেও ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজিতে যোগাযোগ দক্ষতা ভালো না হলে বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব নয়। যখন চাকরির বাজারে যাবে, তখন বিদেশি প্রতিনিধি বা ক্রেতাদের কাছে তোমার প্রতিষ্ঠান বা পণ্য সম্পর্কে বলতে হবে। তাই আগে থেকে চর্চাটা না থাকে পরে মুশকিল
  • ছোটবেলা থেকেই চর্চাটা শুরু করতে হবে। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করলে ভালো, তবে যারা বড় হয়ে গিয়েছ, চিন্তা নেই, আজকে থেকে না হয় শুরু করো।
  • স্পিকিংয়ের জন্য তোমার লেভেল অনুযায়ী পার্টনার বেছে নাও। তুমি বিগেইনার লেভেলের স্পিকার হয়ে একদম প্রো-লেভেলের কারও সঙ্গে চর্চা করার দরকার নেই। ভুল করো, ভুলের মধ্য দিয়েই শিখবে। সবচেয়ে বড় কথা, আগে জড়তাটি কাটাতে হবে।
  • একদম শুরুতেই যে নির্ভুলভাবে বলবে তা কিন্তু নয়। ভুল বা সঠিক হোক, চর্চাটা চালিয়ে যাও। তাহলে আয়ত্তে চলে আসবে।
  • বাসায় একটা ইংরেজি পত্রিকা রাখো। সময় পেলে শব্দ করে পড়ো। যে শব্দটি উচ্চারণ করতে পারছ না, তা দাগ দিয়ে রাখো। এরপর সবগুলো দাগ দেওয়া শব্দ ডিকশনারি থেকে দেখে নাও। এ ছাড়া নতুন শব্দ পেলে তা টুকে রাখতে পারো।
  • প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ইংরেজি গ্রামার পড়ার জন্য বরাদ্দ রাখো। ঘুমাতে যাওয়ার সময় বিছানায় শুয়েও পড়তে পারো চাইলে। সকালে ঘুমে থেকে উঠে কিছুক্ষণ স্পিকিং চর্চা করতে পারো।
  • যদি কোনো শব্দ উচ্চারণে সমস্যা হয়, তাহলে কেমব্রিজ ডিকশনারিতে সার্চ করে উচ্চারণ শুনে নিতে পারো।
  • আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে নিজের সঙ্গে নিজেই কথা বলো। এতে ভয় কিংবা জড়তা উভয়ই কমবে। বাসায় ভাইবোন থাকলে তাদেরও তোমার ইংরেজি স্পিকিং চর্চার পার্টনার বানাতে পারো।
  • ইংরেজিতে বাক্যগঠন, ভোকাকুলারি ইত্যাদির পকেট বুক সঙ্গে রাখতে পারো। অবসর সময়ে সেগুলো দেখতে পারো। অবশেষে চেষ্টা চালিয়ে যাও, জড়তা কাটবে, সফলও হবে। 

ইয়াছির আরাফাত, প্রভাষক, ব্র্যাক ইন্সটিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস, ব্র্যাক বিশ্ববিদ্যালয় 

অনুলিখন: জুবায়ের আহম্মেদ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত