Ajker Patrika

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অর্ধকোটির বৃত্তি

শিক্ষা ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এমবিএ স্কলারশিপ-২০২৬ আবেদন শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা অর্থায়িত বৃত্তিটির আওতায় বিশ্ববিদ্যাল থেকে এমবিএ ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের কেমব্রিজ শহরে অবস্থিত। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্যান্টাব্রিজিয়ান বিশেষণে অভিহিত করা হয়।

সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ ৩০ হাজার পাউন্ডের (৪৯ লাখ ৩৫ হাজার ৬২৭ টাকা) আর্থিক সহায়তা দেওয়া হবে। থাকছে আবাসন ও ভ্রমণ ভাতাও। এ ছাড়া বৃত্তির নীতিমালা অনুযায়ী আরও বেশ কিছু সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।

ইন্টার্নশিপের সুযোগ

সফল স্কলারদের বুস্টানি ফাউন্ডেশনের সঙ্গে দুই মাসের ইন্টার্নশিপ করার সুযোগ রয়েছে। এটি অবৈতনিক একটি প্রকল্প। এই ইন্টার্নশিপের মাধ্যমে অন্যান্য ফাউন্ডেশনের কার্যক্রম ও তাদের অংশীদারদের সঙ্গে সেতুবন্ধের সুযোগ তৈরি করবে। তবে ইন্টার্নশিপে সময়ের ব্যবহার ফাউন্ডেশন বহন করবে।

বৃত্তির মেয়াদ: ২ বছর।

আবেদনের যোগ্যতা

এমবিএ ডিগ্রির জন্য আবেদন করতে প্রার্থীদের বিবিএ ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের চমৎকার একাডেমিক ফলাফল থাকতে হবে। তাঁদের প্রতিশ্রুতিশীল হতে হবে। এ বৃত্তিতে লেবানিজ বংশোদ্ভূত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

কারিকুলাম ভিটার (সিভি), গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট ভর্তি পরীক্ষার (জিম্যাট) স্কোর ও বিশ্ববিদ্যালয় থেকে আবেদনের যোগ্যতার ফরম। এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লিখিত আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্রসহ ই-মেইল করতে হবে।

অধ্যয়নের ক্ষেত্রগুলো

অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স, অর্থনীতি, বিপণন, মানবসম্পদ ব্যবস্থাপনা, কৌশলগত ব্যবস্থাপনা, অপারেশনাল ম্যানেজমেন্ট। এ ছাড়া কেমব্রিজ জাজ বিজনেস স্কুলের অধীনে এন্টারপ্রেনারশিপ এবং ইনোভেশন, সোশ্যাল ইনোভেশন এবং সাসটেইনেবিলিটি, বিজনেস অ্যানালিটিকস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টসহ আরও কিছু ঐচ্ছিক কোর্সে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১৫ মে, ২০২৬

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত