Ajker Patrika

দক্ষিণ কোরিয়ায় জিআইএসটি বৃত্তি

শিক্ষা ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় জিআইএসটি আন্তর্জাতিক বৃত্তি ২০২৫-২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় দেশটির গোয়াংজু ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

জিআইএসটি বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত। এ বৃত্তির আওতায় প্রতি সেমিস্টারে শিক্ষার্থীদের ৩৪ লাখ ১৫ হাজার সাউথ কোরিয়ান ওন দেওয়া হবে। থাকছে মাসিক উপবৃত্তির সুযোগ। মাস্টার্সে মাসিক উপবৃত্তি হিসেবে ১ লাখ ৪০ হাজার ওন ও পিএইচডিতে প্রতি মাসে ২ লাখ ৯৫ হাজার ওন দেওয়া হবে।

অধ্যয়নের ক্ষেত্রগুলো

রসায়ন, ইন্টিগ্রেটেড টেকনোলজি স্কুল, আর্থ সায়েন্সেস অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং স্কুল, পদার্থবিদ্যা এবং ফোটনবিজ্ঞান বিভাগ, বৈদ্যুতিক প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান স্কুল, উপকরণ বিজ্ঞান ও প্রকৌশল স্কুল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্কুল, জীববিজ্ঞান স্কুল, বায়োমেডিকেল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও কৃত্রিম বুদ্ধিমত্তায় স্নাতক স্কুল।

আবেদনের যোগ্যতা

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। মাস্টার্স ডিগ্রি স্কলারশিপের জন্য আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ডক্টরাল ডিগ্রি বৃত্তির জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনপত্র, স্নাতক ডিগ্রি বা স্নাতক ডিপ্লোমার সনদ, স্নাতক ডিগ্রির ট্রান্সক্রিপ্ট, স্নাতকোত্তর ডিগ্রি বা স্নাতকোত্তর ডিপ্লোমার সনদ, মাস্টার্স ডিগ্রি ট্রান্সক্রিপ্ট, সুপারিশের দুটি চিঠি, বৈধ ইংরেজি দক্ষতা পরীক্ষার সনদ, আবেদনকারীর পাসপোর্টের কপি।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর, ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সাকিবের পোস্টার স্টেডিয়ামে ঢুকবে কি না, বিসিবির ডিসিপ্লিনারি কমিটি দেখবে’

আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ-আদানি

দলীয় মনোনয়ন পছন্দ না হওয়ায় বিশৃঙ্খলা, বিএনপির ৪ নেতা বহিষ্কার

‘তোমার জন্যই খুন করেছি’, স্ত্রীকে হত্যার পর প্রেমিকাকে সার্জনের বার্তা

জোটেই ভোট করবে জামায়াত, চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগির

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ