Ajker Patrika

আইইএলটিএস প্রস্তুতি: স্পিকিংয়ের পার্ট-৩-এর প্রস্তুতি

মমতাজ জাহান মম
আইইএলটিএস প্রস্তুতি: স্পিকিংয়ের পার্ট-৩-এর প্রস্তুতি

স্পিকিং পার্ট-৩ মূলত আলোচনামূলক। পার্ট-২-এর সঙ্গে সম্পর্কিত। এই পার্টে পরীক্ষক আপনাকে পার্ট-২-এর স্পিচের ওপর প্রশ্ন করবেন। আপনাকে সেই সব প্রশ্নের উত্তর দিতে হবে। এই পার্টটি সাধারণত ৩ থেকে ৪ মিনিটের মতো হয়ে থাকে। পরীক্ষার এই পার্টটি দৈনন্দিন জীবনযাপনের সমস্যা বা বিভিন্ন ধারণা সম্পর্কে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সাজানো হয়েছে।

যে ধরনের প্রশ্ন করতে পারে
আপনাকে পার্ট ২-তে একটি বিষয়ের ওপর কথা বলতে বলবে। যেমন ‘Describe a story who told you and you remember’। এখন এই বিষয়ের ওপর আপনাকে যে ধরনের প্রশ্ন করতে পারে—

  • Is it important to tell stories? 
  • Do you think that generally most of the people good at story telling?
  • Is reading books beneficial or watching documentaries better?

পরীক্ষক আপনাকে এই প্রশ্নগুলো করতে পারে। এখানে আপনাকে গল্প বলার মতো উত্তর দিতে হবে। আপনি এভাবে বলতে পারেন In my opinion, according to my point of view অথবা উদাহরণ দেওয়ার সময় For instance, for example ইত্যাদি।

এই অংশে পরীক্ষক আপনার শেষ উত্তরের ওপর ভিত্তি করে প্রশ্ন করবেন। আপনাকে যুক্তি ও উদাহরণ দিয়ে মতামত দিতে হবে। খেয়াল রাখতে হবে উত্তর যেন একটু দীর্ঘ হয়। এই অংশে ভালো করার জন্য বেশি করে পডকাস্ট শুনতে পারেন। এ ছাড়া বেশি করে স্যাম্পল টেস্ট পড়তে পারেন মাক্কার স্পিকিং আইইএলটিএস বইটি থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত