জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির এবারের ভর্তি পরীক্ষায় শিফট-বৈষম্য থাকছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। আজ সোমবার ভর্তি পরীক্ষার হল পরিদর্শনের পরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘প্রতি শিফটে যতজন পরীক্ষা দেবে, তার ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের যে কয়টি আসন পাওয়ার কথা, সেটা দেওয়া হবে। যার ফলে শিফটভিত্তিক বৈষম্য এবার থাকবে না।’
গত বছরের ভর্তি পরীক্ষার ফল বিশ্লেষণ করলে শিফটভিত্তিক বৈষম্য স্পষ্ট হয়ে ওঠে। বিভিন্ন ইউনিটের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, গত বছর গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটে ছাত্রদের ২২৩ আসনের জন্য চারটি শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল। এ ইউনিটে ছাত্রদের প্রথম শিফট থেকে ৪৫ জন, দ্বিতীয় শিফট থেকে ৪৮, তৃতীয় শিফট থেকে ১০৫ ও চতুর্থ শিফট থেকে মাত্র ২৫ জন মেধাতালিকায় স্থান পেয়েছিলেন। একই ইউনিটে ছাত্রীদের ২২৩টি আসনের বিপরীতে দুই শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল। ছাত্রীদের প্রথম শিফট থেকে ১৮৩ জন মেধাতালিকায় স্থান পেলেও দ্বিতীয় শিফট থেকে পেয়েছিলেন মাত্র ৪০ জন।
একই বছরের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ছাত্রদের ১৫৫টি আসনের জন্য চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছাত্রদের প্রথম ও দ্বিতীয় শিফট থেকে ৩২ জন করে, তৃতীয় শিফট থেকে ৪৪ ও চতুর্থ শিফট থেকে ৪৭ জন মেধাতালিকায় স্থান পান। তবে এই ইউনিটের ছাত্রীদের ফলাফলে চরম বৈষম্য দেখা যায়। ছাত্রীদের ১৫৫টি আসনের বিপরীতে প্রথম ও তৃতীয় শিফট থেকে মেধাতালিকায় স্থান পেয়েছিলেন ১৪৯ জন। অন্যদিকে দ্বিতীয় ও চতুর্থ শিফট থেকে মেধাতালিকায় স্থান পেয়েছিলেন মাত্র ছয়জন।
প্রতিবছরের মতো এবারও প্রতিটি ইউনিটে ভিন্ন ভিন্ন শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে উপাচার্যের তথ্যমতে, এবার ফলাফলের ক্ষেত্রে প্রতি শিফট থেকে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় আনুপাতিক হারে মেধাতালিকা করা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির এবারের ভর্তি পরীক্ষায় শিফট-বৈষম্য থাকছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। আজ সোমবার ভর্তি পরীক্ষার হল পরিদর্শনের পরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘প্রতি শিফটে যতজন পরীক্ষা দেবে, তার ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের যে কয়টি আসন পাওয়ার কথা, সেটা দেওয়া হবে। যার ফলে শিফটভিত্তিক বৈষম্য এবার থাকবে না।’
গত বছরের ভর্তি পরীক্ষার ফল বিশ্লেষণ করলে শিফটভিত্তিক বৈষম্য স্পষ্ট হয়ে ওঠে। বিভিন্ন ইউনিটের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, গত বছর গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটে ছাত্রদের ২২৩ আসনের জন্য চারটি শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল। এ ইউনিটে ছাত্রদের প্রথম শিফট থেকে ৪৫ জন, দ্বিতীয় শিফট থেকে ৪৮, তৃতীয় শিফট থেকে ১০৫ ও চতুর্থ শিফট থেকে মাত্র ২৫ জন মেধাতালিকায় স্থান পেয়েছিলেন। একই ইউনিটে ছাত্রীদের ২২৩টি আসনের বিপরীতে দুই শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল। ছাত্রীদের প্রথম শিফট থেকে ১৮৩ জন মেধাতালিকায় স্থান পেলেও দ্বিতীয় শিফট থেকে পেয়েছিলেন মাত্র ৪০ জন।
একই বছরের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ছাত্রদের ১৫৫টি আসনের জন্য চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছাত্রদের প্রথম ও দ্বিতীয় শিফট থেকে ৩২ জন করে, তৃতীয় শিফট থেকে ৪৪ ও চতুর্থ শিফট থেকে ৪৭ জন মেধাতালিকায় স্থান পান। তবে এই ইউনিটের ছাত্রীদের ফলাফলে চরম বৈষম্য দেখা যায়। ছাত্রীদের ১৫৫টি আসনের বিপরীতে প্রথম ও তৃতীয় শিফট থেকে মেধাতালিকায় স্থান পেয়েছিলেন ১৪৯ জন। অন্যদিকে দ্বিতীয় ও চতুর্থ শিফট থেকে মেধাতালিকায় স্থান পেয়েছিলেন মাত্র ছয়জন।
প্রতিবছরের মতো এবারও প্রতিটি ইউনিটে ভিন্ন ভিন্ন শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে উপাচার্যের তথ্যমতে, এবার ফলাফলের ক্ষেত্রে প্রতি শিফট থেকে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় আনুপাতিক হারে মেধাতালিকা করা হবে।
চীন একটা বহুল বৈচিত্র্যময় দেশ। এখানে আসার পর দেখেছি, স্থানীয়রা চীনের সংস্কৃতিগুলো খুব জোরালোভাবে প্রচার করে। চীন বৃহৎ দেশ হওয়ায় একেক প্রদেশে একেক ধরনের সংস্কৃতি দেখা যায়। নিরাপত্তার দিক দিয়েও চীন অন্যতম। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চীনের নিরাপত্তা অত্যন্ত যত্নসহকারে রক্ষা করা হয়। এ ছাড়া অন্যান্য
২০ ঘণ্টা আগেপ্রাথমিকের পর মাদ্রাসার ইবতেদায়ি পর্যায় এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ডিসেম্বরের শেষে এ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারে। মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রের তথ্য অনুযায়ী, মোট ছয়টি বিষয়ে পাঁচটি পত্রে এবারের বৃত্তি পরীক্ষা আয়োজিত হবে।
১ দিন আগেপাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নের’ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২ জন শিক্ষক। তারা অবিলম্বে শিক্ষকদের মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তারকৃতদের মুক্তি ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে।
১ দিন আগেপার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও ই-লার্নিংয়ের সুযোগ দিতে আগামী ছয় মাসের মধ্যে এই অঞ্চলের ১০০টি বিদ্যালয়ে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এই উদ্যোগকে শিক্ষাক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা
২ দিন আগে