Ajker Patrika

ইংরেজি শোনার দক্ষতা বাড়ানোর ১০টি কার্যকর টিপস

আব্দুর রাজ্জাক খান
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা আইইএলটিএস একটি আন্তর্জাতিক মানের পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে ইংরেজি ভাষার দক্ষতা যাচাই করা হয়। এই পরীক্ষার চারটি অংশ—স্পিকিং, রাইটিং, রিডিং ও লিসেনিং। লিসেনিং অংশে পরীক্ষার্থীদের বিভিন্ন অডিও শোনানো হয় এবং সেগুলোর ভিত্তিতে প্রশ্নের উত্তর দিতে হয়।

ইংরেজিতে দক্ষ যোগাযোগের জন্য শোনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালোভাবে শুনতে পারলে শুধু কথোপকথন বোঝাই নয়, বরং ভাষার প্রতি আত্মবিশ্বাসও বাড়ে। আপনি যদি ইংরেজি শোনার দক্ষতা বাড়াতে চান, তবে এই টিপসগুলো আপনার জন্য।

সক্রিয়ভাবে শোনা

শুধু শোনা নয়, বরং সচেতনভাবে শোনার অভ্যাস গড়ে তুলুন। বক্তার কথায় সম্পূর্ণ মনোযোগ দিন, একাগ্রতা বিনষ্ট করে এমন বিষয় এড়িয়ে চলুন এবং বার্তাটি বোঝার চেষ্টা করুন। মাল্টিটাস্কিং এড়িয়ে বক্তাকে পুরোপুরি সময় দিন।

বিভিন্ন উপকরণে মনোযোগ দিন

ইংরেজি ভাষার বিভিন্ন উচ্চারণ, গতি ও বিষয়ে নিজেকে অভ্যস্ত করুন। পডকাস্ট, সিনেমা, টিভি শো এবং খবর দেখুন বা শুনুন। বৈচিত্র্যময় উপকরণে অভ্যস্ত হলে নতুন শব্দ শিখতে এবং বিভিন্ন ধরনের কথোপকথন বুঝতে সহজ হবে।

সাবটাইটেলের সাহায্য নিন

ইংরেজি সিনেমা বা টিভি শো দেখার সময় সাবটাইটেল চালু রাখুন। এতে করে আপনি শুনে যে শব্দগুলো বুঝছেন, সেগুলোর সঠিক বানান ও অর্থ সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।

নিয়মিত অনুশীলন করুন

প্রতিদিন নির্দিষ্ট সময়ে ইংরেজি শোনার অনুশীলন করুন। এটি হতে পারে অডিও লেসন, ভাষা বিনিময় সেশন অথবা স্থানীয়দের সঙ্গে কথোপকথনের মাধ্যমে। নিয়মিত অনুশীলন দক্ষতার মূল চাবিকাঠি।

নোট নেওয়ার অভ্যাস গড়ে তুলুন

পডকাস্ট, লেকচার বা যেকোনো কথোপকথন শুনতে শুনতে নোট নিন। এটি আপনাকে গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখতে এবং বিষয়টি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে।

অডিওর গতি ধীর করুন

যদি আপনি স্থানীয় বক্তাদের গতি বুঝতে সমস্যা অনুভব করেন, তাহলে অডিও বা ভিডিওর প্লেব্যাক স্পিড ধীর করুন। এতে করে আপনার কাছে তথ্যগুলো সহজবোধ্য হবে এবং ধীরে ধীরে বোঝার দক্ষতা বাড়বে।

পুনরাবৃত্তি ও ব্যাখ্যা

যা শুনছেন, তা পুনরাবৃত্তি করুন এবং নিজের ভাষায় ব্যাখ্যার চেষ্টা করুন। এটি শুধু শোনার দক্ষতা নয়, বরং আপনার কথা বলার ক্ষমতা এবং শব্দভান্ডারও সমৃদ্ধ করবে।

ইংরেজি ভাষার গ্রুপে যোগ দিন

ইংরেজি ভাষার গ্রুপ, ক্লাব বা ফোরামে অংশগ্রহণ করুন। এখানে স্থানীয় বক্তা এবং অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। এটি আপনার শোনার পাশাপাশি সামাজিক দক্ষতাও বাড়াবে।

ইন্টারঅ্যাকটিভ লার্নিং অ্যাপ ব্যবহার করুন

ভাষা শেখার অ্যাপ যেমন Duolingo বা LingQ ব্যবহার করুন। এসব অ্যাপে শোনার অনুশীলনের জন্য ইন্টারঅ্যাকটিভ ডায়ালগ, কুইজ ও উচ্চারণের পরীক্ষা থাকে; যা শেখাকে মজার ও কার্যকর করে তোলে।

ফিডব্যাক নিন

স্থানীয় বক্তা বা অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে ফিডব্যাক নিন। তাঁরা আপনার উচ্চারণ, বোঝাপড়া বা শব্দভান্ডারের দুর্বল দিকগুলো চিহ্নিত করতে সাহায্য করবে। এই গঠনমূলক পরামর্শগুলোকে আপনার অনুশীলনে অন্তর্ভুক্ত করুন।

ইংরেজি শোনার দক্ষতা বাড়ানো সহজ, যদি আপনি নিয়মিত এবং সঠিক উপায়ে অনুশীলন করেন। এই টিপসগুলো অনুসরণ করে দ্রুত উন্নতি লক্ষ করবেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত