Ajker Patrika

জাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, একজনের কারাদণ্ড

জাবি প্রতিনিধি
জাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, একজনের কারাদণ্ড

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ স্নাতক (সম্মান) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির প্রমাণ মেলায় তোহিদুল হাসান শিপন (২৮) নামের একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তোহিদুল নিজেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী বলে দাবি করেছেন। 

গতকাল রোববার বিকেল সাড়ে তিনটায় 'বি' ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের পঞ্চম শিফটের ভর্তি পরীক্ষা চলার সময় তোহিদুলকে আটক করা হয়। চরে ওই দিন রাতে সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়। 

জিজ্ঞাসাবাদে তোহিদুল জানান, তাঁর বাড়ি শরিয়তপুরের গোসাইরহাট উপজেলার হাটুরিয়ায়। দুই বছর আগে বুয়েট থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি। 

তোহিদুল জানান, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার উদ্ভাসে ভর্তি পরীক্ষার্থী নাজমুল হকের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁর বদলি হিসেবে ২০ হাজার টাকার বিনিময়ে পরীক্ষায় অংশ নেওয়ার চুক্তি করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্র জানায়, রোববার বিকেল সোয়া তিনটায় 'বি' ইউনিটের পঞ্চম শিফটের পরীক্ষা শুরু হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন তোহিদুল হাসান শিপন। প্রবেশপত্রের ছবির সঙ্গে তোহিদুল হাসানের চেহারার মিল না পাওয়ায় প্রক্টরিয়াল বডিকে খবর দেন হলের দায়িত্বে থাকা শিক্ষকেরা। পরে তাঁকে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থাইল্যান্ডে রাষ্ট্রীয় সফরে ৪০ যৌনকর্মীকে হোটেলে নেন প্রিন্স অ্যান্ড্রু

‘আমি স্কুলে যেতে চাই না’, আত্মহত্যার আগে বলেছিল ৯ বছরের আমাইরা

বিএনপি আলোচনায় বসতে রাজি নয়, জানালেন জামায়াত নেতা

এত শক্তি প্রদর্শন আপনাদের মানায় না—অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি সালাহউদ্দিনের

মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ, দোকানদার থেকে ২৫ সেকেন্ডে খেলেন ২০টি চড়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ