Ajker Patrika

রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু কাল

রাবি প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৯: ১১
রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু কাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আগামীকাল বুধবার থেকে শুরু। আবেদন প্রক্রিয়া চলবে ২৭ মার্চ পর্যন্ত। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের প্রাথমিকভাবে ৫৫ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীরা পরবর্তীতে ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদন করতে পারবেন।

আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা।

খাদেমুল বলেন, ‘আগামীকাল দুপুর ১২টা থেকে প্রাথমিক আবেদন শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। ভর্তি–ইচ্ছুকদের প্রাথমিকভাবে ৫৫ টাকা দিয়ে আবেদন করতে হবে। চূড়ান্ত আবেদন শুরু হবে ৯ এপ্রিল।’

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার ২৯ থেকে ৩১ মে পর্যন্ত এ (মানবিক), বি (বাণিজ্য) এবং সি (বিজ্ঞান) এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার জন এবং বিভিন্ন কোটায় আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে ১০ টা, বেলা ১১টা থেকে দুপুর ১২ টা, বেলা ১টা থেকে ২টা এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চার শিফটে অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত